সকল সরকারি কর্মীরা নিজেদের সারা জীবন পরিশ্রম করার পর তাদের শেষ জীবনের সঞ্চয় হয় তাদের পেনশন (EPFO Pension Seva). কিন্তু বর্তমানে প্রতিদিন নিয়মের পরিবর্তন হচ্ছে তার ওপরে ভিত্তি করে আদৌ আপনারা পেনশন পাবেন কিনা সেই নিয়ে অনেকের মনেই একটা জিজ্ঞাসা রয়েছে। এছাড়াও যাদের মনে এই নিয়ে কোন জিজ্ঞাসা নেই তাদের চিন্তা অবসর গ্রহণের পরে মাসিক কতো টাকা করে তারা পেনশন পাবেন সেই নিয়ে চিন্তায় থাকেন অনেকে। কিন্তু এখন আপনারা অবসর জীবনে কতো টাকা পাবেন, সেই সম্পর্কে সকল তথ্য জানা খুবই সহজ।
EPFO Pension Seva For All Government Employees In India.
EPFO – Employees Provident Fund Organisation এর মাধ্যমে আপনারা নিজেদের অবসর গ্রহণের পরে ঠিক কতো টাকা পেনশন পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন Pension Seva পোর্টালে। কিন্তু এই সকল তথ্য জানার জন্য UAN – Universal Account Number চালু করতে হবে। EPFO থেকে আপনি যেই সংস্থায় বা অফিসে কাজ করেন সেই কর্তার তরফ থেকে এই নম্বর আপনাকে জানিয়ে দেওয়া হবে।
এছাড়াও এই UAN নম্বরের সঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউণ্ট, আধার কার্ড নম্বর ও প্যান কার্ড নম্বর যুক্ত থাকতে হবে। এই সকল কাজ সম্পন্ন করা থাকলে আপনারা নিজের পেনশনের পাসবই এর সকল তথ্য দেখতে পারবেন। আজকের এই আলোচনাতে আপনারা কিভাবে এই সকল তথ্য নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে এক ক্লিকে দেখে নিতে পারবেন, সেই সম্পর্কে জেনে নিন।
EPFO Pension Seva থেকে পেনশন কিভাবে দেখবেনঃ-
১) www.epfindia.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) Our Services অপশনে গিয়ে For Employees এ গিয়ে ক্লিক করতে হবে।
৩) Member Passbook এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৪) এই পদ্ধতিতে আপনারা নিজেদের সকল তথ্য সম্পর্কে জেনে নিতে পারবেন।
৫) SMS এর মাধ্যমেও আপনারা এই সকল তথ্য দেখে নিতে পারবেন।
৬) 7738299899 এই নম্বরে মেসেজ করতে হবে।
৭) আপনি নিজেদের ইচ্ছে অনুসারে ভাষায় লিখতে পারবেন।
৮) মিস কলের মাধ্যমেও আপনারা EPFO এর মাধ্যমে আপনারা জানতে পারবেন।
৯) 011 – 2290 1406 এই নম্বরে মিস কলের মাধ্যমে আপনারা সকল তথ্য জানতে পারবেন।
১০) কিন্তু আপনাদের রেজিস্টার নম্বর থেকে এই মিস কল দিতে হবে।
১১) Google Play Store এ গিয়ে আপনাদের M – Seva (Pension Seva) অ্যাপ ডাউনলোড করতে হবে।
১২) UAN নম্বর ও মোবাইল নম্বর লিখে দিলে পাশবই দেখতে পারবেন।
Lottery Tricks – লটারি জেতার দারুণ উপায়। এই পদ্ধতিতে 2 বার টিকিট কেটে দেখুন, পুরস্কার পাবেন আপনিও।
EPFO Pension Seva এর সকল সদস্যরা এই সহজ পদ্ধতি অবলম্বন করে নিজেদের ভবিষ্যতের পুঁজি সম্পর্কে সকল তথ্য দেখে নিতে পারবেন। আপনাদের কোন মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবস ক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।