Ration Card Update – রেশন কার্ড গ্রাহকদের মে মাসের আগে সেরে ফেলতে হবে এই কাজ, নইলে চাল – গম তুলতে গিয়ে সমস্যায় পরবেন।

আমাদের সমাজের সকল গরিব ও মধ্যবিত্ত মানুষের কাছে Ration Card এর গুরুত্ব অপরিসীম। সেই জন্য Ration Card Update নিয়ে কিছু তথ্য জেনে রাখা উচিত। সকল নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সহ রাজ্য সরকারের তরফে এই রেশন কার্ডের মাধ্যমে চাল, গম ও অন্যান্য সকল খাদ্য সামগ্রী বিনামূল্যে বা স্বল্প মূল্যে রেশন ডিলারদের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। বর্তমানে আমাদের দেশে প্রায় ৮০ – ৯০ কোটি মানুষের কাছে এই রেশন কার্ড আছে। আর আমাদের পশ্চিমবঙ্গে এর পরিমাণ ৯ কোটির কাছাকাছি। আধার কার্ড, প্যান কার্ড এর পরে এই রেশন কার্ড হচ্ছে সকল নাগরিকদের কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথিপত্র।

Ration Card Update সম্পর্কে সকল গ্রাহকদের জেনে রাখা প্রয়োজন।

এই রেশন কার্ডের গুরুত্ব ২০২০ সালে করোনা মহামারীর সময়ে গরিব থেকে উচ্চবিত্ত সকলের কাছে এই Ration Card এর গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। তখন কেন্দ্রীয় সরকারের তরফে দেশের ৮০ কোটি গ্রাহকদের বিনামূল্যে চাল ও গম প্রদান করা হয়েছে। এই খাদ্যশস্য আগামী ২০২৩ সাল পর্যন্ত দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আমাদের রাজ্যে মূলত পাঁচ ধরণের রেশন কার্ডের মাধ্যমে গ্রাহকদের চাল গম দেওয়া হয়। এই সুবিধা যাতে সকল নাগরিকেরা পেতে থাকেন সেই কারণের জন্য সরকারের তরফে Ration Card Update নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সকলকে জানানো হয়েছে।

এক কথায় বলতে গেলে আধার কার্ড হল বর্তমানে সবচেয়ে দরকারি সরকারি নথিপত্র। এই আধার কার্ডের সঙ্গে অনেক দিন আগেই রেশন কার্ড এর লিঙ্ক করার কথা সকল নাগরিকদের জানিয়ে দেওয়া হয়েছিল সরকারের তরফে (Ration Card Update). কিন্তু ৩০ শে এপ্রিলের মধ্যে রাজ্যের সকল নাগরিকদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। নইলে আগামী মে মাস থেকে চাল – গম তুলতে গিয়ে সমস্যায় পরতে পারেন।

রেশন কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন (Ration Card Update) দেখুনঃ-
১) আপনি সহজ পদ্ধতিতে আপনার বাড়ি বসে এই কাজ সম্পন্ন করতে পারবেন।
২) অনলাইনে www.food.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) এরপরে Ration Card অপশনে ক্লিক করতে হবে।

৪) Aadhaar Link Status এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৫) Do KYC এই অপশনে ক্লিক করুন।
৬) Link Aadhaar With Active Card এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৭) রেশন কার্ডের ক্যাটেগরি ও নম্বর লিখে দিতে হবে।

Ration Card Update করার পদ্ধতি।

Swasthya Sathi – স্বাস্থ্যসাথী প্রকল্পের সকল সুবিধা পাওয়া এখন আরও সহজ, পদ্ধতি জানিয়ে দিলো রাজ্য সরকার।

৮) নিজের মোবাইল নম্বর লিখে দিলে আপনার ফোনে একটি OTP আসবে সেটা লিখে দিতে হবে।
৯) Verify And Submit এই অপশনে ক্লিক করতে হবে।
১০) এরপরে কিছু দিনের মধ্যে আপনার এই কাজ সম্পন্ন হয়ে যাবে।

Ration Card Update নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য।

Indian Railway – পশ্চিমবঙ্গে 2 দিনের জন্য প্রচুর ট্রেন বাতিল, জেনে নিন কোন কোন ট্রেন বাতিল হয়েছে।

Leave a Comment