সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য National Pension System এর মাধ্যমে অবসরের পর প্রতিমাসে নিশ্চিন্তে সঠিক পরিমাণে পেনশন (Pension) পাবেন। কিন্তু কিভাবে এই কাজটি সম্ভব? এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠছিল অনেক দিন ধরে। প্রথমে এই ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) সম্পর্কে জেনে নেওয়া যাক। ১ লা জানুয়ারি ২০০৪ সালে এই ন্যাশনাল পেনশন সিস্টেম শুরু করা হয়েছিল, এই প্রকল্পের মুখ্য কার্যালয় ভারতের রাজধানী দিল্লীতে অবস্থিত। এই সম্পূর্ণ ব্যবস্থা PFRDA – Pension Fund Regulatory And Development Authority র দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।
National Pension System Gives You 57K Pension Every Month.
২০২৩ এর জানুয়ারি মাসের এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে এই National Pension System প্রায় ১ কোটি ৭০ লক্ষের কাছাকাছি সরকারি চাকরিজীবীরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে ২৩ লক্ষ ৬৬ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬০ লক্ষ ৬৩ হাজার রাজ্য সরকারি কর্মচারীরা এই স্কিমের অন্তর্গত এবং এই সংখ্যা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে। সারা জীবন পরিশ্রম করার পর অবসর জীবন প্রত্যেকেই চায় ভালো ভাবে কাটাতে। কিন্তু বর্তমানের যুগে টাকা ছাড়া সুখে – শান্তিতে থাকা যায়না, এই কথা মানতে না ইচ্ছা করলেও এটাই চির সত্যি কথা।
সেই কারণের জন্য কেন্দ্রীয় সরকারের (Government Of India) তরফে National Pension System নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে সকলে বিনিয়োগ করে এককালীন অর্থ ফেরত বা পেনশনের মতো সুবিধা পেয়ে থাকেন। আপনারা মাত্র ১০০ টাকা প্রতিদিন জমা করার মাধ্যমে আপনারা এই সুবিধা পেতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে সকল কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Government Employee) এবং রাজ্য সরকারি কর্মী (State Government Employees) সকলেই এখানে টাকা জমা রাখতে পারবেন।
National Pension System কিভাবে বিনিয়োগ করবেন?
- ৫৭ হাজার টাকা প্রতিমাসে পেতে হলে আপনাদের বেশী দিন বিনিয়োগ (Investment) করতে হবে।
- ২৫ বছর বয়স থেকে আপনাদের প্রতিমাসে ৩ হাজার টাকা করে জমা করতে হবে।
- NPS Calculator অনুসারে অবসরের সময় কর্মচারীদের অ্যাকাউণ্টে ১ কোটি ১৫ লক্ষ (1 Crore 15 Lakh) টাকা থাকতে হবে।
- আর এই পরিমাণ টাকা বার্ষিক ক্রয় হলে মাসিক পেনশন (Monthly Pension) 57,000 টাকা হবে।
- এর কম হলে আপনাদের পেনশনে টাকার পরিমাণ কম হবে।
NPS (National Pension System) স্কিমে এর কমে বিনিয়োগ করা সম্ভব?
- হ্যাঁ সকলের পক্ষে মাসিক ৩ হাজার টাকা জমা করা সম্ভব নয়, সেই জন্য আপনারা কম টাকা জমা করার মাধ্যমেও এই কাজ করতে পারবেন।
- প্রতিমাসে ১৫০০ টাকা করে জমা করলে এককালীন ৫৭ লক্ষ ৪২ হাজার (57 Lakh 42 Thousand) হবে।
- এই হিসাবে আপনারা ২৮ হাজার টাকা বা ১১ হাজার টাকা করে পাবেন।
- বিনিয়োগ করার আগে সব হিসাব সম্পর্কে জেনে নেওয়া উচিত।
National Pension System এর টাকা তোলার সময় কি পদ্ধতি মানতে হবে?
- নিজের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড (Aadhaar Card) বা প্যান কার্ড (PAN Card).
- টাকা তোলার ফর্ম।
- নিজের ঠিকানার প্রমাণপত্র।
- গ্রাহকের নিজের ব্যাংক অ্যাকাউণ্টের প্রমাণপত্র।
- PRAN – Permanent Retirement Account Number এর ১২ অঙ্কের ইউনিক নম্বর বা সেই সার্টিফিকেটের জেরক্স কপি।
National Pension System আপনি কতো টাকা পাবেন কিভাবে দেখবেন
১) এই জন্য www.nsdl.com এই ওয়েবসাইটে যেতে হবে।
২) Log In With PRAN এই অপশনে ক্লিক করতে হবে।
৩) এবার নিজের PRAN নম্বর লিখে দিতে হবে।
৪) Transaction Statement অপশনে ক্লিক করলে সকল তথ্য দেখতে পাওয়া যাবে।
৫) আপনারা এই স্কিমের মাধ্যমে ৩ বার টাকা তুলতে পারবেন প্রয়োজন পরলে।
200 Rupees Note – 200 টাকার নোট নিয়ে এবারে বড় ঘোষণা করলো RBI.