নামকরা স্মার্টফোন কোম্পানি Oppo এর তরফে তাদের নতুন প্রোডাক্ট Oppo K11 5G 25 শে জুলাই ২০২৩ সালে লঞ্চ করা হল। ২৫ তারিখে এই মোবাইল ফোন (Mobile Phone) টি চিনে (China) লঞ্চ করা হয়েছে এবং এই মোবাইলটি খুব শীঘ্রই অর্থাৎ আগস্ট মাসের মধ্যে ভারতীয় বাজারে নিয়ে আসতে চলেছে Oppo India. কিছু বেসরকারি কোম্পানির পরিসংখ্যান ও সার্ভে অনুসারে Oppo স্মার্টফোন (Oppo Smartphone) মার্কেটে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথমে Samsung ও তৃতীয় স্থানে Vivo আছে।
Oppo K11 5G Lauch In August With Very Competative Price Range.
এই তিনটি কোম্পানি মিলে ভারতীয় স্মার্টফোন মার্কেটের প্রায় ৫০% এর বেশী মার্কেট দখল করে রেখেছে। আর এই পজিসান আরও মজবুত করার জন্য Oppo এর তরফে Oppo K11 5G ফোন খুব শীঘ্রই ভারতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিনে লঞ্ছের সঙ্গেই এর সকল প্রকারের স্পেসিফিকেশন জানানো হয়েছে কোম্পানির তরফে। এই ফোনটি Qualcomm এর একদমই নতুন প্রসেসর এর সঙ্গে আনা হয়েছে।
Oppo K11 5G Smartphone Specifications
- Qualcomm Snapdragon 782G Processor এর সঙ্গে এই মোবাইল লঞ্চ করা হয়েছে।
- এই প্রসেসরটির ক্লক স্পিড 2.70 Ghz এবং এর Antutu Benchmark 720K বা ৭ লক্ষ ২০ হাজারের কাছাকাছি Oppo এর দাবি অনুসারে।
- 6.7 Inch এর একটি বড় OLED/AMOLED ডিসপ্লে আপনারা এই ফোনে পেয়ে যাচ্ছেন এবং এটিতে 1100 Nits Brightness, HDR 10 Plus এর সাপোর্ট ও এরই সঙ্গে 120 Hz Refresh Rate থাকতে চলেছে।
- Oppo K11 5G স্মার্টফোনে 12 GB Ram And Upto 512 GB Rom এর সঙ্গে পাওয়া যাবে।
Oppo K11 5G Other Benefits And Price
- ক্যামেরাতে এই ফোন সরাসরি OnePlus কে টক্কর দিতে চলেছে, কারণ SONY IMX 890 সেন্সর পাওয়া যাবে এই মোবাইলে।
- Qualcomm Snapdragon 782G Processor সর্ব প্রথম OnePlus এর Nord CE 3 এর সঙ্গে হতে চলেছে।
- Android 13 ও Color OS 13.1 এর মাধ্যমে এই ফোন রান করবে।
- এরই সঙ্গে Dual SIM, NFC, USB Type – C, Bluetooth, WIFI এর মতো সকল প্রকারের ফিচারস আপনারা পাবেন।
বর্তমানে এই Oppo K11 5G স্মার্টফোন চিনে লঞ্চ করা হয়েছে আর এই সকল স্পেসিফিকেশন সেই দেশের অনুসারে বর্ণিত করা হল। কিন্তু যখন এইটি ভারতে লঞ্চ হবে তখন কিছু পরিবর্তন করা হতে পারে। এবার দাম দেখুন – 8+256 GB 1899 CNY (Chinese Yuan) ও 21000 INR, 12+256 GB 2099 CNY ও 24000 INR, 12+512 GB 2499 CNY ও 29000 INR এর সঙ্গে লঞ্চ হয়েছে। ভারতে এই দামের কিছু পরিবর্তন করা হতে পারে।