Sitaram Jindal Scholarship 2022: সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান বার্ষিক ৩৬,০০০ টাকা অবধি

আমাদের দেশের বেসরকারি স্কলারশিপগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি স্কলারশিপ হল সীতারাম জিন্দাল স্কলারশিপ। প্রতিবছর বহু ছাত্রছাত্রী এই স্কলারশিপ পেয়ে থাকেন। সীতারাম জিন্দাল স্কলারশিপে প্রদত্ত আর্থিক রাশির পরিমানও যথেষ্ট ভালো। কীভাবে এই সীতারাম জিন্দাল স্কলারশিপের (Sitaram Jindal Scholarship 2022) জন্য আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, এই স্কলারশিপের মাধ্যমে কত টাকা করে দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে নীচে আলোচনা করা হলো।

সীতারাম জিন্দাল স্কলারশিপ:-

সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করাই এই স্কলারশিপের মূল লক্ষ্য। সীতারাম জিন্দাল স্কলারশিপ একাদশ -দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত দেওয়া হয়।

সীতারাম জিন্দাল স্কলারশিপের মাধ্যমে কত টাকা করে দেওয়া হয় ?

১) একাদশ-দ্বাদশ শ্রেণীর ও আইটিআই -এর ছাত্রদের বছরে ৬,০০০ টাকা এবং মেয়েদের বছরে ৮,৪০০ টাকা করে দেওয়া হয়।
২) সাধারণ স্নাতক কোর্স যেমন – B.A., B.Com, B.Sc., BFA, BCA, BBA, BBM ইত্যাদি কোর্সে পড়াশোনা করলে বছরে ছাত্রদের বার্ষিক ১৩,২০০ টাকা এবং ছাত্রীদের বছরে ১৬,৮০০ টাকা করে দেওয়া হয়।
৩) স্নাতকোত্তর স্তরে যেমন – M.A., M.Sc, M.Phil, M.Com, M.Lib (Science), MBA ইত্যাদি কোর্সে পড়াশোনা করলে ছেলেদের বার্ষিক ১৮,০০০ টাকা এবং মেয়েদের বার্ষিক ২১,৬০০ টাকা করে দেওয়া হয়।
৪) স্নাতকস্তরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের মধ্যে ছেলেদের প্রতি বছর ২৪,০০০ টাকা এবং মেয়েদের প্রতি বছর ২৭,৬০০ টাকা করে দেওয়া হয়।
৫) ডাক্তারি পড়ুয়াদের মধ্যে ছেলেদের প্রতি বছর ৩০,০০০ টাকা এবং মেয়েদের বার্ষিক ৩৬,০০০ টাকা করে দেওয়া হয়।
৬) ডিপ্লোমা পড়ুয়াদের মধ্যে ছেলেদের বছরে ১২,০০০ টাকা এবং মেয়েদের বছরে ১৪,৪০০ টাকা করে দেওয়া হয়।
৭) এছাড়া যারা হোস্টেল থেকে পড়াশোনা করেন তাদের আরও ১,২০০ থেকে ১,৮০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হয়।

জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান বার্ষিক ৫০,০০০ টাকা পর্যন্ত

সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদন করতে নূন্যতম কত নম্বর পেতে হবে?

১) একাদশ-দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ছেলেদের ৬৫% এবং মেয়েদের ৬০% নম্বর পেতে হবে।
২) আইটিআই এর পড়ুয়াদের ক্ষেত্রে : সরকারি ITI এ পড়লে পাশ মার্কস পেতে হবে এবং প্রাইভেট ITI তে পড়লে ছেলেদের ৪৫% ও মেয়েদের ৩৫% পেতে হবে।
৩) সাধারণ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের ক্ষেত্রে ছেলেদের নূন্যতম ৬০% ও মেয়েদের ৫৫% নম্বর পেতে হবে।
৪) ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য ছেলেদের নূন্যতম ৬৫% ও মেয়েদের নূন্যতম ৬০% নম্বর পেতে হবে।
৫) ডিপ্লোমা কোর্সে পঠনরত ছাত্রছাত্রীদের মধ্যে ছেলেদের অন্তত ৫৫% ও মেয়েদের অন্তত ৫০% নম্বর পেতে হবে।

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের আরও অন্যান্য শর্ত:-

১) পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে।
২) যাদের পরিবারে কেউ চাকরি করে তাদের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম হতে হবে।
৩) আবেদনকারীর বয়স ৩০ বছর পার হয়ে গেলে আর স্কলারশিপ দেওয়া হবে না।
৪) এক বছরের কম সময়কালের কোনো কোর্সের ক্ষেত্রে এই স্কলারশিপ দেওয়া হবে না।

সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদন করতে কী কী লাগবে?

১) আগের পরীক্ষার মার্কশীটের জেরক্স
২) উচ্চমাধ্যমিকের রেজাল্টের কপি
৩) বার্থ সার্টিফিকেট
৪) ইনকাম সার্টিফিকেট
৫) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)

কীভাবে সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদন করবেন?

এই স্কলারশিপের জন্য শুধুমাত্র অফলাইনে আবেদন করা যাবে। সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য অনলাইনে কোনোরকম আবেদন করা যায় না।

১) এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে
প্রথমে নীচের দেওয়া লিংকে ক্লিক করে সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য অফলাইন আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন।

ফর্ম – Link

২) এবার সেটিকে প্রিন্ট আউট করে নেবেন এবং আবেদন ফর্মটি ভালো করে ফিল আপ করে উপরোক্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দেবেন এবং তা মুখবন্ধ খামে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দেবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা – The Trustee, Sitaram Jindal Foundation,
Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073

আবেদনের সময়সীমা:-

এই স্কলারশিপে আবেদনের কোনো শেষ তারিখ নেই। নতুন কোর্সে ভর্তি হওয়ার পরে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, এই স্কলারশিপে আবেদন করার আগে সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো উপরে দেওয়া ফর্ম লিংকে গিয়ে ভালোভাবে পড়ে নেবেন। আবেদনপত্রগুলো যাচাই করার পরে উক্ত ফাউন্ডেশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে কাদেরকে এই স্কলারশিপ দেওয়া হবে।

অফিসিয়াল ওয়েবসাইট – www.sitaramjindalfoundation.org

স্কলারশিপ সংক্রান্ত এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Leave a Comment