প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে WB TET Interview বা প্রাথমিক টেট উত্তীর্ণদের ইন্টারভিউ এর তারিখ ঘোষণা করা হল। দীর্ঘ ৫ বছর বাদে ২০২২ সালের ডিসেম্বর মাসে এই টেট পরীক্ষা পুনরায় নেওয়া হয়েছিল এবং এই পরীক্ষাতে প্রায় ৭ লক্ষের বেশি পরীক্ষার্থীরা অংশ গ্রহণ করেছিলেন এবং এই ফল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই প্রকাশিত করে দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ২০১৭ সালের বা তার আগে অনুষ্ঠিত হওয়া টেট পরীক্ষার ইন্টারভিউ এখনো সমাপ্ত হয়নি।
WB TET Interview Date Announced.
পর্ষদের তরফে ২০২২ সালের আগে যেই সকল টেট উত্তীর্ণরা রয়েছে তাদের কয়েক পর্যায়ে ভাগ করে ইন্টারভিউ (WB TET Interview) নেওয়া হচ্ছে। আর এই পরজাউএর মধ্যে ১৭ তম পর্যায়ের ইন্টারভিউ নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে WBBPE (West Bengal Board Of Primary Education) এর তরফে। ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও যেই সকল টেট উত্তীর্ণরা (WB TET Interview) কলকাতা হাইকোর্টের আদেশ মেনে B.Ed পরীক্ষায় ৫০% এর বেশি নম্বর পেয়ে এর আগে সাক্ষাৎকারের জন্য আবেদন করেছিলেন তারাও এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও ২০১৭ সালের টেট পরীক্ষার যোগ্য প্রার্থীদের এই সাক্ষাৎকারে যোগদান করতে বলে হচ্ছে, এই আদেশও হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে।
WB TET Interview তে অংশগ্রহণ করার জন্য নথিপত্রঃ-
১) টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড।
২) টেট পরীক্ষার যোগ্যতার নথি।
৩) বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র।
৪) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কসিট ও সার্টিফিকেট।
৫) B.Ed এর প্রমাণপত্র।
৬) জাতির শংসাপত্র।
৭) ভোটার কার্ড ও আধার কার্ড।
৮) প্রয়োজন পরলে পান কার্ডও লাগতে পারে (WB TET Interview).
৯) পাসপোর্ট সাইজের ছবি।
১০) এছাড়াও পরীক্ষার সময় যেই সকল নথি আপনারা নিজেদের সঙ্গে নিয়ে গেছিলেন সে গুলি নিয়ে যেতে পারেন।
WBBSE Madhyamik 2024 – আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে জরুরি আপডেট জানতে পাওয়া যাচ্ছে।
WB TET Interview ছাড়াও আমাদের রাজ্যে কলকাতা হাইকোর্টের তরফে ৩৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল এবং এই নির্দেশের ওপরে আগামী ২৩ শে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এইবারে দেখার অপেক্ষা ভবিষ্যতে ঠিক কি হতে চলেছে। সত্যি যদি এই পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়, তাহলে অনেক শিক্ষকের প্রয়োজন পড়বে আমাদের রাজ্যে।
ব্যাংকে অ্যাকাউণ্ট আছে? বিনিয়োগ করুন এই 5 টি স্কিমে, জীবনে আর টাকার সমস্যা থাকবে না।