দেশের সকল Post Office গ্রাহকদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হল। ২০১৭ সালের এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে আমাদের দেশে ১ লক্ষ ৫৫ হাজারের কাছাকাছি পোস্ট অফিস আছে। এই বৃহৎ সংখ্যক পোস্ট অফিসের জন্য ভারতীয় ডাক বিভাগ বিশ্বের বৃহত্তম ডাক বিভাগ। আজ থেকে ১৬৮ বছর আগে ১ লা অক্টোবর ১৮৫৪ সালে প্রথমবারের জন্য দেশে পোস্ট অফিসের স্থাপনা হয়। আজকের দিনে দাড়িয়ে পোস্ট অফিসে দেশের কোটি কোটি গ্রাহক আছে। গ্রামীণ ভারতের ৬,৩৩৬ এবং শহরের ৩০,৫১৯ জনের অ্যাকাউণ্ট পোস্ট অফিসে রয়েছে।
Post Office এর তরফে সকল গ্রাহকদের এই তথ্য জানানো হল।
আজকে আমরা এই সকল গ্রাহকদের জন্য Post Office এর তরফে জারি করা এক নির্দেশিকা সম্পর্কে জেনে নিতে চলেছি। সম্প্রতি এক নির্দেশিকায় পোস্ট অফিসের তরফে সকল অ্যাকাউণ্ট হোল্ডারদের নিজের মোবাইল নম্বর অ্যাকাউণ্টের সঙ্গে লিঙ্ক করানোর কথা বলা হয়েছে। ব্যাংক অ্যাকাউণ্ট এর আদলেই এখন থেকে সকল Post Office গ্রাহকদের এই কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে।
Post Office এর তরফে আগামী ১ লা এপ্রিল ২০২৩ এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সকলকে বলা হয়েছে। কিন্তু এর পরেও সকলে মোবাইল নম্বর নিজেদের পোস্ট অফিসের অ্যাকাউণ্টের সঙ্গে লিঙ্ক করাতে পারবে। এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাওয়া হলে ডাক বিভাগের তরফে জানানো হয়েছে – বর্তমানে ব্যাংকিং পরিষেবার সঙ্গে পোস্ট অফিসের পরিষেবার বেশি কোন পার্থক্য নেই।
অনেকের মত অনুসারে ব্যাংকিং পরিষেবার থেকে Post Office এর পরিষেবা অনেক উন্নত। এই কথা মাথায় রেখে আমরা আমাদের পরিষেবাকে আরও উন্নততর করে তোলার জন্য প্রচেষ্টা করছি সেই জন্য এই নিয়ম করা হয়েছে। এছাড়াও অনেক সময় কিছু প্রতারকেরা অনেক রকমের জালিয়াতি করে গ্রাহকদের অজান্তেই তাদের অ্যাকাউণ্ট থেকে টাকা তুলে নেয়।
কিন্তু এই মোবাইল নম্বরের সঙ্গে Post Office এর অ্যাকাউণ্ট লিঙ্ক করা থাকলে এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এইবারে আমরা জেনে নেব কিভাবে আপনারা নিজেদের পোস্ট অফিস অ্যাকাউণ্ট এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারবেন।
Post Office অ্যাকাউণ্টের সঙ্গে কিভাবে মোবাইল নম্বর লিঙ্ক করানো যাবেঃ-
১) অনলাইন ও অফলাইন এই দুই পদ্ধতিতেই আপনারা এই কাজ সম্পন্ন করতে পারবেন।
২) অফলাইনেই কাজ করতে হলে আপনাকে পোস্ট অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা করলেই এই কাজ সম্পন্ন হয়ে যাবে।
৩) অনলাইনের মাধ্যমে এই করতে হলে www.indiapost.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৪) India Post Payment Bank এই অপশনে ক্লিক করতে হবে।
Post Office অ্যাকাউণ্টের সাথে নম্বর লিঙ্ক করাতে কতো খরচ লাগবে?
৫) Doorstep Banking এই অপশন সিলেক্ট করে নিতে হবে।
৬) Service Request এই অপশনে ক্লিক করে নিতে হবে IPPB অপশনে ক্লিক করে নিতে হবে।
৭) জেনে রাখা ভালো যেই সকল গ্রাহকের এই অনলাইনের মাধ্যমে মোবাইল নম্বর আপডেট শুধুমাত্র IPPB অ্যাপ ব্যবহার যারা করেন তারাই করতে পারবেন।
৮) এরপর মোবাইল নম্বর ও ই মেল আপডেট করার অপশনে ক্লিক করে নিতে হবে।
৯) নিজের নাম, মোবাইল নম্বর, ই মেল, ঠিকানা, পিন কোড, পোস্ট অফিসের নাম আপনি কিসের জন্য এই আবেদন করছেন সেটা লিখে দিতে হবে।
১০) সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে।
১১) এই কাজের জন্য আপনাকে ২০ টাকা ও GST জমা করতে হবে।
১২) কিন্তু আপনি যদি সরাসরি Post Office এ গিয়ে এই কাজ করেন তাহলে আপনাদের কোন টাকা লাগবে না।
Post Office এর এই নিয়ম নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবস ক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।