চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত সুখবর! কোনোরকম পরীক্ষা ছাড়াই রেলওয়েতে প্রায় ২৫০০ এরও বেশী পদে কর্মী নিয়োগ হতে চলেছে। ভারতের পশ্চিম মধ্য রেলওয়ে অর্থাৎ West Central Railway -এর তরফ থেকে এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। নীচে এই চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করা হলো।
(ক) পদের নাম:- অ্যাপ্রেন্টিস (Apprentice)
• শূন্যপদ:- ২৫২১ টি (UR – ১০৪৬ টি, SC – ৩৭৫ টি, ST – ১৮১ টি, OBC – ৬৭৪ টি, EWS – ২৪৫ টি)।
• বয়সসীমা:- আবেদনকারীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে SC / ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। প্রতিবন্ধী প্রার্থীরা ১০-১৫ বছর অবধি ছাড় পাবেন।
• শিক্ষাগত যোগ্যতা:-
(১) আবেদনকারীকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণী পাশ হতে হবে।
(২) এর সাথে আবেদনকারী ব্যক্তির কাছে NCVT / SCVT প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
• প্রয়োজনীয় নথিপত্র:-
(১) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর
(২) মাধ্যমিকের মার্কশিট
(৩) মাধ্যমিকের সার্টিফিকেট
(৪) ITI সার্টিফিকেট
(৫) NCVT / SCVT প্রদত্ত মার্কশিট
(৬) জাতিগত শংসাপত্র ( SC/ ST / OBC / EWS সার্টিফিকেট ) (যদি থাকে)
(৭) প্রতিবন্ধী শংসাপত্র (যদি থাকে)
• আবেদন ফি:- ১০০ টাকা ( SC / ST / মহিলা /PwBD প্রার্থীদের কোনোরকম আবেদন ফি লাগবে না)।
• আবেদন পদ্ধতি:- অ্যাপ্রেন্টিস পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করবেন এবং তারপরে আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে উপরোক্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। শেষে ফর্মটি ভালো করে চেক করে নিয়ে তা সাবমিট করে দেবেন।
• আবেদনের সময়সীমা:- অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন গত ১৮ই নভেম্বর,২০২২ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ১৭ই ডিসেম্বর,২০২২ ।
• নিয়োগ পদ্ধতি:- আবেদনের শেষ তারিখ অতিক্রান্ত হওয়ার পরে কর্তৃপক্ষের তরফে একটি মেধাতালিকা তৈরী করা হবে। আবেদনকারী ব্যক্তিদের ১০ম শ্রেণীর এবং আইটিআই ট্রেডের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই মেধাতালিকা তৈরী করা হবে। উক্ত মেধাতালিকার ভিত্তিতে বিভিন্ন শূন্যপদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হবে। উল্লেখ্য, যদি মেধাতালিকায় থাকা কোনো ব্যক্তি পরবর্তীকালে অ্যাপ্রেন্টিস পদে যোগ না দেন তাহলে তার পরবর্তী অপেক্ষারত প্রার্থীকে অর্থাৎ Waiting List Candidate নিয়োগের জন্য ডাকা হবে।
রেশন গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর, বাতিল হতে চলেছে প্রচুর রেশন কার্ড। জেনে নিন বিস্তারিত।
• গুরুত্বপূর্ণ নির্দেশিকা:-
(১) নোটিফিকেশন প্রকাশিত হওয়ার তারিখ অর্থাৎ ১৭ই নভেম্বর,২০২২ -এর ভিত্তিতে ইচ্ছুক ব্যক্তিদের বয়স উপরোক্ত বয়সসীমার মধ্যে হতে হবে।
(২) উক্ত ১৭ই নভেম্বর,২০২২ তারিখের মধ্যেই আবেদনকারী প্রার্থীদের ১০ম শ্রেণী পাশ ও আইটিআই পাশ হতে হবে। ফাইনাল রেজাল্ট এখনও বেরোয়নি অথচ আবেদন করেছেন এমন কোনো ব্যক্তির আবেদন গ্রাহ্য করা হবে না।
(৩) ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা কোর্সের পড়ুয়ারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
হেল্পডেস্ক:- এই চাকরি সংক্রান্ত কোনোরকম জিজ্ঞাসা থাকলে নীচের দেওয়া হেল্পলাইন নম্বর অথবা ইমেলে যোগাযোগ করবেন।
হেল্পলাইন নম্বর:- 08125930726
ইমেল আইডি:- [email protected]
আবেদন লিংক:- LINK
নোটিফিকেশন লিংক:- LINK