বিয়ের মরশুমে ছুটির দিনে আজ কলকাতায় ফের কমলো সোনার দাম (Hallmark Gold Price). পাশাপাশি কমলো রূপোর দামও। সোনা কিংবা রুপো ক্রেতা ও বিক্রেতাদের জন্য এটি সুসংবাদ বলা যায়। সারা রাজ্যে এখন জাঁকিয়ে পড়ছে শীত। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, পৌষ মাস পেরিয়ে মাঘ মাস শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর অগ্রহায়ণের পর মাঘ মাস মানেই বাংলায় চলে বিয়ের মরশুম।
22K And 24K Hallmark Gold Price Today.
এই বিয়ের মরশুমে শাড়ির পাশাপাশি মানুষ প্রচুর পরিমাণে সোনার গয়না (Hallmark Gold Price) কিনে থাকে। তবে বিগত বেশ কিছুদিন ধরে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন সোনা ক্রেতা ও বিক্রেতা সকলেই। এরপর সোনার দাম অবশ্য কিছুটা কমলেও আজ ফের সামান্য বেড়েছে সোনার দাম। চলুন বিয়ের মরশুমে সোনার দামে হেরফের সম্পর্কে জেনে নেওয়া যাক।
Hallmark Gold Price In West Bengal.
1) ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৬৩০৫ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬৩০৫০ টাকা।
2) ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৬৩২০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬৩২০০ টাকা।
3) ২২ ক্যারেট হলমার্ক সোনার বাটের দাম ১ গ্রামে ৬০১০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬০১০০ টাকা (Hallmark Gold Price).
গতকালের তুলনায় আজ কলকাতায় সোনার দামের (Hallmark Gold Price) পরিবর্তনের পরিসংখ্যান। গতকাল পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬২৮৫০ টাকা। আজ পাকা সোনার বাটের দাম ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬২৯০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম বেড়েছে ৫০ টাকা। গতকাল খুচরো পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬৩১৫০ টাকা।
আজ খুচরো পাকা সোনার বাট ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬৩২০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম বেড়েছে ৫০ টাকা। গতকাল হলমার্ক সোনার গয়নার দাম ছিল ২২ ক্যারেট ১০ গ্রামে ৬০০৫০ টাকা। আজ হলমার্ক সোনার গয়নার দাম ২২ ক্যারেট ১০ গ্রামে ৬০১০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম বেড়েছে ৫০ টাকা (Hallmark Gold Price).
উল্লেখ্য, ১৯ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ১৭ জানুয়ারি হলমার্ক সোনার দাম (22K Hallmark Gold Price) কমেছিল যথাক্রমে ২৫০ টাকা, ৩৫০ টাকা ও ১০০ টাকা। GST এবং TCS বাদে আজকে কলকাতায় রূপোর রেট রুপোর দাম প্রতি কেজি বাটে ৭১৩০০ টাকা। খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে ৭১৪০০ টাকা। ২০ জানুয়ারি, শনিবার অর্থাৎ গতকালের তুলনায় আজ কলকাতায় রূপোর দাম (Silver Price) পরিবর্তনের পরিসংখ্যান।
শনিবার রূপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৭১৪০০ টাকা। আজ রুপোর দাম প্রতি কেজি বাটে ৭১৩০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে রূপোর বাটের দাম কমেছে ১০০ টাকা। শনিবার খুচরো রূপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৭১৫০০ টাকা। আজ খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে ৭১৪০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে খুচরো রূপোর বাটের দাম কমেছে ১০০ টাকা।
500 টাকার নোটে এই দাগ থাকলে সেটা কি জাল নোট? RBI কি জানাচ্ছে?
উল্লেখ্য, গতকাল প্রতি কেজি রূপোর বাটের দাম বেড়েছিল ২৫০ টাকা। ১৯ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ১৭ জানুয়ারি রুপোর বাটের দাম কমেছিল যথাক্রমে ২৫০ টাকা, ৮০০ টাকা ও ১০০ টাকা। সবমিলিয়ে, নতুন বছরের শুরুতেই বিয়ের মরশুমে কমছে সোনা ও রূপোর দাম। তাই আজ রবিবার ছুটির দিনে সোনা কিংবা রুপোর বিক্রি ভালো হবে বলেই আশাবাদী বিক্রেতারা। পাশাপাশি ক্রেতারাও আগ্রহী স্বল্পদামে সোনা (24K Hallmark Gold Price) কিংবা রুপো কিনতে।
Written by Sampriti Bose.