পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে TET উত্তীর্ণদের জন্য WBBPE Primary TET Interview নিয়ে বিগত ২৩ শে মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে বাকি সকল পর্যায়ের ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে পর্ষদের তরফে টেট উত্তীর্ণদের নবম দফার ইন্টারভিউ আগামী ৩ রা এপ্রিল এর মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সম্পর্কে সকলকে জানানো হয়। এর সঙ্গে দশম থেকে পঞ্চদশ দফার ইন্টারভিউ এর দিনক্ষণ সম্পর্কে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই দিনক্ষণ নিয়ে কিছু পরিবর্তন করা হল।
WBBPE TET উত্তীর্ণদের জন্য জরুরি ঘোষণাঃ
WBBPE বা West Bengal Board Of Primary Education এর তরফে TET ইন্টারভিউ এর দশম, একাদশ ও দ্বাদশ দফার ইন্টারভিউ এর তারিখের পরিবর্তন করা হয়েছে। এই প্রত্যেক দফায় টেট ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও নিয়োগের আগে সকল উত্তীর্ণদের ডেমো ক্লাস টেস্টও নেওয়া হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক নতুন সময়সূচী সম্পর্কে।
WBBPE Primary TET ইন্টারভিউ এর নতুন সময়সূচীঃ
১) দশম দফায় মালদা জেলার পরীক্ষার্থীরা ইন্টারভিউ দেবে ১১ ও ১২ ই মে।
২) একাদশ দফায় আগামী ১৫, ১৬ ও ১৭ ই মে ২০২৩ মুর্শিদাবাদ জেলার সকল চাকরিপ্রার্থীরা এই ইন্টারভিউতে যোগদান করতে পারবেন।
৩) দ্বাদশ দফায় ২২, ২৩, ২৪ শে মে উত্তর ২৪ পরগণা জেলার চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করতে চলেছেন।
৪) ২৮ ও ২৯ শে এপ্রিল ত্রয়দশ দফায় হুগলী জেলার সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ গ্রহণ করতে চলেছে।
৫) চতুর্দশ পর্যায়ে দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রার্থীরা ২, ৩, ৪ ঠা মে এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে।
৬) পঞ্চদশ অর্থাৎ শেষ দফায় আগামী ৬ ও ৮ ই মে পুরুলিয়া জেলায় বসবাসকারি সকল পরীক্ষার্থীরা এই ইন্টার ভিউতে অংশগ্রহণ করবে।
৭) শুধুমাত্র দশম, একাদশ ও দ্বাদশ দফার ইন্টারভিউ এর তারিখের পরিবর্তন করা হয়েছে, বাকি সকল তারিখেই ইন্টারভিউ দিতে হবে।
৮) WBBPE TET নিয়ে অতিরিক্ত কিছু জানতে হলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।
WBBPE TET Interview দেওয়ার জন্য কি কি নথিপত্র নিয়ে যেতে হবেঃ-
১) আধার কার্ড ও ভোটার কার্ড।
২) টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড।
৩) টেট উত্তীর্ণ হওয়ার নথিপত্র।
৪) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কসিট।
৫) উচ্চমাধ্যমিক ও কলেজ পাশের প্রমাণপত্র।
Primary Tet – পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে নতুন ঘোষণা, চাকরি প্রার্থীদের টেনশন কাটলো।
WBBPE TET ইন্টারভিউ নিয়ে আরও কিছু তথ্য।
৬) আরও কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে তার প্রমাণপত্র।
৭) কোন জাতির অন্তর্ভুক্ত হলে তার শংসাপত্র।
৮) বিশেষভাবে সক্ষম হলে তার প্রমাণপত্র।
৯) সকলকে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ এর স্থানে পৌঁছোতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
TET নিয়ে এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মত সেটা নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবস ক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।
উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের সকল বেকার যুবক যুবতীরা পাবেন প্রতি মাসে 2500 টাকা, আবেদন পদ্ধতি জেনে নিন।