New Voter Card – পঞ্চায়েত ভোটের আগে ভোটার লিস্টে নাম তোলা শুরু হল, কিভাবে আবেদন করবেন দেখে নিন।

সকল নাগরিকদের সুবিধার জন্য নির্বাচন কমিশনের তরফে New Voter Card এর জন্য আবেদনের প্রক্রিয়া শুরু করা হল। কিছু দিন আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে – বছরে একাধিক বারের জন্য এই ভোটার কার্ডে আবেদন করা করা যাবে। ১৮ বছরের ওপরে সকলেই এই আবেদন করতে পারবে। ১৯৯৩ সালে প্রথমবারের জন্য ভারতের জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই কার্ড জারি করা হয়েছে। এই কার্ড গণতন্ত্রের মূল উৎসব ভোট গ্রহণের জন্য প্রয়োজন পরে। এছাড়াও আধার ও প্যান কার্ডের পরে এটি একটি গুরুত্বপূর্ণ নথি আমাদের দেশের নাগরিকদের কাছে।

New Voter Card এর আবেদনের কিছু তথ্য।

কিন্তু এর আগে New Voter Card এর আবেদনের জন্য সকলকে অনেক সমস্যার সম্মুখীন হতে হত এবং অনেক সময় এর প্রয়োজন ছিল। কিন্তু এখন খুব সহজেই আপনারা এই ভোটার কার্ডের আবেদন করে নিতে পারবেন নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে। আজকের আলোচনায় আমরা নতুন ভোটার কার্ডের আবেদনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে চলেছি।

New Voter Card আবেদনের পদ্ধতিঃ-
১) এই আবেদন আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে।
২) Google Play Store গিয়ে Voter Helpline অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
৩) ভোটার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।

প্রকাশিত হল JIO 5G এর প্রথম রিচার্জ প্ল্যান, এক রিচার্জে সারা পরিবারের খরচ চলবে।

৪) নিজের মোবাইল নম্বর লিখে OTP অপশনে ক্লিক করতে হবে।
৫) আপনাকে নিজের অ্যাকাউণ্ট তৈরি করে নিতে হবে।
৬) আপনাকে লগইন করে নিতে হবে।
৭) New Voter Registration Form 6 এই অপশনে ক্লিক করে নিতে হবে।

৮) নিজের রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র, জন্মের তারিখ ও জন্মের প্রমানপত্র সিলেক্ট করে নিতে হবে।
৯) আপনি যেই নথি সিলেক্ট করবেন তার একটি সফট কপি আপনাকে আপলোড করতে হবে।
১০) মনে রাখতে হবে সেই ফাইল ২ এম বির বেশি হলে চলবে না।
১১) আপনাকে নিজের বর্তমানের একটি রঙিন ফটো আপলোড করে নিতে হবে। জেন্ডার ও নিজের নাম সিলেক্ট করে নিতে হবে।

New Voter Card সম্পর্কিত কিছু বিশেষ তথ্য।

১২) আধার কার্ড নাম্বার, মোবাইল নম্বর, ই মেল অ্যাড্রেস লিখে দিতে হবে।
১৩) নিজের অভিভাবক হিসাবে মা – বাবার নাম সিলেক্ট করে নিতে হবে।
১৪) আপনাকে নির্ভুলভাবে নিজের ঠিকানা লিখে দিতে হবে।
১৫) এই ঠিকানাতেই আপনার ভোটার কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

১৬) পোস্ট অফিসের নাম ও পিন কোড লিখে দিতে হবে।
১৭) ঠিকানার প্রমানপত্র আপলোড করে নিতে হবে।
১৮) ফের একবার আপনার জেলা, রাজ্য ও শহর সিলেক্ট করে নিতে হবে।
১৯) Confirm এ ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সিলেক্ট হয়ে যাবে।

Indian Railway – ভারতীয় রেলের সঙ্গে যাত্রা করলে ভাড়ায় পাবেন বিশেষ ছাড়! কি জানালেন রেল মন্ত্রী?

২০) একটি রেফারেন্স আইডি আপনাকে দিয়ে দেওয়া হবে এর মাধ্যমে আপনি ভোটার কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।
New Voter Card এর আবেদন নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবস ক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

Leave a Comment