কর্মপ্রার্থীদের জন্য চাকরির সুযোগ নিয়ে হাজির হল আইডিবিআই ব্যাংক, ২০২৩ সালে IDBI Bank Recruitment এর মাধ্যমে অনেক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিশেষ করে যেই সকল চাকরিপ্রার্থীরা ব্যাংকের কাজ করতে চাইছেন তারা সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন। IDBI – Industrial Development Bank Of India ১ লা জুলাই ১৯৬৪ সালে এই ব্যাংকের প্রতিষ্ঠা করা হয়।
IDBI Bank Recruitment আবেদনের সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে দেখে নিন।
ভারতীয় জীবন বীমা নিগম ও ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন এই ব্যাংক। এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে এই ব্যাংকে ১৭,৭৩৬ জনের বেশি কর্মচারী কর্মরত আছে। কিন্তু নিজেদের সমগ্র দেশে ১,৯০০ র কাছাকাছি ব্রাঞ্চ ও কয়েক কোটি গ্রাহকদের ভালো পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ২০২৩ সালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা আবেদনের পদ্ধতি, যোগ্যতা, বয়স ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জেনে নেব।
IDBI Bank Recruitment আবেদনের যোগ্যতা ও বয়সঃ-
১) আবেদনকারীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
২) ব্যাংকিং কাজের পূর্বে কোন অভিজ্ঞতা থাকতে হবে।
৩) ২১ – ৩০ বছর বয়সের মধ্যে সকলে আবেদনের যোগ্য।
৪) ২৮ শে ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে সকলকে আবেদন করতে হবে।
৫) ১,০০০ টাকা আবেদন মুল্য দিতে হবে।
৬) এছাড়াও SC, ST, OBC দের ২০০ টাকা আবেদন মুল্য দিতে হবে।
IDBI Bank Recruitment প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) স্নাতক উত্তীর্ণ হওয়ার প্রমানপত্র।
২) জন্মের শংসাপত্র। বয়সের প্রমান হিসাবে।
৩) আধার কার্ড, প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।
৪) ঠিকানার প্রমানপত্র।
৫) SC, ST, OBC শ্রেণীর অন্তর্ভুক্তদের জাতির শংসাপত্র দিতে হবে।
IDBI Bank Recruitment আবেদনের পদ্ধতিঃ-
১) অনলাইনের মাধ্যমে আপনাকে এই আবেদন করতে হবে।
২) www.idbibank.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে।
৩) এরপরে Career অপশনে গিয়ে Current Opening সিলেক্ট করতে হবে।
৪) বর্তমানে যে কয়টি পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, সেই সকল পদ আপনি দেখে নিতে পারবেন।
৫) আপনার যোগ্যতা অনুসারে আপনি এই সকল পদের জন্য আবেদন করতে পারবেন।
৬) আবেদনের আগে আপনাকে রেজিস্টার করে নিতে হবে।
৭) ই মেল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে আপনাকে রেজিস্টার করে নিতে হবে।
৮) যেই অনলাইন ফর্মটি খুলবে সেখানে আপনার নাম, মোবাইল নম্বর, ই মেল লিখে দিতে হবে ও নেক্সট অপশনে যেতে হবে।
৯) নিজের বর্তমানের ফটো ও সই স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
১০) নিজের আরও যাবতীয় তথ্য আপনাকে দিতে হবে।
১১) পূর্বে উল্লেখিত সকল নথিপত্রের সফট কপি আপলোড করে দিতে হবে।
১২) আপনাকে নিজের আবেদন মুল্য জমা করে দিতে হবে।
১৩) সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার আবেদন গ্রহণ করা হবে।
১৪) সকল তথ্য নির্ভুলভাবে আপনাকে লিখতে হবে, কোন ভুল হলে আবেদন বাতিল করা হতে পারে। ১৫) ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
Aadhar Seva Kendra – আধার কার্ডের অফিসে সহযোগী কর্মী নিয়োগ, ছেলে মেয়ে সবাই আবেদন করুন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।