এখন থেকে একাউন্টে টাকা না থাকলেও ৫ লাখ টাকা পর্যন্ত লোন (Personal Loan) পেয়ে যেতে পারেন গ্রাহকেরা। তাও আবার মাত্র ৫ মিনিটেই। শুনতে অবাক লাগলেও, এমনটাই বাস্তব। তবে, এর জন্য প্রয়োজন একটি নথির, আর সেটি হলো আধার কার্ড (Aadhaar Card Loan). দেশের অসংখ্য গ্রাহকদের জন্য এটি এক দারুণ সুখবর। বর্তমানে দেশে ধনী, দরিদ্র অনেক ধরনের মানুষই বসবাস করে থাকেন।
Get Personal Loan In Just 5 Minutes Aadhaar Card.
তবে, কখনো সকলের ক্ষেত্রেই এমন পরিস্থিতি এসে যায় যখন পার্সোনাল লোন বা ব্যাক্তিগত ঋণ (Personal Loan) নেওয়ার প্রয়োজন হয় সকলের। মূলত রোজগার করলেও অনেককেই টাকা ধার করতে হয় নানা প্রয়োজনে। সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন অনেকে। কিন্তু এই লোন (Personal Loan) নেওয়ার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে যা সম্পন্ন করতে খানিকটা সময় লেগে যায় গ্রাহকদের।
কিন্তু হঠাৎ যদি এমন কোনো পরিস্থিতি আসে যখন গ্রাহকদের জরুরী ভিত্তিতে টাকা প্রয়োজন, তখন লোন পাবার ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে হয় গ্রাহকদের। তবে, এবার থেকে গ্রাহকদের ইমার্জেন্সি অর্থের প্রয়োজন হলে কেবল মাত্র আধার কার্ড দেখিয়েই ব্যক্তিগত লোন (SBI Personal Loan) পেয়ে যাবেন তারা। মাত্র ৫ মিনিটে এই লোন স্যাংশন হয়ে যাবে। বর্তমানে ভারতের সমস্ত নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card Personal Loan) অত্যন্ত প্রয়োজনীয় এক নথি।
ব্যাংক একাউন্ট থেকে শুরু করে রেশন সব ক্ষেত্রেই আধার লিঙ্ক এখন বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এখন যদি ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত থাকে, তবে তিনি পাঁচ মিনিটের মধ্যে যে কোনো ধরনের লোন (Personal Loan) ব্যাংক থেকে পেতে পারেন। এই লোন একদম সহজ শর্ত এবং কম সুদে দেওয়া হবে। একে কনজিউমার লোন বা গ্রাহক ঋণও বলা হয়ে থাকে যা বিভিন্ন কারণে ব্যক্তিগত প্রয়োজন মেটাতে কেউ নিয়ে থাকে।
Personal Loan Apply Criteria
1) ব্যাংক থেকে আধার কার্ডের মাধ্যমে লোন নিতে গেলে প্রথমে একজন গ্রাহকের বয়স হতে হবে ২১ বছরের বেশি।
2) যাদের ব্যাংকের সঙ্গে আধার নম্বর সংযুক্ত নেই তারা এই ধরনের সুবিধা পাবেন না।
3) আধার ও প্যান কার্ড প্রয়োজনীয় নথি হিসেবে অবশ্যই সঙ্গে রাখতে হবে।
4) পূর্বে নেওয়া কোনো লোন যদি এখনো গ্রাহক শোধ না করে থাকেন তবে এই আধার লোন (Aadhaar Loan) পাবেন না।
5) এই লোন নেওয়ার জন্য ঋণগ্রহীতার সিবিল স্কোর (Civil Score For Personal Loan) ৭৫০ এর বেশি হতে হবে।
Personal Loan Interest Rate In Banks
1) State Bank Of India এর ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার ১১.১৫% থেকে ১৫.৩০%।
2) HDFC এর ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার ১০.৫০% থেকে ১৫.৫০%।
3) Axis Bank এর ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার ০.৪৯% থেকে ১৫.৫০%।
4) Punjab National Bank এর ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার ১০.৪০% থেকে ১৭.৯৫%।
5) Bandhan Bank এর ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার ১১.৫৫% থেকে ১৫.৭৫%।
Personal Loan Apply Important Documents
1) Passport, Voter ID Card, Driving License, Aadhaar Card.
2) ঠিকানার প্রমাণ হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড।
3) আগের ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট, দুটি সর্বশেষ বেতন স্লিপ।
ব্যক্তিগত লোনের (Personal Loan) জন্য আবেদন অনলাইন অফলাইনে দুভাবেই করা যায়। অফলাইনে আবেদনের ক্ষেত্রে গ্রাহকদের যে ব্যাংকে একাউন্ট রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। যদি তার যোগ্যতা থাকে তবে ব্যাংকের তরফ থেকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম নিজের হাতে পূরণ করে তার সঙ্গে উপযুক্ত নথিপত্র সহকারে তাকে জমা দিয়ে দিতে হবে এবং সবশেষে বর্তমানে তারিখের বেতন শংসাপত্র সহ সর্বশেষ ফর্ম 16 শেষ ব্যবহারের প্রমাণসহ জমা করে দিতে হবে। এরপরই গ্রাহকের লোন স্যাংশন হয়ে যাবে।
Personal Loan Online Apply Process
1) প্রথমেই ভিজিট করতে হবে উক্ত নির্দিষ্ট যেকোনো একটি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে।
2) ওয়েবসাইটে এসে নিজের মোবাইল নম্বর বসাতে হবে গ্রাহকদের।
3) ফোনে পাওয়া ওটিপি এন্টার করে লগ ইন বাটনে ক্লিক করতে হবে।
4) লগ ইন হওয়ার পর হোম পেজ খুলবে। এখানে ‘Personal Loan’ অপশনে ক্লিক করতে হবে।
5) এরপর লোনের জন্য আবেদন ফর্ম আসবে। যেখানে নির্দিষ্ট কিছু তথ্য যেমন আবেদনকারীর নাম, ঠিকানা, আধার ও প্যান নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর সহ আরো বেশ কিছু তথ্য এন্টার করতে হবে। কত টাকা Personal Loan নিতে চান সেটাও উল্লেখ করতে হবে।
6) তারপর সাবমিট বাটনে ক্লিক করলে পরের পেজ খুলে যাবে। এখানে আবেদনকারীর আধার ও প্যান কার্ডের ডিটেলস যাচাই করণ হবে। প্রক্রিয়াকরণ শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে।
আপনার টাকার দরকার আছে? আধার কার্ড থাকলেই পাবেন। টাকা চাওয়ার দিন শেষ!
7) ব্যাংক যদি তাকে লোন পাওয়ার যোগ্য মনে করে, তবে তার ফোনে একটি এসএমএস পাঠানো হবে। এর মাধ্যমে তিনি ব্যাংক মারফত লোন পাওয়ার Confirmation পাবেন। এইভাবে এখন থেকে নিজেদের প্রয়োজনে কেবলমাত্র আধার কার্ড ব্যবহার করে ব্যক্তিগত লোন (Personal Loan) নিতে পারেন গ্রাহকেরা। আর খুবই কম সময়ের মধ্যে আপনারা এই লোন (Loan) পেয়ে যাবেন।
Written by Sampriti Bose.
দেশের 40 কোটি জনগণকে টাকা দেবে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে আবেদন করুন।