লোকসভা নির্বাচনের মাঝেই রাজ্যের মানুষদের জন্য এসে গেল বড়ো সুখবর (Samudra Sathi Scheme). মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) প্রচেষ্টায় চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্যের মৎস্যজীবীদের জন্য চালু হলো সমুদ্র সাথী প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) তরফে ২০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।
How To Apply On West Bengal Samudra Sathi Scheme.
পশ্চিমবঙ্গে মাছ ধরা অনেকের জীবিকার একটি অত্যাবশ্যক উৎস। তবে, ১৫ এপ্রিল থেকে ১৪ জুন টানা ৬১ দিন পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকে মৎস্যজীবীদের। এই সময় মাছ ধরতে যেতে পারেন না মৎস্যজীবীরা। ফলে নানা রকম সমস্যায় পড়তে হয় তাঁদের। সেই সমস্যার সমাধানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা হয়েছে সমুদ্র সাথী প্রকল্প (Samudra Sathi Scheme).
সমুদ্র সাথী প্রকল্প (Samudra Sathi Scheme) চ্যালেঞ্জিং সময়ে আশার আলো দেখাবে মৎস্যজীবীদের৷ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে চালু করা। এই উদ্যোগটি রাজ্যের নাগরিকদের, বিশেষ করে জেলে সম্প্রদায়ের কল্যাণে সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেয়। মাছ ধরার নিষেধাজ্ঞার মাসে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে, এই প্রকল্পের লক্ষ্য হল জেলেদের এবং তাঁদের পরিবারের ভরণপোষণ নিশ্চিত করা।
Who Will Get Samudra Sathi Scheme Benefit?
এই প্রকল্প অনুযায়ী, যে সমস্ত সামুদ্রিক মৎস্যজীবী, নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না, জীবন ধারণের সাহায্যে জন্য তাঁদের মাথাপিছু মাসে ৫০০০ টাকা করে সাহায্য দেওয়া হবে। এই সাহায্য পাওয়া যাবে দুমাসের জন্য। চলতি বছরের বাজেট পেশ করার সময়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের এই সময়ে সময়ে সমস্যার মধ্যে পড়তে হয়। তাই ওই তিন জেলার মৎস্যজীবীদের এই দুমাসের জন্য বিশেষ ভাতা (Samudra Sathi Scheme Allowance) দেওয়া হবে।
Samudra Sathi Scheme Apply Criteria
1) সমুদ্র সাথী প্রকল্পর সুবিধা পাওয়ার জন্য আবেদন কারীর বয়স ২১ বছরের বেশি হতে হবে।
2) এছাড়াও একটি পরিবার থেকে মাত্র একজন এই সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন।
3) আবেদনকারী মৎস্যজীবীদের পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা এই তিনটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
Samudra Sathi Scheme Apply Important Documents
1) সমুদ্র সাথী প্রকল্পর সুবিধা জন্য যারা আবেদন করবেন তাদেরকে ফর্মের সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক একাউন্টের তথ্য দিতে হবে।
2) অবশ্যই দিতে হবে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড।
3) আবেদনকারী মৎস্যজীবীর অবশ্যই মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে এবং সেই কার্ডে উল্লেখ থাকতে হবে মৎস্যজীবীটির পেশা একজন সামুদ্রিক মৎস্যজীবী।
4) কেবলমাত্র সামুদ্রিক মৎস্যজীবীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
Samudra Sathi Scheme Benefits
1) দুই মাসের জন্য প্রতি মাসে 5000 টাকা আর্থিক সহায়তা, অর্থাৎ সুবিধাভোগী প্রতি মোট 10,000 টাকা বরাদ্দ।
2) বাস্তবায়নের জন্য 200 কোটি টাকার বাজেট বরাদ্দ।
3) প্রতি জেলায় 2 লক্ষ নিবন্ধিত জেলেকে টার্গেট করা হচ্ছে।
4) এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মাছ ধরার নিষেধাজ্ঞার সময় এই ত্রাণ প্রদান করা হয়।
Samudra Sathi Scheme Online Apply Process
1) অফিসিয়াল ওয়েবসাইটে যান: সমুদ্র সাথী প্রকল্পের জন্য মনোনীত ওয়েবসাইটে যেতে হবে।
2) এরপর ‘Apply Here’ বিকল্পটিতে ক্লিক করতে হবে।
3) সঠিক বিবরণ সহ ডিজিটাল অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে।
4) নির্দেশিত প্রয়োজনীয় নথি যেমন আইডি প্রমাণ এবং নিবন্ধন নথি আপলোড করতে হবে।
50 টাকা বিনিয়োগে 35 লাখ টাকা রিটার্ন। নতুন স্কিম নিয়ে হাজির পোস্ট অফিস।
5) নির্ভুলতার জন্য সমস্ত বিবরণ দুইবার চেক করতে হবে।
6) সর্বশেষে আবেদন পাঠাতে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে। উক্ত শর্তাবলী গুলি কার্যকর হলে তবেই সমুদ্র সাথী প্রকল্পের (Samudra Sathi Scheme) জন্য আবেদন করতে পারবেন মৎস্যজীবীরা। তাহলে এই প্রকল্পে শুধুমাত্র মৎস্যজীবীদের সুবিধা হতে চলেছে বলে বোঝাই যাচ্ছে।
Written by Sampriti Bose.
সরকারি চাকরি ছাড়াই প্রতিমাসে 1 লাখ টাকা পেনশন পাবেন, শুধুমাত্র এইভাবে সঞ্চয় করুন।