৯ ই মে ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের তরফে Atal Pension Yojana এর শুরু করা হয়েছিল। এটি একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকার এর তরফে দেশের নাগরিকদের জন্য অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে, এর মধ্যে অটল পেনশন যোজনা অন্যতম। এই প্রকল্প সাধারণত দেশের সকল অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য এই পেনশন প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করলে ৬০ বছর বয়সের পর থেকে প্রতিমাসে ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন পাবেন।
Atal Pension Yojana এর মাধ্যমে পেয়ে যান নিশ্চিত পেনশন।
এই Atal Pension Yojana প্রকল্পের মাধ্যমে দেশের সকল নাগরিকেরা নিজেদের বার্ধক্য জীবনে বিনা কোন সমস্যা ছাড়া বা অন্য কারোর ওপরে নির্ভর না থেকে নিজেদের অবসর জীবন নিজেরাই যাতে ভালো করে বাঁচতে পারেন, সেই দিক নিশ্চিত করতেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ। এই অটল পেনশন যোজনা PFRDA – Pension Fund Regulatory And Development Authority এত অন্তর্গত।
Atal Pension Yojana কারা আবেদন করতে পারবেনঃ-
১) সকল ভারতীয় নাগরিক এই আবেদন করতে পারবেন।
২) ১৮ – ৪০ বছরের মধ্যে সকলের বয়স হতে হবে।
৩) আবেদনকারীর নিজের নামে একটি ব্যাংক বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউণ্ট থাকতে হবে।
৪) রাজ্য সরকারি ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
৫) এছাড়াও ন্যাশনাল পেনশন স্কিমের অন্তর্গত সকলে এই আবেদন করতে পারবেন।
Atal Pension Yojana সুবিধা সম্পর্কে জেনে নিনঃ-
১) ৬০ বছর বয়সের পর থেকে এই প্রকল্পের অন্তর্গত সকলে পেনশন পাবেন।
২) এটি একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প হওয়ার জন্য পেনশন পাওয়া নিশ্চিত।
৩) এই প্রকল্পে আবেদনের জন্য কোন যোগ্যতার প্রয়োজন নেই।
Atal Pension Yojana আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) আবেদনকারীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
২) বয়সের প্রমাণপত্র।
৩) ঠিকানার প্রমাণপত্র।
৪) নিজের মোবাইল নম্বর।
৫) বর্তমানের পাসপোর্ট সাইজের ছবি।
Atal Pension Yojana কতো টাকা জমা রাখতে হবেঃ-
১) ১ হাজার টাকা পেনশন পেতে হলে প্রতিমাসে ৪২ টাকা জমা করতে হবে।
২) ২ হাজার টাকা পেনশন পেতে হলে প্রতিমাসে ৮৪ টাকা জমা করতে হবে।
৩) ৩ হাজার টাকা পেনশন পেতে হলে ১২৬ টাকা দিতে হবে।
Atal Pension Yojana নিয়ে আরও কিছু তথ্য।
৪) ৪ হাজার টাকার জন্য ১৬৮ টাকা জমা করতে হবে।
৫) ৫ হাজার টাকা প্রতিমাসে টাকা পেতে হলে ২১০ টাকা করে জমা করতে হবে।
৬) আবেদনকারির মৃত্যু হলে নমিনি এই সম পরিমাণ পেনশন পাবে।
৭) এবার আবেদনকারীর মৃত্যু ঘটলে নমিনি এককালীন একটা টাকা পেয়ে যাবে ১.৭ লক্ষ – ৮.৫ লক্ষ পর্যন্ত পাবে।
Atal Pension Yojana কিভাবে আবেদন করবেনঃ-
১) আপনার নিকটবর্তী যে কোন ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে এই আবেদন করতে পারবেন।
২) পূর্বে উল্লেখিত সকল নিয়ম মেনে আপনারা খুবই সহজে এই আবেদন করতে পারবেন।
৩) আপনারা অনলাইনের মাধ্যমেও এই আবেদন করতে পারবেন।
Atal Pension Yojana নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।