বর্তমান যুগে ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থা আমাদের জীবনের এক অংশ হয়ে উঠেছে Bank Holidays In April অর্থাৎ এপ্রিল মাসে কতদিন ব্যাংক বন্ধ থাকবে সেটা আমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ আমাদের প্রায় নিত্য ব্যাংকে যাওয়া আসা লেগে থাকে। এপ্রিল মাস আর্থিক বছরের শুরুর মাস হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হয়। এছাড়াও ১ লা এপ্রিল থেকে বদলাতে চলেছে অনেক নিয়ম। এই নিয়মের বেশির ভাগই ব্যাংকের সঙ্গে যুক্ত সেই জন্য আমাদের সকলের এই ব্যাংকের ছুটি গুলি জেনে রাখা প্রয়োজন। যাতে আমাদের কোন দরকারে গিয়ে ফিরে আসতে না হয়।
Bank Holidays In April এর সকল দিন সম্পর্কে জেনে নিন।
কারণ পুরনো অর্থবর্ষ শেষ হয়ে নতুন অর্থবর্ষে শুরু হয়। এছাড়াও বাচ্চা থেকে বয়স্ক সকল নাগরিকদের ব্যাংকে যাওয়ার দরকার পরে। সেই জন্য আগের থেকে যদি আমরা Bank Holidays In April কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে সেটা জেনে নিতে পারি তাহলে আর আমাদের কোন ধরণের সমস্যার সম্মুখীন হতে হয় না। মার্চ মাসে ১২ দিন ব্যাংক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে এই তালিকা প্রকাশ করা হয় প্রতিমাসে।
Bank Holidays In April ব্যাংক বন্ধের তালিকা দেখে নিনঃ-
০১/০৪/২০২৩ – নতুন আর্থিক বর্ষ শুরু ও বার্ষিক ব্যাংক এর হিসাবের জন্য এই দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে।
০২/০৪/২০২৩ – প্রথম রবিবার হওয়ার জন্য সকল ব্যাংক বন্ধ থাকবে।
০৪/০৩/২০২৩ – মহাবীর জয়ন্তীর জন্য দেশের বেশিরভাগ রাজ্যেই ব্যাংক বন্ধ থাকবে।
০৫/০৪/২০২৩ – তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে এই দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে।
০৭/০৪/২০২৩ – গুড ফ্রাইডে হওয়ার জন্য দেশের সকল প্রান্তে ব্যাংক বন্ধ থাকতে চলেছে।
০৮/০৪/২০২৩ – দ্বিতীয় শনিবার হওয়ার জন্য ব্যাংক বন্ধ।
০৯/০৪/২০২৩ – রবিবার ব্যাংক বন্ধ Bank Holidays In April।
১৪/০৪/২০২৩ – ভীম রাও আম্বেদকর এর জন্মদিনের জন্য ব্যাংক বন্ধ।
১৫/০৪/২০২৩ – পশ্চিমবঙ্গে বাংলা নববর্ষের জন্য ব্যাংক বন্ধ।
১৬/০৪/২০২৩ – রবিবার ব্যাংক বন্ধ।
১৮/০৪/২০২৩ – শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।
২১/০৪/২০২৩ ও ২২/০৪/২০২৩ – ঈদের জন্য এবং চতুর্থ শনিবার হওয়ার জন্য ব্যাংক বন্ধ।
২৩/০৪/২০২৩ – রবিবার ব্যাংক বন্ধ।
৩০/০৪/২০২৩ – মাসের শেষ রবিবার হওয়ার জন্য ব্যাংক বন্ধ।
Bank Holidays In April এই মাসে ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।
Gold – সোনার গহনা কিনবেন? সোনার গুণমান পরীক্ষা করতে এই 7 টি পদ্ধতি দেখে নিন।