পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) লক্ষ্মীর ভান্ডারকে (Lakshmir Bhandar) টেক্কা দিতে এবার নতুন প্রকল্প (Atal Pension Yojana) নিয়ে এলো কেন্দ্রীয় সরকার (Central Government). জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পের (Government Scheme) দ্বারা প্রতিমাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে। তবে এর শুধু দেশের মহিলারা নন নারী পুরুষ উভয়েই প্রতিমাসে পাবেন ৫০০০ টাকা।
Atal Pension Yojana Give Money Per Month as Like Lakshmir Bhandar.
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) নিয়ে গর্বের শেষ নেই মুখ্যমন্ত্রীর। ২০২১ সালের বিধানসভা ভোটে জয়ী হয়ে রাজ্যে টানা তৃতীয়বার সরকার গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee). তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই তিনি সবচেয়ে উল্লেখ যোগ্য যে কাজটি করেন তা হল বাংলার মা বোনেদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করা।
লক্ষ্মীর ভাণ্ডারের মত নতুন প্রকল্প!
বস্তুত লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar Allowance) প্রতিশ্রুতির উপর ভর করেই তৃতীয়বার বিপুল সাফল্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে ফিরেছেন, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।বর্তমানে রাজ্যের ২ কোটিরও বেশি মহিলা প্রতি মাসে এই প্রকল্পে সরকারের কাছ থেকে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত অনুদান পাচ্ছেন।
অটল পেনশন যোজনা
তবে সম্প্রতি সেই টাকার পরিমাণ বাড়িয়ে সাধারণ শ্রেণির মহিলাদের ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের ১২০০ টাকা করে দেবার কথা ঘোষণা করা হয়েছে। তবে কেন্দ্র হোক অথবা রাজ্য, প্রত্যেক সরকারই নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালু করে থাকে। কখনো কখনো আবার এই সকল সরকারি প্রকল্প (Atal Pension Yojana) নিয়ে রীতিমতো রাজ্য ও কেন্দ্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলতে দেখা যায়।
5000 টাকা পেনশন প্রতিমাসে
এবারও হতে চলেছে এমনটাই। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে টেক্কা দিতে এবার কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে নতুন প্রকল্প। তবে, বাড়ির মহিলাদের টাকা পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং কেন্দ্র সরকারের নতুন প্রকল্পটির (Atal Pension Yojana) মধ্যে কিন্তু বেশ কিছু ফারাকও রয়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ২৫ বছর বয়স থেকেই মহিলাদের টাকা দেওয়া হয় এবং এই টাকা পাওয়ার জন্য কোন বিনিয়োগ করতে হয় না।
কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প
আর কেন্দ্রের যে প্রকল্পটির কথা বলা হচ্ছে সেই প্রকল্পে টাকা পাওয়া যাবে ৬০ বছরের পর থেকে। পাশাপাশি, কর্মরত অবস্থায় কেন্দ্রের ওই প্রকল্পের জন্য বিনিয়োগ করতে হয় উপভোক্তাদের। যদিও সেই বিনিয়োগ একেবারেই ন্যূনতম। যারা এই প্রকল্পের বিনিয়োগ করেন তারা প্রত্যেকেই ৬০ বছর বয়স থেকে এমন পেনশন (APY Pension Scheme) পেতে শুরু করেন।
কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পটির কথা বলা হচ্ছে সেই প্রকল্পটির নাম হল Atal Pension Yojana. এই প্রকল্পে প্রতিদিন মাত্র ৭ টাকা অর্থাৎ মাসে ২১০ টাকা জমিয়ে ৬০ বছর বয়স হলেই প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পাওয়া যেতে পারে। ১৮ বছর বয়স থেকে যদি প্রতি মাসে ২১০ টাকা করে জমানো শুরু করা হয় তাহলেই ৬০ বছর বয়স হলে কোন রকম বিনিয়োগ অথবা কাজকর্ম না করেই প্রতি মাসে ৫০০০ টাকা পাওয়া যাবে।
কেন্দ্র সরকারের তরফ থেকে ২০১৫-১৬ অর্থবর্ষে এই প্রকল্প চালু করা হয়েছিল। যে প্রকল্প এখনও ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে চলছে। এই প্রকল্পে যারা নিজেদের নাম নথিভুক্ত করতে চান তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। এই প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে কেবল মাত্র পেনশন পাওয়া যাবে তা নয়, এর পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা।
অল্প সময়ে টাকা ডবল! এসবিআই-র এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেই
যেমন এই প্রকল্পে বিনিয়োগ করা হলে দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচানো যেতে পারে 80C নিয়মের অধীনে। ইতিমধ্যেই দেশের অসংখ্য মানুষদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় উঠেছে কেন্দ্রীয় সরকারের এই Atal Pension Yojana প্রকল্প। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written By Sampriti Bose.