আজকের যুগে রেশন কার্ড থাকা যথেষ্ট আবশ্যিক হয়ে পড়েছে। বিভিন্ন সরকারি কাজকর্মে, বহু প্রকল্পে আবেদনের জন্য, নানারকম চাকরির ক্ষেত্রে ইত্যাদি অনেকক্ষেত্রেই রেশন কার্ড নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। তাই রেশন কার্ড না থাকলে যথেষ্ট সমস্যায় পড়তে পারেন। কিন্তু এবার চলে এসেছে সম্পূর্ণ নতুন এক পদ্ধতি যার মাধ্যমে আপনার মোবাইলের মাধ্যমেই অতি সহজে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই পদ্ধতির মাধ্যমে আপনার পরিবারে কোনো শিশু জন্ম নিলে তার রেশন কার্ড কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ড না হলে তার রেশন কার্ডও বানাতে পারবেন এবং AAY, SPHH প্রভৃতি যেকোনো ক্যাটাগরির রেশন কার্ড বানাতে পারবেন। তাই আপনার পরিবারের কারোর রেশন কার্ড কীভাবে বানাবেন, কোথায় আবেদন করবেন, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নীচে বিশদে আলোচনা করা হলো,
• প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ তে যাবেন এবং Citizen’s Home অপশনে ক্লিক করবেন।
• এবার Digital Ration Card Related Services এর নীচে নতুন রেশন কার্ডে আবেদনের জন্য দুটো অপশন পাবেন –
১) APPLY FOR NEW RATION CARD FOR A FAMILY (আপনার পরিবারে কোনো নতুন সন্তান এলে তার রেশন কার্ড বানানোর জন্য আবেদন ) (Form – 3 U/R)
২) APPLY FOR NEW RATION CARD FOR A NEW MEMBER IN THE FAMILY (আপনার পরিবারে কারোর ডিজিটাল রেশন কার্ড না হলে তার জন্য আবেদন ) (Form 4 U/R)
যার জন্য রেশন কার্ড বানাতে চান সেই অপশন সিলেক্ট করবেন।
• আপনার রেশন কার্ডে থাকা মোবাইল নম্বরটি লিখবেন এবং সেই নম্বরে পাঠানো OTP টি sumbit করবেন।
• এবার আপনার পরিবারের যাদের রেশন কার্ড রয়েছে তাদের কার্ড details দেখানো হবে। এবার Apply for form 4 এ ক্লিক করবেন।
• এরপরে পরিবারের প্রধানের নাম, পরিবারের ঠিকানা, পোস্টঅফিস, পিন নম্বর, পুলিশ স্টেশন এবং তারপরে Communication details এ আবার ফোন নম্বর এবং ইমেল আইডি লিখে Next এ ক্লিক করবেন।
• এবার পরিবারের নতুন সদস্য বা যেই সদস্যের ডিজিটাল রেশন কার্ডের জন্য আপনি আবেদন করছেন তার
• First Name (প্রথম নাম)
• Middle Name (নাম ও পদবীর মাঝে কোনো নাম থাকলে সেটি লিখবেন)
• Last Name (পদবী বা টাইটেল)
• Father/Mother Name (বাবা/মায়ের নাম)
• Date of Birth (জন্মতারিখ)
• Adhaar Number (আধার নম্বর)
• EPIC Number (ভোটার আইডি নম্বর)
• Pan Number (প্যান কার্ড নম্বর)
• Old Ration Card Number (পুরোনো রেশন কার্ড নম্বর)
• Relation (পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক তা সিলেক্ট করবেন )
ইত্যাদি তথ্যগুলো একে একে ফিল আপ করে Next এ ক্লিক করবেন।
উল্লেখ্য, যদি আপনি কোনো ছোট শিশুর রেশন কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে ভোটার কার্ড নম্বর, পুরোনো রেশন কার্ড নম্বর এগুলোর প্রয়োজন নেই।
[যদি আপনি আপনার পরিবারের একের বেশি সদস্যের রেশন কার্ড বানাতে চান, তাহলে Next এ ক্লিক না করে Add More Member এ ক্লিক করে উপরোক্ত একই পদ্ধতিতে তার details ফিল আপ করে Next এ ক্লিক করবেন]
• এরপরে যা তথ্য ফিল আপ করলেন তা আবার স্ক্রিনে দেখাবে সেগুলো ভালো করে চেক করে নিয়ে proceed অপশনে ক্লিক করবেন।
• এবার ডকুমেন্টস আপলোডের অপশন আসবে। যদি আপনি কোনো শিশুর রেশন কার্ডের জন্য আবেদন করছেন তাহলে শুধুমাত্র শিশুটির জন্ম সার্টিফিকেটটি আপলোড করবেন।
যদি কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করছেন তাহলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এই ডকুমেন্টসগুলোও আপলোড করতে হবে।
• এবার সবশেষে Confirm Your Application এর নীচের লেখাটির বক্সটি সিলেক্ট করে পুনরায় Get OTP অপশনে ক্লিক করে Enter OTP বক্সে আপনার মোবাইলে পাঠানো OTP টি টাইপ করে sumbit OTP অপশনে ক্লিক করবেন।
এভাবেই উপরোক্ত পদ্ধতিতে সম্পূর্ণ অনলাইনে মোবাইলের মাধ্যমে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন।
• কীভাবে অনলাইনে আবেদন করা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন?
রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় Citizens Home এ গিয়ে Digital Ration Card Services এর নীচে Form 3 বা Form 4 যেই লিংকটিতে ক্লিক করে আপনি রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন, সেটি সিলেক্ট করে Check Status অপশনে ক্লিক করে আপনার অনলাইনে আবেদন করা ডিজিটাল রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারেন।
• কীভাবে অনলাইনে ই-রেশন কার্ডের (E-Ration Card) জন্য আবেদন করবেন?
ই-রেশন কার্ড ডাউনলোড করার জন্য https://food.wb.gov.in/ ওয়েবসাইটটিতে গিয়ে নীচের দিকে Special Services লেখাটির নীচের বক্সগুলোর মধ্যে E-Ration Card অপশনটি সিলেক্ট করে Click Here to Download E-Ration Card লেখাটিতে ক্লিক করবেন।
এবার আবেদনকারীর রেশন কার্ড নম্বর ও রেশন কার্ডের ক্যাটাগরি (যেমন -RKSY I, RKSY II, GEN, AAY, PHH, SPHH) সিলেক্ট করে Download অপশনে ক্লিক করবেন। তাহলেই সেই রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।
পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট – https://food.wb.gov.in/