আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা, তার পরে শুরু হতে চলেছে Madhyamik Exam. সকল ছাত্র – ছাত্রী এই পরীক্ষাকে নিজেদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা বলে মনে করে। এই জন্য পরীক্ষা চালু হওয়ার আগে পর্যন্ত নিজেদের প্রস্তুতি চালিয়ে যায় পরীক্ষার্থীরা। শুধুমাত্র পরীক্ষার্থী নয়, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সহ রাজ্যের প্রশাসনিক দফতর নবান্নের তরফেও কিছু নির্দেশ দেওয়া হয়েছে।
Madhyamik Exam নিয়ে শেষ মুহূর্তের নির্দেশ দেখে নিন।
কোন সমস্যা ছাড়া ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করার জন্য এর আগেও WBBSE – West Bengal Board Of Secondary Education অর্থাৎ পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। করোনা অতিমারির জন্য পরীক্ষার্থীদের স্বাস্থ্যর কথা ভেবে কিছু নিয়ম শিথিল করা হয়েছিল। কিন্তু এইবারে Madhyamik Exam আগের মতো সকল প্রকারের নিয়ম পালনের মাধ্যমেই সম্পন্ন হবে।
Madhyamik Exam 2023 – এই সিলেবাস ও টিপস মেনে ভালো রেজাল্ট করার গোপন উপায় দেখে নিন।
Madhyamik Exam নিয়ে পর্ষদ ও নবান্নর তরফে নির্দেশিকাঃ-
১) নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।
২) পর্ষদ প্রদত্ত অ্যাডমিট কার্ড আনতে হবে।
৩) ৩ ঘণ্টা ১৫ মিনিট পরীক্ষা চলবে এর আগে কেউ পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরোতে পারবে না।
৪) কোন ধরণের ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
৫) কোন খাদ্যদ্রব্য নিয়ে যাওয়া যাবে না।
৬) নবান্নের তরফে রাজ্যের সকল BDO, SDO ও DM দের নির্দেশ দেওয়া হয়েছে, সকল স্পর্শকাতর কেন্দ্র চিহ্নিত করে নজরদারি বৃদ্ধি করতে হবে।
৭) প্রয়োজনে সেই এলাকায় পরীক্ষার সময়কালীন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন করা যেতে পারে।
৮) প্রশ্নপত্র আনার সময় পুলিশ এর সাহায্য নেওয়া যেতে পারে প্রয়োজন পরলে।
৯) সকল পরীক্ষা কেন্দ্রে পুলিশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
১০) পরীক্ষা চলাকালীন রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে পুলিশকে।
১১) উচ্চস্বরে গান – বাজনা করা যাবে না, পরীক্ষার সময়।
১২) সকল জেলাতে কন্ট্রোল রুম খোলা রাখবে পর্ষদ।
১৩) পরিবহণ দফতর কে পরিবহণের মাধ্যম সুনিশ্চিত করতে বলা হয়েছে।
১৪) সকল পরীক্ষার্থী ও অভিভাবকদের কোন ধরণের গুজবে কান না দিতে বলা হয়েছে।
Madhyamik Exam 2023 এর রুটিনঃ-
১. ২৩/০২/২০২৩ – বাংলা
২. ২৪/০২/২০২৩ – ইংরাজি
৩. ২৫/০২/২০২৩ – ভূগোল
৪. ২৮/০২/২০২৩ – জীবন বিজ্ঞান
৫. ০১/০৩/২০২৩ – ইতিহাস
৬. ০২/০৩/২০২৩ – গণিত
৭. ০৩/০৩/২০২৩ – ভৌত বিজ্ঞান
৮. ০৪/০৩/২০২৩ – ঐচ্ছিক বিষয়
২০২৩ সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে PB Tech News এর সকল সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেশের ও দশের ভবিষ্যৎ ভালো পরীক্ষা দিয়ে নিজেদের সাথে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করুন এই কামনা রইল। কোন মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।