Oasis Scholarship 2022: ওয়েসিস স্কলারশিপ ২০২২ -এর জন্য আবেদন করুন এবং পেয়ে যান সর্বোচ্চ ১২,০০০ টাকা অবধি

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য উপলব্ধ স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হল ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপ (Oasis Scholarship 2022) রাজ্য সরকার কর্তৃক দেওয়া হয়। প্রতিবছর বহু ছাত্রছাত্রী এই স্কলারশিপ পেয়ে থাকেন। ওয়েসিস স্কলারশিপের বিশেষত্ব হলো এই স্কলারশিপের টাকা একেবারে দেওয়া হয় না, বছরে দুই অর্ধে ওয়েসিস স্কলারশিপের মোট টাকা দেওয়া হয়। আজকের এই প্রতিবেদনে ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করবো।

ওয়েসিস স্কলারশিপ কী?

ওয়েসিস স্কলারশিপ রাজ্য সরকার কর্তৃক তপশীলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয়। স্কলারশিপটির দুটো ভাগ রয়েছে। যথা –
১) প্রি-ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপ (SC, ST ছাত্রছাত্রীদের জন্য)
২) পোস্ট ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপ (SC, ST ও OBC কাস্টের ছাত্রছাত্রীদের জন্য)
মূলত পিছিয়ে পড়া শ্রেণীর গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সাহায্য করাই এই স্কলারশিপের দেওয়ার প্রধান উদ্দেশ্য।

কারা কারা ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন?

প্রি ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপের জন্য :
১. SC / ST কাস্টের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য।
২. নবম – দশম শ্রেণীর পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়।
৩. পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।

পোস্ট ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপের জন্য :
১. SC / ST / OBC কাস্টের অন্তর্ভুক্ত হতে হবে।
২. একাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর বিভিন্ন কোর্সগুলোর জন্য এই স্কলারশিপ দেওয়া হয়।
৩. পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে।

ঘরে বসে আবেদন করুন নতুন রেশন কার্ডের জন্য, জেনে নিন পদ্ধতি

ওয়েসিস স্কলারশিপের মাধ্যমে কত টাকা করে দেওয়া হয়?

প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপের ক্ষেত্রে প্রদত্ত আর্থিক রাশির পরিমান ভিন্ন।

১) প্রি-ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপে

মাধ্যমে SC /ST শিক্ষার্থীদের বছরে ২,২৫০ টাকা দেওয়া হয়। হোস্টেলে যারা থাকেন তাঁরা বছরে ৮,৫০০ টাকা করে পাবেন।

২) পোস্ট ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপে

ক) একাদশ-দ্বাদশ / ITI / পলিটেকনিক কোর্সে পড়াশোনা করলে SC /ST ছাত্রছাত্রীদের বছরে ২,৩০০ টাকা ও OBC ছাত্রছাত্রীদের বার্ষিক ১,৬০০ টাকা করে দেওয়া হয়। (হোস্টেলে থেকে পড়লে বছরে ৭,৫০০ টাকা অবধি পাবেন)
খ) সাধারণ স্নাতক কোর্সে (যেমন – B.A, B.Sc, B.com ইত্যাদি) পড়াশোনা করা শিক্ষার্থীদের মধ্যে SC /ST -রা বার্ষিক ৩,০০০ টাকা এবং OBC পড়ুয়ারা বছরে ২,১০০ টাকা করে পাবেন। (হোস্টেলে থেকে পড়লে বার্ষিক ৭,৫০০ টাকা অবধি পাবেন)
গ) স্নাতকোত্তর কোর্স / B.Pharm / B.Nursing / L.L.B / হোটেল
ম্যানেজমেন্ট ইত্যাদি কোর্সে পড়াশোনা করলে SC / ST পড়ুয়ারা বছরে ৫,৩০০ টাকা এবং OBC ছাত্রছাত্রীরা বছরে ৩,৩৫০ টাকা করে পাবেন। (হোস্টেল পড়ুয়ারা বার্ষিক ৮,২০০ টাকা অবধি পাবেন)
ঘ) ইঞ্জিনিয়ারিং / মেডিক্যাল / B.Sc(Agri) / M.Phil / P.hd /
L.L.M এইসব কোর্সে ভর্তি হলে SC / ST শিক্ষার্থীরা বছরে ৫,৫০০ টাকা এবং OBC পড়ুয়ারা বছরে ৩,৫০০ টাকা করে পাবেন। (হোস্টেল পড়ুয়ারা বছরে ১২,০০০ টাকা অবধি করে পাবেন)

যুবশ্রী প্রকল্পে আবেদন করুন এবং পেয়ে যান প্রতি মাসে দেড় হাজার টাকা, বিস্তারিত জেনে নিন

ওয়েসিস স্কলারশিপে আবেদনের জন্য কী লাগবে?

১. আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি
২. জাতিগত শংসাপত্র (Caste Certificate)
৩. আগের পরীক্ষার মার্কশীট
৪. ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স
৫. Identification Proof ( পরিচয়ের প্রমাণপত্র ) – আপনি চাইলে আধার কার্ড / ভোটার কার্ড ইত্যাদি যে কোনো আইডেন্টিফিকেশন ডকুমেন্টের কপি।

কীভাবে ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করবেন?

প্রথমে ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট https://oasis.gov.in/ -এ যাবেন। তারপরে Student Registration -এ ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন করে নেবেন এবং তারপরে লগ ইন করে অনলাইনে আবেদনপত্র ফিল আপ করে Verify & Lock Application -এ ক্লিক করবেন।তারপরে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং আবেদনপত্রের সাথে উপরোক্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে বিডিও অফিসে জমা দিয়ে দেবেন।

আবেদনের সময়সীমা:-

২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ওয়েসিস স্কলারশিপের আবেদন ১০ ই মে, ২০২২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। তবে আবেদনের শেষ তারিখ এখনও অবধি ঘোষণা করা হয়নি।

স্কলারশিপ সংক্রান্ত এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Leave a Comment