ভ্যালেনটাইনস ডে এর আগে আজ ছুটির দিনে কলকাতায় ফের কমলো সোনার দাম (Gold Rate Today). পাশাপাশি কমলো রূপোর দামও। সোনা কিংবা রুপো ক্রেতা ও বিক্রেতাদের কাছে এটি এক দারুণ সুখবর। আজ সপ্তাহের শুরু অর্থাৎ রবিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, পৌষ মাস পেরিয়ে মাঘ মাস শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর অগ্রহায়ণের পর মাঘ মাস মানেই বাংলায় চলে বিয়ের মরশুম।
Gold Rate Today In West Bengal.
এই বিয়ের মরশুমে শাড়ির পাশাপাশি মানুষ প্রচুর পরিমাণে সোনার গয়না কিনে থাকে। পাশাপাশি, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি মাস শুরুর মুখে। আর, ফেব্রুয়ারি মাস মানেই যেন ভালোবাসার মরশুম। সামনেই রয়েছে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডে তে অনেকেই নিজের প্রিয় মানুষকে সোনার গহনা উপহার দিয়ে থাকেন (Gold Rate Today).
তবে বিগত বেশ কিছুদিন ধরে সোনার দাম বৃদ্ধি (Gold Rate Today) পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন সোনা ক্রেতা ও বিক্রেতা সকলেই। এরপর সোনার দাম (Gold Price) অবশ্য কিছুটা কমলেও আজ ফের সামান্য হেরফের হয়েছে সোনার দামে। আর আপনারা সোনা কেনার আগে সেই মুহূর্তের দাম সম্পর্কে জেনে নিয়ে তবেই কিনবেন। আজ GST এবং TCS বাদে কলকাতায় সোনার রেট।
Gold Rate Today In West Bengal.
1) ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৬২৯৫ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬২৯৫০ টাকা।
2) ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৬৩৩০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬৩৩০০ টাকা।
3) ২২ ক্যারেট হলমার্ক সোনার বাটের দাম (Hallmark Gold Rate Today) ১ গ্রামে ৬০২০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬০২০০ টাকা।
Gold Rate Today In Yesterday
1) গতকাল পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬২৮৫০ টাকা। আজ পাকা সোনার বাটের দাম ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬৩০০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম বেড়েছে ১৫০ টাকা।2) গতকাল খুচরো পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬৩১৫০ টাকা। আজ খুচরো পাকা সোনার বাট ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬৩৩০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম (Gold Rate Today) বেড়েছে ১৫০ টাকা।
গতকাল হলমার্ক সোনার গয়নার দাম ছিল ২২ ক্যারেট ১০ গ্রামে ৬০০৫০ টাকা। আজ হলমার্ক সোনার গয়নার দাম ২২ ক্যারেট ১০ গ্রামে ৬০২০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম বেড়েছে ১৫০ টাকা। উল্লেখ্য, ২৬ জানুয়ারি সোনার দাম (Gold Rate Today) কমেছিল ১০০ টাকা। আর এই সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানুন।
Silver Price Today
রুপোর দাম প্রতি কেজি বাটে ৭১৫০০ টাকা। খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে ৭১৬০০ টাকা। ২৭ জানুয়ারি, শনিবার অর্থাৎ গতকালের তুলনায় আজ কলকাতায় রূপোর দাম পরিবর্তনের পরিসংখ্যান। শনিবার রূপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৭১৪০০ টাকা। আজ রুপোর দাম প্রতি কেজি বাটে ৭১৫০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে রূপোর বাটের দাম বেড়েছে ১০০ টাকা।
শনিবার খুচরো রূপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৭১৫০০ টাকা। আজ খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে ৭১৬০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে খুচরো রুপোর বাটের দাম বেড়েছে ১০০ টাকা। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রুপোর বাটের দাম কমেছিল ৮৫০ টাকা। সব মিলিয়ে, ভ্যালেনটাইনস ডে এর আগে বিয়ের মরশুমে কমছে সোনা ও রূপোর দাম। তাই আজ রবিবার ছুটির দিনে সোনা কিংবা রুপোর বিক্রি ভালো হবে বলেই আশাবাদী বিক্রেতারা। পাশাপাশি ক্রেতারাও আগ্রহী স্বল্পদামে সোনা (Gold Rate Today) কিংবা রুপো কিনতে।
Written by Sampriti Bose.