Mamata Banerjee – পশ্চিমবঙ্গে 1 লক্ষ 25 হাজার পদে চাকরি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee এর তরফে সকল চাকরিপ্রার্থীদের জন্য এক জরুরি ঘোষণা করা হয়েছে। বিগত কিছু বছর ধরে সকল সরকারি নিয়োগের ক্ষেত্রেই কিছু না কিছু দুর্নীতি সকলের সামনে আসছে, আর এই নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সামনেই পঞ্চায়েত ভোট ও আগামী বছরের ২০২৪ সালের লোকসভা ভোট আর এই ভোটের কথা মাথায় রেখে চাকরি নিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন দফতরে অনেক কর্মী নিয়োগ করার বন্দোবস্ত করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

Mamata Banerjee Say On Job Recruitment In WB.

পশ্চিমবঙ্গের মূল প্রশাসনিক দফতর নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী Mamata Banerjee এই বিষয়ে বিস্তারিত তথ্য সকল রাজ্য বাসির সামনে তুলে ধরেন। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে যেমন – প্রাথমিক বিদ্যালয়, উচ্চপ্রাথমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আবগারি দফতর, সমাজ কল্যাণ দফতর, স্বাস্থ্য বিভাগে, গ্রুপ ডি, গ্রুপ সি, পুলিশ এছাড়াও রাজের বিভিন্ন দফতরে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

কোন কোন দফতরে কতজন কর্মী নিয়োগ হবে দেখুন (Mamata Banerjee):-
১) প্রাথমিকে ১১ হাজার কর্মী।
২) উচ্চ প্রাথমিকে ১৫ হাজারের কাছাকাছি।
৩) বিশ্ববিদ্যালয়ে ২ হাজারের বেশি।

৪) রাজ্য পুলিশে ২০ হাজার।
৫) আবগারি দফতরে ৩ হাজার কর্মী।
৬) সমাজ কল্যাণ দফতরে ১০ হাজারের কাছাকাছি।
৭) অঙ্গনওয়ারিতে ১৪ হাজার।

৮) স্বাস্থ্য বিভাগে ৭ হাজারের বেশি কর্মচারী (Mamata Banerjee).
৯) গ্রুপ ডি তে ১২ হাজার ও গ্রুপ সি তে ৩ হাজার কর্মী নিয়োগ করা হবে।
১০) ২ হাজার ডাক্তার ও ৭ হাজার নার্স।
১১) আরও বিভিন্ন দফতরে ১৭ হাজার ক্করমি নিয়োগ হবে।

Lakshmir Bhandar Payment – এই কয়েকটি ব্যাংকে অ্যাকাউণ্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর পাবেন না।

সর্ব মোট ১ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি কর্মী নিয়োগের কথা জানিয়েছেন Mamata Banerjee. বর্তমানে আমাদের রাজ্যে অনেক দুর্নীতি প্রমাণ হওয়ার ফলে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত, এর মধ্যে ৩২ হাজার শিক্ষকদের অন্যতম। এবার দেখার অপেক্ষা যে আগামী দিনে এই নিয়মের ফলে সরকারের ভাবমূর্তি সঠিক থাকে কিনা।

পোস্ট অফিসের এই 5 টি স্কিমে বিনিয়োগ করুন, একটিতে পান ডবল রিটার্ন।

Leave a Comment