আপনি কী ভালো কোনো স্কলারশিপে আবেদন করতে চাইছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আজ আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্পর্কে আলোচনা করবো যার জন্য পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্রছাত্রীই আবেদন করতে পারবেন। কীভাবে এই স্কলারশিপে আবেদন করবেন, কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন, এই স্কলারশিপের মাধ্যমে কতো টাকা দেওয়া হবে ইত্যাদি সমস্ত তথ্য নিয়ে নীচে বিস্তারিত আলোচনা করা হলো।
• স্কলারশিপের নাম:- অনন্ত মেরিট স্কলারশিপ (Anant Merit Scholarship 2022)। এই স্কলারশিপ অনন্ত ফাউন্ডেশন ইনিশিয়েটিভ এর তরফ থেকে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের গরীব দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার উৎসাহ প্রদানের জন্য এই স্কলারশিপের মাধ্যমে বার্ষিক ৬,০০০ টাকা করে দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে এবং তার পরে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই স্কলারশিপ দেওয়া হয়। অনন্ত ফাউন্ডেশনের তরফ থেকে চালু করা এই স্কলারশিপের মাধ্যমে ২০১১ সাল থেকে শুরু করে বহু পড়ুয়াকে আর্থিক সাহায্য করা হয়েছে।
• কতো টাকা করে স্কলারশিপ দেওয়া হয়?
অনন্ত মেরিট স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের বছরে ৬,০০০ টাকা করে দেওয়া হয়। এছাড়া পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য, ল্যাপটপ ইত্যাদিও প্রদান করা হয়ে থাকে।
কৃষকদের জন্য রাজ্য সরকার চালু করলো নতুন প্রকল্প, বিস্তারিত জেনে নিয়ে আবেদন করুন আজই
• কারা অনন্ত মেরিট স্কলারশিপে আবেদন করতে পারবেন?
(১) পশ্চিমবঙ্গের কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে।
(২) আবেদনকারীকে দশম অথবা দ্বাদশ শ্রেণীতে ৭০% মার্কস পেতে হবে।
(৩) পরিবারের বার্ষিক আয় ৬০,০০০ এর মধ্যে হতে হবে।
(৪) এই স্কলারশিপের আবেদনকারীদের মধ্যে ৫০% স্কলারশিপ মেধাবী ছাত্রীদের দেওয়া হবে।
• আবেদন করতে কী কী লাগবে?
(১) পাসপোর্ট সাইজ ছবি
(২) বিপিএল কার্ড / অন্তোদ্যয় কার্ড / পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলারের থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট
(৩) মাধ্যমিক / উচ্চমাধ্যমিক বা অন্য কোনো বোর্ড যেমন:- CBSE / ICSE / ISC ইত্যাদি বোর্ড থেকে প্রাপ্ত মার্কশিট
(৪) রেশন কার্ড বা ঠিকানার প্রমানপত্রের কপি
(৫) আধার কার্ড
(৬) জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(৭) প্রতিবন্ধকতা সার্টিফিকেট (যদি থাকে)
উল্লেখ্য, প্রতিটি ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে।
•আবেদন পদ্ধতি- আবেদন করার জন্য আপনাকে এই স্কলারশিপের আবেদন ফর্মটি আগে ডাউনলোড করতে হবে।
• ফর্ম ডাউনলোড লিংক:- Link
অনন্ত মেরিট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটেই এই ফর্মটি পেয়ে যাবেন। ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং সমস্ত তথ্য ভালো করে ফিল আপ করে উপরোক্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে মুখবন্ধ খামে নিম্নলিখিত ঠিকানায় সেটি পাঠিয়ে দিবেন।
বিপুল সংখ্যক শূন্যপদে BSNL কোম্পানিতে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন
• ঠিকানা:- ANANT EDUCATION INITIATIVE
Infinity Think Tank, Tower II, 3rd Floor,
Plot A3, Block GP, Sector V, Salt Lake,
Kolkata – 700091
• নির্বাচন পদ্ধতি:- সমস্ত আবেদন খতিয়ে দেখার পরে অনন্ত ফাউন্ডেশনের তরফ থেকে ইন্টারভিউয়ের জন্য যোগ্য প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের ব্যাঙ্কিং সংক্রান্ত বিভিন্ন তথ্য নেওয়া হবে এবং উক্ত ফাউন্ডেশনের তরফ থেকে সরাসরি নির্বাচিত ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সময়মতো স্কলারশিপের টাকা পাঠিয়ে দেওয়া হবে।
বিভিন্ন রকম স্কলারশিপ সম্পর্কিত এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।