আপনি কী ভালো কোনো সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কীভাবে এই পদের জন্য আবেদন করবেন, কী কী লাগবে, কারা আবেদন করতে পারবেন ইত্যাদি সমস্ত বিষয় নীচে নীচে বিস্তারিত আলোচনা করা হলো (Data Entry Operator)।
(ক) পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর (রূপশ্রী প্রকল্পের জন্য)
• নিয়োগের স্থান :- পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পেডং ব্লক ডেভেলপমেন্ট অফিস।
• বেতন – ১১,০০০ টাকা।
• আবেদনের বয়সসীমা – আবেদনকারীর বয়স ০১/০১/২০২২ এর ভিত্তিতে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। SC ও ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবেন।
• শিক্ষাগত ও টেকনিক্যাল যোগ্যতা,
(১) যেকোনো কোর্সে স্নাতক পাশ হতে হবে।
(২) কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে।
(৩) মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে মিনিটে ৩০ টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে।
ব্যাঙ্ক নাকি পোস্ট অফিস কোথায় টাকা রাখলে পাবেন বেশি লাভ, এখনই জেনে নিন
• কারা আবেদন করতে পারবেন?
(১) ভারতবর্ষের নাগরিক এবং কালিম্পং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
(২) যেকোনো কাস্টের (জেনারেল, SC, ST, OBC) লোক আবেদন করতে পারবেন।
(৩) যেকোনো সরকারি বা বেসরকারি ক্ষেত্রে টেকনিক্যাল কাজের নূন্যতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• আবেদন করতে কী কী লাগবে?
(১) দু’কপি পাসপোর্ট সাইজ ফটো
(২) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতকের মার্কশিট ও সার্টিফিকেট
(৩) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট
(৪) বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড / অ্যাডমিট কার্ড / জন্ম সার্টিফিকেট এদের মধ্যে যেকোনো একটি)
(৫) ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড
(৬) জাতিগত শংসাপত্র (Caste Certificate) [ যদি থাকে]
• কীভাবে আবেদন করবেন? নীচে দেওয়া অফিসিয়াল নোটিশের পিডিএফ -এর দ্বিতীয় পেজে থাকা আবেদন পত্রটি প্রথমে প্রিন্ট আউট করে ফিলআপ করে নেবেন এবং তার সাথে উপরোক্ত ডকুমেন্টসগুলোর সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপিগুলো অ্যাটাচ করে মুখবন্দি খামে তা নীচের ঠিকানায় পাঠিয়ে দেবেন।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা – Rupashree Section, Office of the District Magistrate, Kalimpong, first floor, P.O. & P.S. Kalimpong, Dist – Kalimpong, PIN – 734301
• আবেদনপত্র জমা দেওয়ার তারিখ –
২৭শে জুলাই, ২০২২ থেকে ১৭ ই আগস্ট, ২০২২ এর মধ্যে উপরে উল্লেখিত স্থানে আবেদনপত্র জমা করতে হবে। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টার মধ্যে তা জমা করতে হবে।
• কীভাবে নিয়োগ করা হবে? লিখিত MCQ পরীক্ষা (৫০ নম্বরের), কম্পিউটার পরীক্ষা (৪০ নম্বরের) ও পার্সোনালিটি টেস্ট (১০ নম্বরের) -এর মাধ্যমে এই পদের জন্য নিয়োগ করা হবে।
আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন – Link