সোনার দাম (Gold Price) প্রতিদিন অন্তর বৃদ্ধি ও হ্রাস পাচ্ছে। আর এর ফলেই সকলের মাথায় চিন্তার ভাঁজ প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে। বাংলার বর্ষপঞ্জি অনুযায়ী, কার্তিক মাস শেষ হয়ে শুরু হয়ে গিয়েছে অগ্রহায়ণ মাস। আর অগ্রহায়ণ মাস মানেই হলো বাংলায় বিবাহের মরশুম। কারণ এই মাসেই বাংলায় সবচেয়ে বেশি বিয়ে হয়। আর বিয়েতে যেমন শাড়ি কেনা হয়ে থাকে, তেমনিই কেনা হয়ে থাকে সোনার গয়না।
Gold Price Today In Marraige Festive Season.
কম বেশি প্রায় প্রতিটা মানুষই সোনার গয়না কিনে থাকে বিয়ে উপলক্ষে। তবে এই মুহূর্তে সোনার গয়নার দাম (Gold Price) বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ক্রেতারা অত্যন্ত চিন্তিত। শুধু সোনাই নয়, বেড়েছে রুপোর দামও। আজ ২৮ নভেম্বর, মঙ্গলবার জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় সোনার রেট। ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৬২৫৬ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬২৫৬০ টাকা।
২৪ ক্যারেট খুচরো পাকা সোনার বাটের দাম (Gold Price) ১ গ্রামে ৬২৭৫ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬২৭৫০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ১ গ্রামে ৫৯৭০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৫৯৭০০ টাকা। ২৭ নভেম্বর, সোমবার অর্থাৎ গতকালের তুলনায় আজ কলকাতায় সোনার দামের পরিবর্তনের পরিসংখ্যান। আগে এই দাম (Gold Price) সম্পর্কে জেনে নিয়ে তবেই আপনারা কিনতে যাবেন।
1) গতকাল পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬২১০০ টাকা। আজ পাকা সোনার বাটের দাম ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬২৪৫০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম বেড়েছে ৩৫০ টাকা।2) গতকাল খুচরো পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬২৪৫০ টাকা। আজ খুচরো পাকা সোনার বাট ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬২৭৫০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে খুচরো পাকা সোনার বাটের দাম (Gold Price) বেড়েছে ৩০০ টাকা।
3) গতকাল হলমার্ক সোনার গয়নার দাম ছিল ২২ ক্যারেট ১০ গ্রামে ৫৯৩৫০ টাকা। আজ হলমার্ক সোনার গয়নার দাম ২২ ক্যারেট ১০ গ্রামে ৫৯৭০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে হলমার্ক সোনার গয়নার দাম (Hallmark Gold Price) বেড়েছে ৩৫০ টাকা। উল্লেখ্য, গতকাল সোনার দাম অপরিবর্তিত থাকলেও ২৫ নভেম্বর, রবিবার সোনার দাম বেড়েছিল ২৫০ টাকা। জিএসটি এবং টিসিএস বাদে আজকে কলকাতায় রূপোর রেট।
রুপোর দাম প্রতি কেজি বাটে ৭৫৭০০ টাকা। খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে ৭৫৮০০ টাকা। ২৭ নভেম্বর, সোমবার অর্থাৎ গতকালের তুলনায় আজ কলকাতায় রূপোর দাম (Silver Price) পরিবর্তনের পরিসংখ্যান সোমবার রূপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৭৪৫৫০ টাকা। আজ রুপোর দাম প্রতি কেজি বাটে ৭৫৭০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে রুপোর দাম প্রতি কেজি বাটে বেড়েছে ১১৫০ টাকা।
RBI Rules – জনপ্রিয় একাধিক ব্যাংককে জরিমানা দেওয়ার নির্দেশ দিলো RBI. আপনার ব্যাংক তালিকায় নেই তো?
সোমবার খুচরো রূপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৭৪৬৫০ টাকা। আজ খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে ৭৫৮০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে কমেছে ১১৫০ টাকা।উল্লেখ্য, গতকাল রূপোর দাম বেড়েছিল ১৩০০ টাকা। সব মিলিয়ে, এই বিয়ের মরশুমে প্রায় প্রতিদিনই সোনা ও রূপোর দাম বাড়ায় বেশ চিন্তিত ক্রেতা এবং বিক্রেতা উভয়ই (Gold Price).
Written by Sampriti Bose.
WBPPE TET 2023 Vacancy : প্রাইমারী টেট প্রার্থীদের সুখবর। অবশেষে বাড়ল শূন্যপদ।