রাজ্যের সকল নাগরিকদের উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে এই Swasthya Sathi কার্ডের সূচনা করা হয়েছিল। ৩০ শে ডিসেম্বর ২০১৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শুভ সূচনা করেন। এই কার্ডের মাধ্যমে পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে চিকিৎসার জন্য খরচা দেওয়া হবে। একটি কার্ডেই পরিবারের সকলেই চিকিৎসার খরচ পাবেন। বর্তমানে এক সরকারি পরিসংখ্যান অনুসারে Swasthya Sathi প্রকল্পে রাজ্যের ২ কোটি ৩০ লক্ষ পরিবার অন্তর্ভুক্ত হয়েছে।
Swasthya Sathi Card Apply All Details.
পরিবারের সবচেয়ে বয়স জ্যেষ্ঠ মহিলার নামে এই কার্ড তৈরি করতে হবে, এই নিয়মটি বাধ্যতামূলক। রাজ্য ও ভিন রাজ্য মিলিয়ে ২,২০০ র বেশি হসপিটালে এই চিকিৎসা পরিষেবা আপনারা পাবেন। রাজ্যের ৯০% নাগরিক এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গের নাগরিকদের জীবন কল্যাণময় করে তোলার জন্য রাজ্য সরকারের তরফে – স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, বিধভা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কিষান ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সকল প্রকল্প চালু করা হয়েছে।
এই সকল কিছুর মধ্যে Swasthya Sathi অন্যতম। এই স্বাস্থ্য সাথী কার্ড যেই সকল মহিলার কাছে আছে তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে টাকা পাবেন বলে সরকারের তরফে সিদ্ধান্ত জানানো হয়েছিল। রাজ্যের কিছু নাগরিকদের মত অনুসারে লক্ষ্মীর ভাণ্ডার হল মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা এক অন্যতম প্রকল্প। হ্যাঁ অবশ্যই সেটা কিন্তু আমরা সকলে প্রাচীনকাল থেকে শুনে ও জেনে আসছি যে “স্বাস্থ্যই সম্পদ”।
আর রাজ্যের নাগরিকদের এই স্বাস্থ্য রক্ষার জন্যই মুখ্যমন্ত্রীর তরফে এই Swasthya Sathi প্রকল্পের সূচনা করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাজ্যের অনেক মানুষের স্বাস্থ্যসাথী কার্ড নেই এবং শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প ছাড়া আমরা এই সরকারি প্রকল্পে আবেদন জানাতে পারি না। এই কারণের জন্য আমরা আজকে অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে এই আবেদন করতে পারবেন সেই সম্পর্কে জেনে নিতে চলেছি।
Swasthya Sathi কার্ডে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেনঃ-
১) www.swasthyasathi.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) Apply Online এই অপশনে যেতে হবে।
৩) Online Application For Swasthya Sathi Card এই অপশন সিলেক্ট করতে হবে।
৪) নিজের মোবাইল নম্বর লিখে দিতে হবে, এই নম্বরে একটি OTP আসবে।
৫) এই ওটিপি আপনাদের লিখে দিতে হবে।
৬) এরপর নিজের জেলা, ব্লক, পঞ্চায়েত বা পৌরসভার নাম, লিখে দিতে হবে।
৭) কোন জায়গায় কাজ করেন সেটা লিখে দিতে হবে।
৮) বাসস্থানের ঠিকানা ও পিন নম্বর দিয়ে দিতে হবে।
৯) এর আগে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বা প্রাইভেট কোম্পানির তরফে কোন ধরণের স্বাস্থ্য বীমা পান কিনা সেই সম্পর্কে জানিয়ে দিতে হবে।
Swasthya Sathi কার্ডে আবেদনের জন্য কি কি নথিপত্র লাগবেঃ-
Old Coin Sell – আপনার কাছে এই ছবি দেওয়া 2 টাকার কয়েন আছে? থাকলে সঠিক ক্রেতা সম্পর্কে জানুন।
১) আধার কার্ড।
২) রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ডের নম্বর দিতে হবে।
৩) মোবাইল নম্বর দিতে হবে।
৪) মূল আবেদনকারীর সঙ্গে বাকি সকল পরিবারের সদস্যদের কি সম্পর্ক সেটা জানিয়ে দিতে হবে।
৫) এই সাধারণ পদ্ধতি মেনে আপনারা এই আবেদন করতে পারবেন।
ITBP Recruitment 2023 – স্থায়ী সরকারি চাকরির সুযোগ আবেদনের পদ্ধতি ও বেতন জেনে নিন।