বর্তমানে সকল ভারতীয় নাগরিকদের কাছে Aadhaar Card হল সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। এই নথি ছাড়া সরকারি হোক বা বেসরকারি কোন কাজ করা এক কথায় সম্ভবই নয়। ২৯ শে সেপ্টেম্বর ২০১০ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আমাদের দেশে প্রথম বারের জন্য এই আধার কার্ডের সূচনা করা হয়েছিল। এই কার্ড চালু করার মূল উদ্দেশ্য ছিল দেশের সকল নাগরিকের এক পরিচয় পত্র তৈরি করা। বর্তমানে এক সরকারি পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে প্রায় ১৩০ কোটি মানুষের আধার কার্ড আছে এবং একজন দেশবাসী হিসাবে সকলের উচিত নিজের আধার কার্ড তৈরি করে নেওয়া।
Aadhaar Card আপডেট নিয়ে নির্দেশ দেওয়া হল।
কিন্তু আমরা অনেক সময় দেখতে পাওয়া যায় যে যেই সকল Aadhaar Card গুলি প্রায় অনেক বছরের পুরনো সেই সকল কার্ডে অনেক ধরণের ভুল ভ্রান্তি থেকে যায়। আর এই সকল ভুল ভ্রান্তি থাকার জন্য অনেক ধরণের কাজের ক্ষেত্রে সমস্যায় পরতে হয় গ্রাহকদের। এছাড়াও এই সব কারণের জন্য অনেক সময় গ্রাহকরা জালিয়াতির শিকার হয়ে যান। এই সকল সমস্যা যাতে না হয় এই জন্য UIDAI – Unique Identification Authority Of India র তরফে সকল গ্রাহকদের নির্দেশ দেওয়া হয়েছে।
যেই সকল গ্রাহকদের Aadhaar Card ৫ – ১০ বছরের পুরনো সেই সকল গ্রাহকদের অবিলম্বে নিজেদের বর্তমানের সকল তথ্য দিয়ে নিজেদের আধার কার্ড আপডেট করে নিতে হবে। এবার অনেকের মনে প্রশ্ন জাগছে যে ঠিক কি আপডেট করতে হবে? দেখুন, এই নিয়ে প্রশ্ন করা হলে জানানো হয়েছে, অনেক সময় আমাদের নাম, বয়স, ঠিকানা ভুল বা আমরা নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য কর্মসূত্রে অন্য স্থানে চলে যাই, কিন্তু সেই নতুন ঠিকানা আমরা আপডেট করতে ভুলে যাই।
কিন্তু আমরা না জানার জন্য এই সকল তথ্য Aadhaar Card এ আপডেট করা হয় না এবং ভবিষ্যতে দরকারের সময় আমাদের সমস্যায় পরতে হয়। এই কারণের জন্যই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা UIDAI এর তরফে সকল দেশবাসীকে আগামী ৩০ শে জুনের মধ্যে বিনামূল্যে নিজেদের সকল আধার কার্ডের তথ্য আপডেট করতে বলা হয়েছে। কিন্তু এর আগে Aadhaar Card এ যে কোন আপডেট করার জন্য সকলকে ৫০ টাকা করে দিতে হত।
কিন্তু যাতে সকল নাগরিকেরা নিজেদের এই Aadhaar Card এর তথ্য বিনা কোন সমস্যায় এবং বিনামূল্যে আপডেট করতে পারেন, এই কারণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সকলের জেনে রাখা প্রয়োজন যে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই কাজ করা হলে কোন টাকা লাগবে না কিন্তু কেউ যদি অফলাইনে বা কোন আধার সেবা কেন্দ্র ও সাইবার ক্যাফেতে গিয়ে এই কাজ করতে চান, তাহলে তাদের টাকা দিতে হবে।
Aadhaar Card Update কিভাবে করবেনঃ-
১) www.myaadhaar.uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) আপনাকে সর্বপ্রথম লগ ইন করে নিতে হবে নিজের আধার কার্ড নম্বরের মাধ্যমে।
৩) এরপরে Update Aadhaar Online এই অপশনে ক্লিক করতে হবে।
৪) নাম, জন্মের তারিখ, ঠিকানা, জেন্ডার এছাড়াও আপনি কি আপডেট করতে চাইছেন সেটা সিলেক্ট করে এগিয়ে যেতে হবে।
৫) আপনাকে নিজের আপডেট এর প্রমানপত্র হিসাবে কোন নথিপত্র সিলেক্ট করে নিতে হবে।
৬) সেই নথির সফট কপি আপনাকে আপলোড করে নিতে হবে।
Aadhaar Card আপডেট নিয়ে আরও কিছু তথ্য।
৭) অফলাইনেই যারা এই কাজ করবেন তাদের ৫০ টাকা জমা করতে হবে। নইলে এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
৮) ৭ – ১৫ দিনের মধ্যে আপনাকে এই সম্পর্কে তথ্য দিয়ে দেওয়া হবে।
৯) এই সামান্য পদ্ধতি অবলম্বন করে আপনি নিজের Aadhaar Card Update করে নিতে পারবেন।
Aadhaar Card আপডেট নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।