পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এর আগেই জানিয়ে দিয়েছিলেন, Primary Tet এর অন্তর্গত আগামী এপ্রিল ও মে মাসের মধ্যে সমগ্র রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এরই সাথে কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে টেট উত্তীর্ণদের জন্য বাকি দফার ইন্টারভিউ এর তারিখ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। আর বর্তমানে ঝাড়গ্রাম জেলার সকল উত্তীর্ণরা এই ইন্টারভিউ অর্থাৎ মুখোমুখি সাক্ষাৎকার নেওয়া শুরু করা হয়েছে। বিগত বছর গুলির দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে এইবারে পর্ষদের তরফে প্রত্যেক জেলায় আলাদা আলাদা ভাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে।
Primary Tet নিয়োগ নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হল দেখুন।
আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই Primary Tet নিয়োগের ইন্টারভিউ নেওয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু এই নিয়োগ পঞ্চায়েত ভোটের আগে হবে কিনা এই নিয়ে চিন্তায় সকলে। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে এটি একটি অন্যমাত্রা পাবে বলে মনে করছে অনেকে। WBBPE – West Bengal Board Of Primary Education এর তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ইন্টারভিউ তে প্রায় ১০% পরীক্ষার্থীরা অনুপস্থিত রয়েছেন।
Primary Tet নিয়ে পর্ষদের তরফে কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে যে, আমরা এখনি এখানে নিয়োগ করছি না। এছাড়াও বিভিন্ন সূত্র ও অনেক নামকরা সংবাদ মাধ্যমদের মারফৎ একটি খবর কিছু দিন ধরে সোনা যাচ্ছে যে, চলতি বছরে ফের পর্ষদের তরফে টেট ২০২৩ এর পরীক্ষা নেওয়া হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত পর্ষদের তরফে কিছু ঘোষণা করা হয়নি এই বিষয়ে। কিন্তু অতীতে Primary Tet নিয়ে বলতে গিয়ে পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, আমরা আরও শিক্ষক নিয়োগ ভবিষ্যতে করতে চলেছি। কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত কোন সঠিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এবার দেখার অপেক্ষা যে ভবিষ্যতে কি হতে চলেছে।
Primary Tet এর বাকি দফার ইন্টারভিউ এর তারিখ সম্পর্কে জেনে নিনঃ-
১) দশম দফায় মালদা জেলার সকলে আগামী ১২ ও ১৩ ই এপ্রিল ইন্টারভিউ দিতে চলেছে।
২) একাদশ দফায় মুর্শিদাবাদ জেলার সকলে আগামী ১৯, ২০ ও ২৪ শে এপ্রিল তারিখে এই সাক্ষাৎকারে বসতে চলেছেন।
৩) উত্তর ২৪ পরগণা জেলার পরীক্ষার্থীরা দ্বাদশ দফায় আগামী ২৫, ২৬ ও ২৭ শে এপ্রিল ইন্টারভিউ দিতে চলেছে।
Primary Tet নিয়ে আরও কিছু তথ্য।
৪) ২৮ ও ২৯ শে এপ্রিল ত্রয়দশ দফায় হুগলী জেলার সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ গ্রহণ করতে চলেছে।
৫) চতুর্দশ পর্যায়ে দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রার্থীরা ২, ৩, ৪ ঠা মে এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে।
৬) পঞ্চদশ অর্থাৎ শেষ দফায় আগামী ৬ ও ৮ ই মে পুরুলিয়া জেলায় বসবাসকারি সকল পরীক্ষার্থীরা এই ইন্টার ভিউতে অংশগ্রহণ করবে।
Primary Tet দেওয়ার জন্য কি কি নথিপত্র নিয়ে যেতে হবেঃ-
১) আধার কার্ড ও ভোটার কার্ড।
২) টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড।
৩) টেট উত্তীর্ণ হওয়ার নথিপত্র।
৪) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কসিট।
৫) উচ্চমাধ্যমিক ও কলেজ পাশের প্রমাণপত্র।
৬) আরও কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে তার প্রমাণপত্র।
৭) কোন জাতির অন্তর্ভুক্ত হলে তার শংসাপত্র।
৮) বিশেষভাবে সক্ষম হলে তার প্রমাণপত্র।
Primary Tet নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।
Income Tax – আগামী 1 এপ্রিল থেকে বদল যাচ্ছে 9 টি আয়কর নিয়ম, একঝলোকে দেখে নিন।