Gatidhara Scheme – গতিধারা প্রকল্পে আবেদনের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠুন, রাজ্য সরকার ১ লক্ষ টাকা সাহায্য করবে।

২০১৪ সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই Gatidhara Scheme অর্থাৎ গতিধারা প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের সকল চাকরি বা কর্মপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া। রাজ্য সরকারের তরফে নাগরিকদের কল্যাণসাধনের জন্য অনেক সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে। এর মধ্যে গতিধারা প্রকল্প অন্যতম, এই প্রকল্পে রাজ্যের সকল ধর্ম, বর্ণ, জাতি ভেদে সকলে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে সকল কর্মপ্রার্থী যুবক – যুবতীরা কমার্শিয়াল গাড়ি, ছোট মালবাহী গাড়ি, অটো, টোটো, ট্যাক্সি ইত্যাদি ধরণের গাড়ি কিনে নিজেরা চালিয়ে স্বনির্ভর হয়ে প্রতিমাসে ভালো রোজগার করতে পারবেন এবং বেকারত্ত্বের অভিশাপ থেকে মুক্তি পাবেন।

Gatidhara Scheme এর সকল সুবিধা সম্পর্কে জেনে নিন।

রাজ্য সরকারের তরফে এই Gatidhara Scheme এর মাধ্যমে আপনারা ৩০% বা ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পেয়ে যাবেন সরকারের তরফে এবং বাকি পরিমাণ টাকা দিয়ে আপনারা পূর্বে উল্লেখিত গাড়ি গুলির মধ্যে আপনার প্রয়োজন ও পছন্দ অনুসারে গাড়ি কিনে রোজগার শুরু করতে পারেন। ধরে নেওয়া যাক কোন গাড়ির দাম ২ লক্ষ্য টাকা, এর মধ্যে সরকারের তরফে যদি ১ লক্ষ্য টাকা ভর্তুকি দিয়ে দেওয়া হয় তাহলে আপনাকে মাত্র ১ লক্ষ্য টাকা নিজের থেকে বা কোন সরকারি বা বেসরকারি ব্যাংক এর মাধ্যমে ঋণ নিয়েও প্রদান করতে পারেন।

Gatidhara Scheme কারা আবেদন করতে পারবেনঃ-
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিক হতে হবে।
২) ২০ – ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
৩) SC, ST, OBC দের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাওয়া যাবে।

৪) পরিবারের মাসিক আয় ২৫ হাজার টাকার কম হতে হবে।
৫) রাজ্যের Employeement Bank এ আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে।
৬) আবেদনকারীর পরিবারের মাসিক রোজগার ২৫ হাজারের কম হতে হবে।
৭) পুরুষ – মহিলা সকলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

৮) এই প্রকল্পের অন্তর্গত সকলে ১০ লক্ষ্য টাকা পর্যন্ত গাড়ি কিনতে পারবেন।
Gatidhara Scheme আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) এই প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করা।
২) পরিবারের আয়ের প্রমাণপত্র।

৩) আপনি কেন ও কিসের জন্য আবেদন করছেন সেই সম্পর্কে জানাতে হবে।
৪) গাড়ির পারমিটের জন্য আবেদনপত্র।
৫) রাজ্যের Employeement Bank এ নিজের নাম নথিভুক্ত থাকার প্রমাণপত্র।
৬) নিজের বয়সের প্রমাণপত্র হিসাবে জন্মের শংসাপত্র।

৭) বাসস্থানের প্রমাণপত্র।
৮) আধার কার্ড, পান কার্ড ও ভোটার কার্ড থাকতে হবে।
৯) ব্যাংকের পাশবই এর প্রথম পাতার জেরক্স।
১০) নিজের বর্তমানের পাসপোর্ট সাইজের ছবি।

১১) Gatidhara Scheme এর অন্তর্গত কি গাড়ি কিনতে চান তার বিস্তারিত তথ্য।
Gatidhara Scheme কিভাবে আবেদন করবেনঃ-
১) অনলাইনে এই প্রকল্পের লিঙ্ক আপনাকে ডাউনলোড করে নিতে হবে।
২) www.transport.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে গতিধারা প্রকল্পের তিনটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

Gatidhara Scheme এর সম্পর্কে আরও কিছু প্রয়োজনীয় তথ্য।

Atal Pension Yojana – অটল পেনশন যোজনায় 210 টাকা জমা করে প্রতিমাসে 5000 টাকা পেনশন পান আজীবন।

৩) এই ফর্ম ফিলাপ করে নিজের পার্শ্ববর্তী কোন RTO – Regional Transport Office এর অফিসে গিয়ে এর ফর্ম জমা করতে হবে। পারমিট পাওয়ার জন্য।
৪) নির্ভুলভাবে এই ফর্ম ফিল করতে হবে।
৫) কোন ধরণের ভুল হলে আবেদন বাতিল হতে পারে।
৬) আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনাকে www.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।

এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।

SBIF Scholarship 2023 – স্টেট ব্যাঙ্কের এই স্কলারশিপ পেতে আবেদন করুন এখনি, পাবেন বার্ষিক 5 লাখ টাকা।

Leave a Comment