আমরা সকলেই জানি যে পুরনো দিনের নোট বিক্রি করে অর্থ উপার্জন করা যায়, সেই জন্য Old Note Sell অর্থাৎ পুরনো নোট কিভাবে বিক্রি করে সেই সম্পর্কে সকলের জেনে রাখা উচিত। পুরনো কয়েন ও নোট বিক্রি করে অনেকেই লক্ষ টাকা ও অনেকে কোটি টাকা পর্যন্ত আয় করেছেন। এখন বর্তমানে অনেকেই এই পুরনো কয়েন ও নোট বিক্রি করা নিয়ে খুবই আগ্রহী হয়ে উঠেছেন। কিন্তু ইচ্ছে থাকলেও অনেক সময় সঠিক জায়গা বা ক্রেতা জানা না থাকার জন্য আমরা এই কয়েন ও নোট বিক্রি করে উঠতে পারি না.
Old Note Sell In India.
এমন অনেক ব্যক্তি রয়েছে যারা পুরনো নোট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করেন। বিশ্ববাজারে ভারতীয় নোট বা কয়েনের চাহিদা প্রবল। আপনিও কি ভাবছেন ভারতীয় পুরনো নোট (Old Note Sell) বা কয়েন সংগ্রহ করে তা বিক্রি করে লক্ষ লক্ষ টাকার মালিক হতে। কিরকম নোট হতে হবে? ৫০ টাকার নোটটির মধ্যে ৭৮৬ সংখ্যাটি থাকে তাহলে ওই নোটটি বিক্রি করে আপনি নিমেষে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন।
কারণ বিশ্ববাজারে এজাতীয় নোটের প্রবল চাহিদা রয়েছে। এর মূল কারণ হলো ইসলাম ধর্মের মানুষেরা ৭৮৬ সংখ্যাটি কে পবিত্র এবং ভাগ্যবান মনে করেন। এছাড়াও বিশ্বের অন্যান্য কিছু ধর্মের লোকেরাও ৭৮৬ সংখ্যাটিকে শুভ বলে মনে করেন। কিভাবে বিক্রি করবেন এই পুরনো নোট ও কয়েন (Old Note Sell)? চলুন জেনে নেওয়া যাক।
১) এই সকল নোট ও কয়েন (Old Note Sell In India) অনলাইনের মাধ্যমেই বিক্রি করা সম্ভব।
২) কিছু বিশ্বস্ত ওয়েবসাইটের নাম উল্লেখ করা হল।
৩) Olx, Quikr, E bay, Coinbazaar এছাড়াও সার্চ করলে আপনারা অনেক ওয়েবসাইট ও অ্যাপের খোঁজ পেয়ে যাবেন।
৪) এই সকল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে।
৫) নিজের নাম, বয়স, মোবাইল নম্বর, ই মেল দিয়ে দিতে হবে।
৬) নিজের কাছে থাকা পুরনো নোট (Old Note Sell) বা কয়েনের ছবি তুলে আপলোড করে দিতে হবে।
৭) সেই সংস্থা থেকে আপনাকে ফোন বা মেসেজ করে যোগাযোগ করা হবে।
৮) পুরনো নোট বা কয়েন বিক্রি হওয়ার আগে ক্রেতা টাকা চাইলে সব তথ্য জেনে তবেই টাকা দেবেন। নইলে আপনি প্রতারণার শিকার হতে পারেন।
কয়েন ও নোট বিক্রির ক্ষেত্রে কিছু সতর্কতা (Old Note Sell)
১) বিক্রি করার আগে কেউ যদি টাকা দাবি করে তাহলে সেই ওয়েবসাইট বা অ্যাপের ওপর ভরসা করবেন না।
২) RBI এই ধরণের কোন কেনা বেচা করে না। কেউ আর বি আই এর নাম করে আপনাকে ঠকাতে পারে।
Holiday – রাজ্যে ছুটি ঘোষণা টানা 3 দিনের জন্য, কবে থেকে ছুটি শুরু? দেখুন।
৩) সম্পূর্ণ সতর্ক হয়ে এই ধরণের নোট (Old Note Sell) ও কয়েন বিক্রি করবেন।
৪) PB Tech News এর সদস্যরা এই ধরণের কোন বিষয়কে সমর্থন করে না।
৫) আমাদের কাজ জনগণকে এই সকল প্রতারণাচক্র সম্পর্কে সচেতন করা।
৬) মনে রাখবেন আপনি টাকা পাওয়ার জন্য বিক্রি করছেন, তাই কাউকে বিক্রির আগে টাকা দেবেন না।
Primary TET Case – 32000 বাতিল প্রাথমিক শিক্ষকদের মামলার রায়। চাকরি বেঁচে গেল, নাকি