কোনো রকম ঝুঁকি ছাড়াই বিনিয়োগ করতে চান? তাহলে Post Office Scheme এর থেকে ভালো অপশন আর কোথাও পাবেন না। অধিকাংশ মানুষই ঝুঁকি ছাড়া বিনিয়োগ করতে পছন্দ করেন, সেই জন্য Bank, LIC এর বিভিন্ন স্কিম গুলিতে বিনিয়োগ করে থাকেন। কিন্তু পোস্ট অফিসের এমন কয়েকটি স্কিমে বিনিয়োগের (Post Office Invest Scheme) প্রসঙ্গে আমরা কথা বলতে চলেছি যার মাধ্যমে উচ্চ হারে রিটার্ন পাওয়া যাবে, পাশাপাশি পাওয়া যাবে কর ছাড়ের সুবিধা।
Post Office Scheme Gives You HIgh Return Against Your Investmrnt.
দেশের সকল মানুষেরা নিজেদের সারা জীবনের কষ্টের পুঁজি জমা করার জন্য সকল প্রকারের সরকারি ব্যাংক (Government Bank) ও পোস্ট অফিস (Post Office) ছাড়া আর কোন কিছু ভাবতে পারেন না। এরই মধ্যে পোস্ট অফিসের প্রায় সকল স্কিমে (Post Office Scheme) ব্যাংকের থেকে বেশী সুদ (Interest) পাওয়া যায়। এই রকমই কয়েকটি পোস্ট অফিসের সেরা স্কিম (Post Office Best Scheme) সম্পর্কে আলোচনা করতে চলেছি যার মাধ্যমে আপনারা ভালো রিটার্ন পাবেন।
Post Office Monthly Income Scheme (MIS)
১০ বছরের ওপরে যে কোন ভারতীয় নাগরিক এই মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করতে পারবেন। মাত্র ১ হাজার টাকা মাসিক দেওয়ার মাধ্যমে আপনারা এই বিনিয়োগ শুরু করতে পারবেন। সিঙ্গেল অ্যাকাউণ্টে ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউণ্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আপনারা জমা রাখতে পারবেন। ১ লা জুলাই ২০২৩ থেকে এই স্কিমে সরকারের (Govt Of India) তরফে 7.4% সুদ ধার্য করা হয়েছে।
এই স্কিমের কিছু সুবিধা
১) ১ বছর থেকে নিয়ে ৫ বছর পর্যন্ত আপনারা এই স্কিমে টাকা জমা রাখতে পারবেন।
২) নিজের নামে বা সর্বোচ্চ ৩ জনের নামে এই স্কিমে অ্যাকাউণ্ট খোলা যাবে।
৩) ৫ বছরের পর আপনাদের আসল টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।
৪) বাকি সকল স্কিমের থেকে এই স্কিম সুরক্ষিত ও বেশী সুদ পাওয়া যায়।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)
বর্তমানে অধিকাংশ মানুষই পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে থাকেন। তাতে বিনিয়োগে কতটা সুবিধা পাওয়া যায়? জাতীয় সঞ্চয় স্কিম পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম। তাছাড়া পোস্ট অফিসে সঞ্চয় মানে তা নিরাপদ, একথা গ্রাহকদের বিশ্বাস।
এবার সুবিধাগুলি দেখে নেওয়া যাক
১) বিনিয়োগের মেয়াদ- ৫ বছরের জন্য বিনিয়োগকারীকে এই স্কিমে বিনিয়োগ করতে হবে।
২) সুদের হার- এই স্কিমে বিনিয়োগে চক্রবৃদ্ধি হারে সুদ মিলবে। তাও বার্ষিক ৭% সুদে।
৩) বিনিয়োগের পরিমান- ব্যক্তি ১,০০০ টাকা থেকে ১০০ টাকার গুণে যত খুশি বিনিয়োগ করতে পারবেন৷
৪) তাহলে ৫ বছরের জন্য হাজার টাকা বিনিয়োগে পাওয়া যাবে ১৪০৩ টাকা।
৫) আরো বড়ো সুবিধা হল এই স্কিমেও বিনিয়োগে মিলবে আয়কর ধারা ৮০সি অনুযায়ী ১.৫ লাখ টাকা পর্যন্ত ছাড়। পাওয়া যাবে ঋণের সুবিধা।
ফিক্সড ডিপোজিট স্কিম (Fixed Diposit)
Post Office Scheme এর মধ্যে এই এফডি স্কিমটির অন্য একটি নাম হল টাইম ডিপোজিট স্কিম অর্থাৎ পোস্ট অফিস টিডি স্কিম।
এই স্কিমে বিনিয়োগের সুবিধা
১) বিনিয়োগের মেয়াদ- সেভিংস স্কিমের মতো এখানেও ৫ বছরের জন্য বিনিয়োগকারীকে বিনিয়োগ করতে হবে।
২) সুদের হার- এই স্কিমে ১ বছরের জন্য বিনিয়োগ করলে ৬.৬% সুদ, ২ বছরের মেয়াদে ৬.৮% ও ৩ বছরের মেয়াদে ৭% সুদের হার পাওয়া যাবে। ৫ বছরের মেয়াদে ৭% সুদের হার মিলবে। সঙ্গে অধিক সুবিধাও পাবেন বিনিয়োগকারীরা।
৩) কারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন – একটি একক অ্যাকাউন্ট ওপেন করা যাবে। কিংবা দুই বা তিনজনের সঙ্গে যৌথ অ্যাকাউন্ট খোলা যাবে। তাছাড়া অপ্রাপ্তবয়স্ক শিশুর (১০ বছরের বেশি) জন্য অ্যাকাউন্ট ওপেন করতে হলে অভিভাবকের তত্ত্বাবধানে খোলা যাবে।
৪) বিনিয়োগের পরিমান- ব্যক্তি ১,০০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন৷ সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
৫) এই স্কিমেও বিনিয়োগে মিলবে আয়কর ধারা ৮০সি অনুযায়ী ১.৫ লাখ টাকা পর্যন্ত ছাড়।
Post Office Scheme হোক বা অন্য কোন স্কিম সকল প্রকার স্কিম যতই সুরক্ষিত হোক না কেন, সর্বদা আপনারা বিনিয়োগের আগে সতর্ক হয়ে বিনিয়োগ করবেন এবং কতো টাকা জমা করলে কতো রিটার্ন পাওয়া যাবে ও সুদের পরিমাণ কতো সেই সম্পর্কে আপনারা সব কিছু জেনে নিয়ে এগবেন। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, পছন্দ হলে সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য, ধন্যবাদ।
Old Coin Sell – আপনার কাছে এই ছবি দেওয়া 2 টাকার কয়েন আছে? থাকলে সঠিক ক্রেতা সম্পর্কে জানুন।