পশ্চিমবঙ্গ সরকারের জনহিতকর প্রকল্প গুলির মধ্যে অন্যতম প্রকল্প হল সবুজ সাথী। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল বিতরণ করা হবে। ২০১৫ – ২০১৬ সালের বাজেট অধিবেশনের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের ৪০ লক্ষ ছাত্র – ছাত্রীদের এই সাইকেল বিতরণ নিয়ে ঘোষণা করেছিলেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।
সবুজ সাথী প্রকল্পে সাইকেল পাবেন কিনা দেখে নিন এক ক্লিকে।
রাজ্যের মানুষের কল্যাণ সাধন করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প নিয়ে এসেছেন। প্রাচীনকাল থেকে আমরা সকলে একটা কোথা জেনে আসছি “যুব সমাজ দেশের ভবিষ্যৎ”। আর এই কথা মাথায় রেখে সকল পড়ুয়াদের সাইকেল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মনে করেন অনেকে। কারণ, রাজ্যের সকল সরকারি স্কুলে পড়ুয়াদের অনেক কিলোমিটার হেটে স্কুলে যেতে হয়, এই জন্য এই সিদ্ধান্ত।
সবুজ সাথী প্রকল্পের কিছু উদ্দেশ্য ও সুবিধাঃ-
১) শিক্ষা গ্রহণে সকল পড়ুয়াকে উৎসাহিত করা।
২) স্কুল ছুট রোধ করা।
৩) ছোটবেলা থেকেই সকলকে পরিবেশ বান্ধব হওয়ার জন্য উৎসাহিত করা।
৪) ছেলে ও মেয়ে পড়ুয়াদের এক সমান নজরে দেখা।
৫) নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল পড়ুয়ারা এই সাইকেল পাবেন।
৬) বিদ্যালয়ে যাতায়াতের খরচ কম হবে।
সবুজ সাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন কীভাবেঃ-
১) www.wbsaboojsathi.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপরে Bi – Cycle Distribution অপশনে ক্লিক করতে হবে।
৩) নিজের জেলা, ব্লক, স্কুল, ফেজ ও ক্লাস সিলেক্ট করে নিতে হবে।
৪) Search Beneficiary এই অপশনে ক্লিক করতে হবে।
৫) এই পদ্ধতি অবলম্বন করলে সকল সুবিধাভোগী পড়ুয়াদের নাম চলে আসবে।
৬) এছাড়াও এর আগে কারা সাইকেল পেয়েছে, কবে পেয়েছে, কোন কোম্পানির সমস্ত তথ্য এখান থেকে দেখে নেওয়া সম্ভব।
৭) এই সাইকেল পাওয়ার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর – ৯১২৩৯১৭৭৭৩। ই – মেল – [email protected] এখানে মেল পাঠাতে পারেন।
৮) এছাড়াও আপনারা নিজেদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন।
৯) সকল পড়ুয়ারা একবারই সাইকেল পাবেন।
১০) অনেকে প্রশ্ন করে কারা এই সাইকেল পাবে, ছেলে ও মেয়ে উভয়েই এই প্রকল্পের অধীনে সাইকেল পাবেন।
Jago Prokolpo – বাংলার মহিলাদের স্বনির্ভর হতে দিচ্ছে 5 হাজার টাকা, কিভাবে পাবেন জেনে নিন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।