এক পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে রেশন কার্ড বা Ration Card গ্রাহকদের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে এবং এই সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। আর এই জন্য প্রতি সময়ে দেশের সরকার (Central Government) ও বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের তরফে এই সকল গ্রাহকদের জন্য নতুন অনেক সুবিধা নিয়ে আসা হয়। আজকের এই প্রতিবেদনে আমরা এমনই কিছু নতুন সুবিধার কথা সম্পর্কে আলোচনা করে নেব, যেটি দেশের বিভিন্ন সরকারের তরফে ঘোষণা করা হয়েছে আগামী দিনের জন্য।
Ration Card Holders Get More Facilities From Ration Shop.
সকল আমজনতার কাছে রেশন কার্ড (Ration Card In India) এর অনেক গুরুত্ব আছে। কারণ এখনো আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যাদের বাড়ির উননে ভাতের হাড়ি রেশন দোকান (Ration Shop) থেকে চাল আনার পরে চাপে। এই জন্য আমাদের দেশে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (Pradhanmantri Garib Kalyan Anna Yojana) এর মাধ্যমে ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল গম দেওয়া হবে।
এই সব কিছু তো আমাদের জানা আছে কিন্তু আগামী কিছু দিন পর থেকে কেন্দ্রীয় সরকারের তরফে CSC বা Common Service Center এর আদলে রেশন দোকানে (Ration Shop) আরও অনেক ধরণের সুবিধা সকল দেশবাসীকে প্রদান করতে চলেছে। আর এই পরিষেবা গুলির মধ্যে ব্যাংকিং পরিষেবা (Banking Services), রান্নার গ্যাসের পরিষেবা (LPG Gas Service) রেশন দোকানে পাওয়া যাবে, কিন্তু এই জন্য শুধুমাত্র Ration Card থাকতে হবে।
Ration Card গ্রাহকেরা টাকা জমা, টাকা তোলা সহ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক এর মাধ্যমে আপনারা পোস্ট অফিসের (Post Office) সকল প্রকারের কাজও করে নিতে পারবেন। এছাড়াও আরও অনেক ধরণের সুবিধা এই রেশন দোকানের মাধ্যমে সকল নাগরিকদের প্রদান করা হবে। আর এই জন্য সাধারণ মানুষের তো উপকার হবেই, এরই সঙ্গে সকল রেশন কার্ড ডিলারদের (Ration Card Dealer) আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।
কিন্তু এই পরিষেবা Ration Card গ্রাহকদের জন্য রেশন দোকানে শুরু হবে, সেই নিয়ে সঠিকভাবে এখনো কোন সাফ কথা জানতে পাওয়া যায়নি। কিন্তু অনেকেই মনে করছেন যে আগামী বছরের লোকসভা ভোটের আগে এই নিয়ে কিছু ঘোষণা করা হতে পারে। আর পরিষেবার জন্য গ্রাহকদের হয়তো কোন খরচ করতে হবে না।
Income Tax – ইনকাম ট্যাক্স গ্রাহকদের জন্য নিয়মে পরিবর্তন আনল আয়কর দফতর, 1 লা সেপ্টেম্বর থেকে লাগু।
কিন্তু দেশের সকল রেশন দোকানে সকল ধরণের পরিষেবা পাওয়া যাবে কিনা শে সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জাজা যায়নি। কিন্তু সকল গরিব ও মদ্ধবিত মানুষদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করছেন অনেকে। এই সম্পর্কে (Ration Card) আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
SBI Banking – রাখীর দিনে স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য দারুন সুখবর। উপকৃত হবেন কোটি কোটি