দেশের সকল নাগরিকদের বিনিয়োগের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে LIC। প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ ৬৬ বছর ধরে দেশের মানুষের দেশ ও দশের কল্যাণ সাধন করে চলেছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। গরিব থেকে মধ্যবিত্ত বা ধনী দেশের সকল শ্রেণীর মানুষের জন্য ভারতীয় জীবন বীমা সংস্থার কাছে জীবন বীমা সহ বিনিয়োগের অনেক প্ল্যান আছে।
LIC র Aadhaar Shila পলিসি নিয়ে কিছু তথ্য দেখে নিন।
আজকের প্রতিবেদনে আমরা আধার শিলা স্কিম প্ল্যান নম্বর ৯৪৪ নিয়ে আলোচনা করতে চলেছি। এই স্কিম শুধুমাত্র দেশের মহিলাদের জন্য চালু করা হয়েছে। দেশের যে কোন ৮ – ৫৫ বছর বয়সি মহিলারা এই স্কিমে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেন এবং প্রতিমাসে কিছু পরিমাণ টাকা জমিয়ে এককালীন ভালো রিটার্ন পাওয়ার সুযোগ পান। আজকের প্রতিবেদনে আমরা এই স্কিমে আবেদনের পদ্ধতি, যোগ্যতা, নথিপত্র সম্পর্কে আলোচনা করতে চলেছি।
Public Provident Fund – মাত্র কয়েক বছর টাকা জমিয়ে পেয়ে যান 1 কোটি টাকা রিটার্ন।
LIC আধার শিলা প্রকল্পে আবেদনের যোগ্যতাঃ-
১) শুধুমাত্র মহিলারা এই স্কিমে টাকা রাখার জন্য আবেদন করতে পারবে।
২) ৮ – ৫৫ বছর বয়সি সকল মহিলারা এই আবেদনের যোগ্য।
৩) নুন্যতম ১০ বছর ও সর্বচ্চো ২০ বছরের জন্য এই পলিসি করা যাবে।
৪) ৭০ বছর বয়স পর্যন্ত এই পলিসিতে টাকা জমা করা যাবে।
LIC আধার শিলা প্রকল্পের সুবিধাঃ-
১) ৭৫ হাজার টাকা পর্যন্ত এই প্রকল্পে টাকা জমা রাখা।
২) পলিসির মেয়াদ শেষ হলে এক বারে টাকা তোলা যেতে পারে।
৩) কেউ চাইলে ২ বছর পরে এই পলিসি সারেন্ডার করে দিতে পারবেন।
৪) তিন বছর পর এর থেকে ঋণ নেওয়া প্রয়োজন।
৫) মেয়াদ উত্তীর্ণ হওয়া বীমা রাশি ট্যাক্স ফ্রী।
৬) পলিসির পাঁচ বছরের মধ্যে গ্রাহকের মৃত্যু হলে আসল টাকার পাশাপাশি বোনাস দেওয়া হবে।
৭) মাসিক, তিন মাস অন্তর, ছয়মাস বাদে বা বছরে একবার এই টাকা প্রদান করা যাবে।
৮) মাসিক – ৫,০০০, তিন মাস অন্তর – ১৫,০০০, ছয় মাস অন্তর – ২৫,০০০, বছরে – ৫০,০০০ টাকা জমা করা যেতে পারে।
৯) এই স্কিমে ৪.৫% হারে সুদ দেওয়া হবে।
১০) ভবিষ্যতে এই সুদের পরিমাণ বাড়তে পারে।
এই স্কিম নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।