সকল মধ্যবিত্ত মানুষেরা নিজেদের কষ্টের পুঁজি বিনিয়োগ করার জন্য Post Office Scheme বা পোস্ট অফিস স্কিমের ওপরে অনেক বেশী ভরসা করেন। এছাড়াও সরকারি ব্যাংক (Government Bank) যেমন – ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), কানাড়া ব্যাংক (Canara Bank) ইত্যাদি। কিন্তু এই সকল ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে (Post Office) সেভিংস অ্যাকাউণ্ট (Savings Account) থেকে শুরু করে সকল প্রকার স্কিমে ব্যাংকের তুলনায় বেশী পরিমাণে সুদ পাওয়া যায়।
Post Office Schemes New Benefit Details.
পোস্ট অফিসের এমন কয়েকটি স্কিমে বিনিয়োগের (Post Office Invest Scheme) প্রসঙ্গে আমরা কথা বলতে চলেছি যার মাধ্যমে উচ্চ হারে রিটার্ন পাওয়া যাবে, পাশাপাশি পাওয়া যাবে কর ছাড়ের সুবিধা। পোস্ট অফিসে অনেক ধরণের স্কিম (Post Office Scheme) আছে FD (Fixed Deposit), RD (Recurring Deposit), MIS (Monthly Income Scheme) অন্যতম। কিন্তু আজকের এই আলোচনাতে আমরা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট সম্পর্কে জেনে নেব।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম (Post Office Scheme) এর সুবিধা
- নুন্যতম ১ হাজার টাকা থেকে আপনারা এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারবেন।
- সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউণ্ট এর মাধ্যমে আপনারা এখানে নিবেশ করতে পারবেন।
- ১, ২, ৩, ৫ বছরের জন্য আপনারা এখানে বিনিয়োগের সুযোগ পাবেন।
- ১০ বছরের ওপরে যে কোন ভারতীয় এই বিনিয়োগ করতে পারবেন।
ফিক্সড ডিপোজিট (FD) Post Office Scheme এ কতো সুদ পাবেন?
- ১ বছরের জন্য ৬.৯%, ২ বছরের ও ৩ বছরের জন্য ৭.০%, ৫ বছরের জন্য ৭.৫% হারে আপনাদের সুদ প্রদান করা হবে।
- কিন্তু এর আগে এই পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে ৫.৫% হারে সুদ প্রদান করা হত।
- আপনারা নিজেদের ইচ্ছে ও সামর্থ্য অনুসারে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
- এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য নিজেদের নিকটবর্তী কোন পোস্ট অফিসের (India Post Office) ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারবেন।
Post Office Scheme এ বিনিয়োগ করা সুরক্ষিত কারণ এটি সম্পূর্ণরূপে ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন এবং কোন ধরণের ঝুঁকি ছাড়াই আপনারা এই সরকারি প্রতিষ্ঠানে নিজেদের কষ্টের পুঁজি বিনিয়োগ করতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।