লোকসভা নির্বাচনের আগে এবার মাস্টার স্ট্রোক মোদী সরকারের। নতুন প্রকল্প Ayushman Bharat Card এর অধীনে ৫ লাখ টাকা করে পেতে চলেছেন সকলে। শুনতে অবাক লাগলেও, এমনটাই বাস্তব। তবে, এই ৫ লাখ টাকার জন্য প্রয়োজন আয়ুষ্মান ভারত কার্ড নামক একটি বিশেষ নথি। দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে চালু করা বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা প্রকল্পটি (PMJAY) অন্যতম জনপ্রিয়।
Ayushman Bharat Card Online Apply Process.
২০১৮ সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হয় এই স্কিম। এর আগে এই স্কিমের নাম ছিল ন্যাশনাল হেলথ প্রোটেকশান স্কিম বা এনএইচপিএস। পরে এর নাম হয় রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা। যেটি চালু হয়েছিল ২০০৮ সালে। পরে ২০১৮ সালে এর নাম বদলে প্রধানমন্ত্রী রাখেন আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা (Ayushman Bharat Card). এটি বিশ্বের সবচেয়ে বড় হেলথ ইনস্যুরেন্স স্কিম গুলির মধ্যে একটি।
এই প্রকল্পের অধীনে দেশের যে কোনো হাসপাতালে ভর্তি থেকে শুরু করে ডায়াগনস্টিক টেস্ট, ওষুধ পত্রের খরচা, অপারেশনের খরচা, ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় সাধারণ মানুষকে আয়ুষ্মান ভারত কার্ডের (Ayushman Bharat Card) মাধ্যমে। গ্রাম এবং শহর উভয় এলাকাতেই দারিদ্র সীমা এবং পেশার উপর ভিত্তি করে নির্বাচন করা হয় সুবিধাভোগীদের।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশের ৫০ কোটিরও বেশি মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ৪০% এই সব সুবিধাভোগীদের তালিকায় আছেন। কিন্তু এখনো পর্যন্ত দেশের অনেক মানুষই এই আয়ুষ্মান ভারত কার্ডের সম্পর্কে জানেন না। তাই সেই সকল মানুষদের জন্য আয়ুষ্মান ভারত কার্ডের (Ayushman Bharat Card) বিষয়ে বিস্তারিত নিম্নরূপ।
Ayushman Bharat Card Benefits
1) প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা প্রকল্পের (Ayushman Bharat Card) সুবিধা ভোগীদের দুটি কার্ড দেওয়া হয়। একটি গোল্ডেন কার্ড, আর একটি থাকে ডিজিটাল হেলথ কার্ড (Digital Health Card). গোল্ডেন কার্ড (Golden Health Card) দেয় বিমার সুবিধা আর হেলথ কার্ড (PMJAY Health Card) দেয় চিকিৎসার জন্য খরচাপাতির সুবিধা।
2) হেলথ কার্ড দেখিয়ে এই প্রকল্প থেকে আবেদনকারীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন চিকিৎসা ক্ষেত্রে। যার মধ্যে 3 দিন পর্যন্ত প্রি-হসপিটালাইজেশান এবং 15 দিন পর্যন্ত পোস্ট হসপিটালাইজেশান, ওষুধ খরচা, শারীরিক পরীক্ষা নিরীক্ষা, অপারেশনের খরচা সব কিছুই ধরা থাকে (Ayushman Bharat Card).
3) এই Ayushman Bharat Card দেশের যে কোনো প্রান্তের হসপিটালে সুবিধা দেওয়ার জন্য গ্রাহ্য করা হয়।
4) এই স্কিমের অধীনে তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য ক্যাশলেস হেলথ ইনস্যুরেন্স সহ পেপারলেস সুবিধা উপলব্ধ। পরিবার, বয়স বা লিঙ্গের আকারের উপর ভিত্তি করে কোনও সীমাবদ্ধতা নেই।
5) এই প্রকল্পের আওতায় আবেদন করলে কোনো রকম ওয়েটিং পিরিয়ড ছাড়াই অর্থ প্রদান করে সরকার।
6) সাথে থাকে ডে কেয়ার পরিষেবার সুবিধাও।
Ayushman Bharat Card Online Apply Process
1) সেই সমস্ত পরিবার যেখানে ১৬ থেকে ৫৯ বছর বয়সের কোনো পুরুষ বা অন্যান্য প্রাপ্ত বয়স্ক সদস্য নেই।
2) সেই সমস্ত পরিবার যেখানে এমন কোনো প্রাপ্ত বয়স্ক সদস্য নেই যিনি শারীরিকভাবে সক্ষম।
3) সেই সমস্ত পরিবার যারা তফসিল জাতি এবং জনজাতির অন্তর্ভুক্ত।
4) সেই সমস্ত জমি জায়গা হীন পরিবার যারা কায়িক পরিশ্রমের দ্বারা সামান্য অর্থ উপার্জন করে থাকেন।
রেশন কার্ড গ্রাহকদের মুখে হাসি ফুটল। বদলে গেল পুরনো নিয়ম। সরকারের বড় সিদ্ধান্ত।
5) বাড়িঘর হীন, ভগ্ন প্রায় ঘরে বসবাসকারী, চরম দরিদ্র এবং মেথর হিসেবে কাজ করা পরিবার গুলি।
6) এছাড়াও যারা বর্তমানে আইনতভাবে সশ্রম কারাদণ্ডে রয়েছেন সেই সমস্ত সদস্যের পরিবাররাও আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাওয়ার যোগ্য। যে সকল ব্যক্তিরা উক্ত ক্যাটাগরির অন্তর্ভুক্ত তাদের অতি দ্রুত আয়ুষ্মান ভারত কার্ডের (Ayushman Bharat Card) সুবিধা গ্রহণ করার জন্য আবেদন করা উচিত।
Written by Sampriti Bose.
20 কোটি মানুষকে প্রতিমাসে 3000 টাকা দেবে কেন্দ্র সরকার। এই মাসে আবেদন করলে ভোটের আগে টাকা পাবেন।