আমাদের দেশের মানুষেরা ট্রেন করে পরিবহণ করতে পছন্দ করেন এর ফলে Tatkal Ticket অর্থাৎ তাৎক্ষণিক রেল টিকিটের মাঝে মধ্যেই দরকার পরে। মূলত আমাদের দেশে দুই ধরণের ট্রেন টিকিট প্রদান করা হয় – জেনারেল টিকিট ও তৎকাল টিকিট। দূরপাল্লার ট্রেন গুলির ক্ষেত্রে এই তৎকাল টিকিটের প্রয়োজন পরে থাকে। এই ধরণের টিকিট বুকিং এর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে, জেনারেল টিকিটের তুলনায়।
Tatkal Ticket কাটার সহজ পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
এই সকল নিয়ম ও পদ্ধতি সম্পর্কে অবগত না হওয়ার জন্য রেলযাত্রীরা দালাল চক্রের শিকার হয়ে যান এবং Tatkal Ticket এর ন্যায্য মূল্যের থেকে বেশি টাকা তাদের প্রদান করতে হয়। আবার কখনো কখনো নিজেদের পছন্দ মতো সিটও তারা পেয়ে ওঠেন না। আজকের আলোচনাতে আমরা সঠিক পদ্ধতিতে দালাল চক্র ছাড়া কিভাবে আপনারা টিকিট কাটতে পারবেন সেই নিয়ে আলোচনা করতে চলেছি।
Government Scheme – রাজ্য সরকারের সমস্ত প্রকল্পে কবে কোনটির টাকা পাবেন জেনে নিন।
Tatkal Ticket বুকিং এর সরল পদ্ধতিঃ-
১) অনলাইনের মাধ্যমে আপনাকে এই টিকিট বুকিং করতে হবে।
২) Google Play Store থেকে IRCTC Rail Connect অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
৩) আপনাকে নিজেকে রেজিস্টার করে নিতে হবে।
৪) My Account অপশনে গিয়ে মোবাইল নম্বর, ই মেল, পাসওয়ার্ড, নাম, জন্মের তারিখ লিখতে হবে।
৫) এর পরে আপনাকে নিজের ঠিকানা লিখে দিতে হবে।
৬) আপনার দেওয়া ই মেল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।
৭) আপনার মোবাইল ও ই মেল আই ডিতে OTP পাঠানো হবে, সেই ওটিপি আপনাকে নির্দিষ্ট স্থানে লিখে দিতে হবে।
৮) আপনাকে একটা PIN নাম্বার সিলেক্ট করে নিতে হবে। এর ফলে আপনাকে প্রত্যেকবার পাসওয়ার্ড লিখতে হবে না।
৯) এর পরে My Account > My Master List > Add Passenger অপশনে যেতে হবে।
১০) যাত্রীর সমস্ত তথ্য দিয়ে দিতে হবে। যেমন – নাম, জন্মের তারিখ, যাত্রাকালীন নিরামিষ না আমিষ কোন ধরণের খাবার আপনি খেতে চান, সেটা লিখে দেবেন।
১১) Plan My Journey এই অপশনে যেতে হবে।
১২) From অপশনে কোথা থেকে আপনি যাত্রা শুরু করবেন ও To অপশনে আপনার গন্তব্য স্থান লিখে দিতে হবে।
১৩) Quota অপশনে গিয়ে Tatkal Ticket ও তারিখ সিলেক্ট করে নেবেন।
১৪) সার্চ ট্রেন লিখতে হবে ও কোন ট্রেনে আপনি যেতে চাইছেন, সেটা লিখে দিতে হবে। মনে রাখবেন সবুজ অক্ষরে AVL মানে Available ট্রেনই আপনাকে সিলেক্ট করতে হবে।
১৫) প্যাসেঞ্জার ডিটেলসে গিয়ে Add Existing এ ক্লিক করতে হবে।
১৬) আপনি পূর্বে যেই কয়জন যাত্রীর নাম লিখে রেখেছিলেন এরই সঙ্গে আপনাকে নিজের গন্তব্যের ঠিকানা লিখে দিতে হবে।
১৭) পেমেন্ট মোড সিলেক্ট করে নিতে হবে > Proceed To Pay সিলেক্ট করে নিতে হবে।
১৮) যে কোন ই ওয়ালেট বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনাকে টিকিটের মূল্য প্রদান করতে হবে।
১৯) নিজের টিকিট ডাউনলোড অপশনে ক্লিক করে নিজের মোবাইল বা কম্পিউটারে সেভ করে নিতে হবে।
২০) এই টিকিট আপনাকে প্রিন্ট করতে হবে না, নির্দিষ্ট স্টেশনে গিয়ে মোবাইলে সেভ করা টিকিটই বৈধ।
২১) জেনে রাখা প্রয়োজন Tatkal Ticket বাতিল করে দিলে কোন টাকা ফেরত দেওয়া হয়না এবং জেনারেল টিকিটের তুলনায় এই টিকিটের দাম বেশি হয়।
২২) এসি তৎকাল টিকিট সকাল ১০ টা ও নন – এসি টিকিট সকাল ১১ টা থেকে বুকিং করা যাবে।
1 ফেব্রুয়ারী থেকে ট্রাফিক আইনের 5 টি নিয়ম বদল, না মানলে জরিমানা 10,000 টাকা।
এই টিকিট বুকিং কি লোকাল ট্রেনের ক্ষেত্রেও চালু করা উচিত? আপনাদের কি মনে হয়, নিচে কমেন্ট করে জানাবেন। এই ধরণের আরও জ্ঞানবর্ধক আলোচনা সবার আগে দেখার জন্য আমাদের পেজটিকে শেয়ার ও সাবস ক্রাইব করুন। ধন্যবাদ।