4G পরিষেবা শুরু করার সময় জিওর তরফে বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হয়েছিল কিছু দিনের জন্য, 5G পরিষেবাতেও Jio 5G Welcome Offer অ্যাক্টিভেট করার মাধ্যমে এই নতুন প্রযুক্তিও গ্রাহকরা বিনামূল্যে ব্যবহার করতে পারবে। ১ লা অক্টোবর ২০২২ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশে এই পরিষেবা চালু করেছিলেন। এরপর থেকেই সকল টেলিকম সংস্থা গুলি এর বিস্তারের জন্য ময়দানে নেমে পরে।
Jio 5G Welcome Offer এর মাধ্যমে পেয়ে যান বিনামূল্যে 5G ডেটা।
এই সকল টেলিকম সংস্থার মধ্যে জিও সবচেয়ে এগিয়ে রয়েছে। ২০২৩ সালের শেষ পর্যন্ত দেশের সর্বত্র এই পরিষেবা লাগু করে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়াও বর্তমানে দেশের ৩০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত প্রদেশ মিলিয়ে মোট ২৫৭ টি শহরে জিও এই পরিষেবা শুরু করেছে। পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি, আসানসোল ও দুর্গাপুরে এই ৫জি চালু হয়েছে। Jio 5G Welcome Offer অ্যাক্টিভেট করে এই পরিষেবা বিনামূল্যে উপভোগ করুন।
Jio 5G Welcome Offer কিভাবে অ্যাক্টিভেট করবেনঃ-
১) Google Play Store গিয়ে My Jio অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
২) নিজের জিও নম্বর দিয়ে লগ ইন করে নিতে হবে।
৩) আপনার কাছে ৫জি মোবাইল থাকলে আপনি এই ওয়েলকাম অফার এর সুবিধা পাবেন।
৪) Get Started এই অপশনে ক্লিক করতে হবে।
৫) আপনার ফোনে সর্বপ্রথম ৫জি আপডেট করতে হবে।
৬) নিজের মোবাইলের সেটিংসে গিয়ে নেটওয়ার্ক অপশনে ৫জি সিলেক্ট করে নিতে হবে।
৭) এরপরে আপনি আনলিমিটেড ডেটা প্ল্যান আপনি দেখতে পারবেন।
Jio 5G Welcome Offer অ্যাক্টিভেট করার কিছু শর্ত ও নিয়মাবলীঃ-
১) আপনার কাছে ৫জি ফোন থাকতে হবে।
২) আপনার এলাকাতে ৫জি পরিষেবা চালু থাকতে হবে, নইলে এই পরিষেবা আপনি উপভোগ করতে পারবেন না।
৩) আপনার মোবাইলে ২৩৯ টাকা বা তার বেশি প্ল্যান থাকা বাধ্যতামূলক। যখন আপনি Jio 5G Welcome Offer এর জন্য অ্যাপ্লাই করবেন।
৪) এই বিষয়ে আপনাকে বিস্তর তথ্য মেসেজ করে জানিয়ে দেওয়া হবে।
৫) জিও ছাড়া অন্য কোন জায়গা থেকে মেসেজ আসলে সেটায় কোন ভাবেই বিশ্বাস করবেন না।
Jio 5G আপনার এলাকাতে এসেছে কিনা কিভাবে দেখবেনঃ-
১) www.jio.com এই ওয়েবসাইটে যেতে হবে।
২) True 5G অপশনে ক্লিক করবেন।
৩) নিজের রাজ্যের নাম সিলেক্ট করবেন তাহলে আপনাকে সকল তথ্য দেখিয়ে দেওয়া হবে।
Airtel এর গ্রাহকরা পেয়ে যান মাত্র 5 টাকায় আনলিমিটেড কলিং, ইন্টারনেট সহ অন্যান্য দারুন সুবিধা।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।