দেশের অসংখ্য বিনিয়োগকারীদের জন্য এবার বড়ো সুবিধা নিয়ে এলো পোস্ট অফিস (Post Office Savings Account). পোস্ট অফিসের বিশেষ স্কিমে অর্থ বিনিয়োগ করলে প্রচুর পরিমাণে অর্থ রিটার্ন পেতে পারেন গ্রাহকেরা। বর্তমানে ভবিষ্যত সুরক্ষিত করতে সবাই অর্থ সঞ্চয় করেন। আর সেই কারণে ব্যাংক, এলআইসি থেকে বিভিন্ন সেভিংস একাউন্টে সকলেই টাকা সঞ্চয় করতে থাকেন।
Post Office Savings Account 2024.
বেশিরভাগ মানুষ টাকা সঞ্চয়ের জন্য পোস্ট অফিসের (Post Office Savings Account) ওপর ভরসা করেন। যারা ব্যক্তিগতভাবে বিনিয়োগ করতে চান, তাদের জন্য পোস্ট অফিসের সেভিংস একাউন্ট স্কিম অন্যতম। এর থেকে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। বিশেষত এই স্কিমটি গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য খুবই সুবিধাজনক। আর এই স্কিমে টাকা জমানোও সকলের জন্য নিরাপদ।
এমন অনেক জায়গা রয়েছে যেখানে ব্যাংকিং পরিষেবা পাওয়া দুর্লভ, তবে সেখানে এই পোস্ট অফিস সেভিংস একাউন্ট অত্যন্ত কার্যকর। তবে, পোস্ট অফিস সেভিংস একাউন্ট স্কিম (Post Office Savings Account) খোলার কিছু শর্ত রয়েছে। আর এই Post Office Savings Account সম্পর্কে আপনাদের কিছু বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হল।
Post Office Savings Account Benefits
1) এই একাউন্টটি বছরের যে কোনো সময় বন্ধ করে দিতে পারেন বিনিয়োগকারীরা।
2) প্রয়োজন হলে একাউন্টের টাকা সম্পূর্ণ বা আংশিক তুলেও নেওয়া যেতে পারে।
3) বিনিয়োগকারীরা তার সিঙ্গেল একাউন্টকে যেকোনো সময়ে জয়েন্ট একাউন্টে রূপান্তরিত করতে পারেন।
4) আবার বিনিয়োগকারী একটি পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে তার এই সেভিংস একাউন্টটি স্থানান্তরিত করতে পারেন সহজেই।
5) এই Post Office Savings Account এটিএমের মাধ্যমে লেনদেন করা যায় এবং চেক থেকে ডেবিট কার্ড সব পরিষেবাই পাওয়া যায়।
6) এই একাউন্টের ক্ষেত্রে সুদের হার চার শতাংশ।
7) ই ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর সুবিধা পাওয়া যায়।
8) অটল পেনশন যোজনা এর সুবিধা পাওয়া যাবে।
9) প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এর সুবিধা পাওয়া যাবে।
10) প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এর সুবিধা পাওয়া যাবে।
Post Office Savings Account Open Criteria
1) পোস্ট অফিস সেভিংস একাউন্ট স্কিমটি খোলা হয় শুধুমাত্র নগদ টাকা বিনিয়োগ করে।
2) কোনো নাবালকের নামেও এই একাউন্ট খোলা যেতে পারে। মূলত ১০ বছরের বেশি বয়সী যে কেউ এই একাউন্টটি খুলতে পারে।
3) পোস্ট অফিস সেভিংস একাউন্ট এককভাবেও অর্থাৎ সিঙ্গেল একাউন্ট হিসেবেও খোলা যেতে পারে, আবার ২ কিংবা ৩ জন প্রাপ্তবয়স্ক একসঙ্গেও এই একাউন্ট খুলতে পারেন অনায়াসেই।
4) আর এই Post Office Savings Account সচল রাখতে গেলে তিন বছরে অন্তত একবার লেনদেন করতে হয়।
Post Office Savings Account Open Documents
1) আধার কার্ড।
2) বিনিয়োগকারীর নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি।
3) রেশন কার্ড।
4) পাসপোর্ট অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজের দেওয়া পরিচয়পত্র।
1 ও 10 টাকার কয়েন বাতিল? আপনার কাছে আছে? RBI এর এই নির্দেশ দেখুন।
পোস্ট অফিসে সেভিংস স্কিমে একাউন্ট খোলার জন্য আবেদনকারীকে নিকটবর্তী পোস্ট অফিস এর ফর্ম নিয়ে তা পূরণ করে ৫০০ টাকা জমা দিয়ে এই একাউন্ট খোলা যেতে পারে। এক্ষেত্রে উল্লেখ্য, এর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি ও অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে গ্রাহকদের।
Written by Sampriti Bose.
ভুলে যান Fixed Deposit. এবার থেকে সেভিংস একাউন্টেই পাবেন 8.05% সুদ।