LIC র তরফে দেশের নাগরিকদের জীবন সুরক্ষিত করার উদ্দেশ্যে জীবন আজাদ নামে একটা নতুন স্কিম নিয়ে এসেছে। LIC ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা। এই সংস্থাটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ১ লা সেপ্টেম্বর ১৯৫৬ সালে আজ থেকে ঠিক ৬৬ বছর আগে সকল নাগরিকদের সুলভে জীবন বীমা প্রদান করে সকলের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এর প্রতিষ্ঠা করা হয়েছিল।
LIC র জীবন আজাদ স্কিমের সকল বিষয় সম্পর্কে জেনে নিন।
LIC – Life Insurance Corporation Of India শুধুমাত্র জীবন বীমা সংস্থা নয় দেশের মানুষের কাছে নিজেদের পুঁজি বিনিয়োগের জন্য সর্ব প্রথম পছন্দ হিসাবে নিজেদের পরিচয় স্থাপন করেছে। নিজেদের এই পরিচয়কে অব্যাহত রাখার জন্য এল আই সির তরফে জীবন আজাদ ৮৬৮ নামক এক স্কিম নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে জমা পুঁজির ৭ গুন বেশি রিটার্ন পাওয়া যাবে।
LIC Jeevan Azad স্কিমে আবেদনের পদ্ধতি, বয়স, নথিপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আজকে দেখে নেব।
জীবন আজাদ স্কিমে আবেদনের যোগ্যতাঃ-
১) ৯০ দিন বয়স থেকে ৫০ বছর পর্যন্ত সকলে এই পলিসির জন্য আবেদন করতে পারে।
২) যে কোন ভারতীয় নাগরিক এই স্কিমে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবে।
৩) ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে অভিভাবকের মাধ্যমে এই পলিসিতে নিজেকে নথিভুক্ত করাতে হবে।
জীবন আজাদ স্কিমের কিছু তথ্যঃ-
১) ১৫ – ২০ বছর এই পলিসিতে প্রিমিয়াম আপনি জমা করতে পারেন।
২) এছাড়াও প্রিমিয়াম জমাতে ৮ বছরের ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৫ বছরের প্রিমিয়ামের ক্ষেত্রে ৭ বছর ও ২০ বছরের ক্ষেত্রে ১২ বছর টাকা জমা করতে হবে।
৩) এককালীন পলিসি হোল্ডাররা ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন।
৪) পলিসি হোল্ডারের মৃত্যু ঘটলে নমিনি এই টাকা ফেরত পেয়ে যাবে।
৫) সর্বচ্চো ৪.৮৪% হারে সুদ পাওয়া সম্ভব। ভবিষ্যতে এই হার পরিবর্তিত হতে পারে।
৬) চার রকমভাবে এই পলিসি আপনারা জমা করতে পারবেন। মাসিক, তিন মাস বাদে, ছয় মাস বাদে, বছরে একবার।
৭) মাসিক – ৫,০০০। তিনমাস বাদে – ১৫,০০০। ছয়মাস বাদে – ২৫,০০০। বছরে – ৫০,০০০।
৮) নুন্যতম ২ বছরের প্রিমিয়াম দিয়ে ঋণের জন্য আবেদন করতে পারবেন।
দেশের যে কোন সরকারি ব্যাংকে নিজের অ্যাকাউণ্ট থাকলে এই তথ্য জেনে রাখা জরুরি।
৯) এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য কোন এল আই সির প্রতিনিধির কাছে যোগাযোগ করতে পারেন।
১০) এছাড়াও www.licindia.in এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।
এই জীবনবীমা পলিসি নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার ও সাবসক্রাইব করে রাখুন এই ধরণের সকল খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।