স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকটিভ না থাকলে পাবেন না ফ্রি চিকিৎসা! চেক করুন আজই

আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাকটিভ রয়েছে তো? যদি আপনার কার্ডটি সচল না থাকে তাহলে সম্ভবত আর বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন না। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিবারকে বার্ষিক ৫ লক্ষ টাকা অবধি স্বাস্থ্যবীমা প্রদান করা হয়। তাই স্পষ্টতই স্বাস্থ্যসাথী কার্ডটি সচল না থাকলে আপনি সমস্যায় পড়তে পারেন। তবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাকটিভ রয়েছে কিনা তা মাত্র ১ মিনিটেই জেনে নিতে পারবেন। নীচে সেই পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করা হলো।

বাড়িতে বসে অনলাইনে ভোটার কার্ডের ভুল সংশোধন করুন, জেনে নিন পদ্ধতি

কীভাবে চেক করবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ড সচল রয়েছে কিনা?

১. প্রথমে স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট swasthyasathi.gov.in -এ যাবেন।
২. এরপরে মেনু বারে গিয়ে Card Verification অপশনে ক্লিক করবেন।
৩. তারপরে নিজের রাজ্য (পশ্চিমবঙ্গ), জেলা ও ১৭ ডিজিটের URN নম্বরটি (স্বাস্থ্যসাথী কার্ডে যে নম্বরটি লেখা আছে) লিখে SUBMIT অপশনে ক্লিক করবেন।
৪. এবার আপনার স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত কিছু তথ্য স্ক্রিনে দেখতে পাবেন। Card Status -এ যদি Active লেখা থাকে তাহলে ভাববেন আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডটি সচল রয়েছে।

অফিসিয়াল ওয়েবসাইট – LINK

এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Leave a Comment