Loan On Aadhaar Card – 50 হাজার টাকা পাবেন আধার কার্ড থাকলে। আপনি কিসের অপেক্ষা করছেন?

এখন থেকে ৫০০০০ টাকা পর্যন্ত লোন (Loan On Aadhaar Card) পেতে চলেছেন দেশের অসংখ্য গ্রাহক। তার জন্য প্রয়োজন কেবল একটি মাত্র আধার কার্ডের। শুনতে অবাক লাগলেও এমনটাই বাস্তব। তবে, এরজন্য অবশ্যই মেনে চলতে হবে বেশকিছু পদক্ষেপ। দেশের প্রায় প্রতিটি মানুষেরই বিভিন্ন সময়ে জরুরি প্রয়োজনে টাকার প্রয়োজন হয়। এমন জরুরি প্রয়োজনে আধার কার্ডের মাধ্যমে ৫০০০০ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে।

50 Thousand Instant Loan On Aadhaar Card.

বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষের কাছেই আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। তবে, সাধারণত এতদিন পর্যন্ত একটি ব্যক্তিগত লোন (Loan On Aadhaar Card) পাওয়ার জন্য বিভিন্ন নথি প্রদান করতে হতো গ্রাহকদের। কিন্তু, এখন থেকে সহজেই একটি লোন পেতে ব্যাংকের সঙ্গে নিজেদের পরিচয়ের প্রমাণ হিসাবে একটি আধার কার্ড ব্যবহার করা যেতে পারে।

আধার কার্ড লোনের ক্ষেত্রে ব্যাংক এবং অনলাইন ঋণদাতারা কেওয়াইসি, পরিচয় এবং ঠিকানার প্রমাণের একক নথি হিসাবে আধার কার্ডকে গ্রহণ করছে। একটি আধার কার্ডের মাধ্যমে ৫০০০০ টাকা লোন (Loan On Aadhaar Card) পাওয়ার জন্য আবেদনকারীকে যে শর্ত গুলি পূরণ করতে হবে। আর এই সকল পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে সকলেই এই সুবিধা পেতে পারবেন।

Loan On Aadhaar Card Apply Criteria

1) আবেদনকারীকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে।
2) তাঁকে অবশ্যই একজন বেতনভোগী কর্মচারী বা একজন স্ব নিযুক্ত ব্যক্তি হতে হবে।
3) ঋণগ্রহীতাকে অবশ্যই ঋণদাতা কর্তৃক নির্ধারিত বয়স এবং ন্যূনতম বেতনের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

Loan On Aadhaar Card Apply Documents

1) আধার কার্ড।
2) ঠিকানার প্রমাণপত্র।
3) প্যান কার্ড।
4) আয়ের প্রমাণ।
5) ব্যাংক নথি।
6) পাসপোর্ট সাইজের ছবি।

Loan On Aadhaar Card Benefits

1) প্রার্থীর যোগ্যতার উপর ভিত্তি করে, ঋণগ্রহীতারা ৫০০০ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত যে কোনও পরিমাণ পেতে পারেন।
2) এই Loan On Aadhaar Card সুদের হার সাশ্রয়ী সুদের হার প্রতি মাসে মাত্র ১.৩৩% থেকে শুরু হয়।
3) একবার অনুমোদন হয়ে গেলে, কয়েক মিনিটের মধ্যে ব্যাংক একাউন্টে লোনের টাকা জমা হয়ে যাবে।

SBI E Mudra Loan (স্টেট ব্যাংক ই মুদ্রা লোন)

Loan On Aadhaar Card Apply Process

1) নিজেদের যোগ্যতা পরীক্ষা করতে হবে – এটি মাত্র ২ মিনিট সময় নেয় এবং লোনের পরিমাণের জন্য যোগ্য তা জানতে দেয়।
2) নিজেদের পরিকল্পনা সিলেক্ট করতে হবে – নিজেদের যোগ্যতার উপর ভিত্তি করে, আর্থিক প্রয়োজন অনুসারে লোন পরিশোধের পরিকল্পনা চয়ন করতে হবে।

1 ও 10 টাকার কয়েন বাতিল? আপনার কাছে আছে? RBI এর এই নির্দেশ দেখুন।

3) নথি আপলোড করতে হবে – ঋণগ্রহীতারা সহজভাবে প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করতে পারেন।
4) অনুমোদন এবং বিতরণ – একবার নথি যাচাই করা হয়ে গেলে এবং ঋণ চুক্তি জমা দেওয়া হলে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ঋণের পরিমাণ এসে যায়। এইভাবে উক্ত পদ্ধতি অবলম্বন করে অতি দ্রুত এই লোন গ্রহণের জন্য আবেদন করতে পারেন ইচ্ছুক ব্যক্তিরা।
Written by Sampriti Bose

5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?

Leave a Comment