Holiday : পশ্চিমবঙ্গে আবার 5 দিন ছুটি! গরমের ছুটির পর ফের খুশি সকলে

ছুটি (Holiday) এই কথাটা শুনলে আমরা সকলেই খুবই খুশি হয়ে থাকি। আর কিছু দিন আগে পশ্চিমবঙ্গের সকল স্কুলে টানা ২ মাস মত গরমের ছুটি (Summer Vacation) দেওয়া হয়েছিল। যাতে সেই তীব্র গরম ও তাপপ্রবাহের জন্য নিষ্পাপ শিশুদের কোন ধরণের সমস্যার সম্মুখীন না হতে হয় এবং তাদের স্বাস্থ্য রক্ষা করা যায়। কিন্তু এই ছুটি রাজ্যের সকল সরকারি কর্মীদের জন্য ছিল না।

Long Holiday in West Bengal for Independence Day 2024.

কিন্তু এবারে ফের একবারের জন্য টানা ছুটি (Holiday) পেতে চলেছেন সকল রাজ্য সরকারি কর্মী ও স্কুলের সকল পড়ুয়া ও শিক্ষক ও শিক্ষা কর্মীরা। আর এই সুযোগে বাঙালির প্রাণের দিঘা (Digha), পুরী (Puri), দার্জিলিং (Darjeeling) যে কোন একটি জায়গায় কয়েক দিনের জন্য ঘুরেও আসতে পারবেন। তাহলে এই ছুটি সম্পর্কে এক ঝলকে সম্পূর্ণ তথ্য জেনে নিন।

পশ্চিমবঙ্গে আবার টানা ছুটি!

গরমের ছুটি না পাওয়ায় অসন্তোষ দেখা দিয়েছিল রাজ্য সরকারের কর্মীদের একাংশের মধ্যে। এবার সেই অসন্তোষ মিটতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employees). এবার সরকারি অফিসও বন্ধ থাকবে টানা কয়েক দিন (Holiday List 2024). ফলে সরকারি কর্মচারীদের ঘুরতে যাবার দিন এবার আসতে চলেছে বলা যায়। আসলে হাতে আর মাত্র কিছু দিন। তারপরেই জুলাই মাস পেরিয়ে পড়বে আগস্ট মাস।

স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ছুটি

আর আগস্ট মাসের একদম মাঝে মানে ১৫ ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস (76th Independence Day). ওই দিন স্কুল, কলেজ তো দূরের কথা সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও ছুটি থাকবে। আর এই স্বাধীনতা দিবসের দিন থেকেই টানা ছুটি কাটাতে পারবেন সকলেই। এই সময়টায় পুরো দুর্গাপুজোর (Durga Puja Holiday). মতো ছুটি পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। আসলে এবার ১৫ ই আগস্ট মানে স্বাধীনতা দিবস বৃহস্পতিবার।

PM SVANidhi (পিএম স্বানিধি স্কিম লোন স্কিম)

টানা ৫ দিন ছুটি রাজ্যে

পারসি (Parsi New Year) নতুন বছর পড়েছে ১৬ তারিখ। তারপর শনি ও রবিবার। তারপর আবার সোমবার ১৯ আগস্ট রয়েছে রাখী পূর্ণিমা (Raksha Bandhan Holiday). পারসি নতুন বছরে রাজ্য সরকারের ছুটি না থাকলেও চিন্তা নেই। এক দিন একটা লিভ নিয়ে নিলেই পরপর পাঁচ দিন ছুটি পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। আর এর থেকে খুশির খবর কি আর কিছু আছে?

না মানলে জেল জরিমানা! SIM Card নিয়ে এই নিয়ম জানিয়ে দিলো TRAI ও DoT

তবে শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশেই এই ছুটি বজায় থাকবে। কিছু কিছু রাজ্যে শুক্রবার পারসি নতুন বছরের দিনও সরকারি ছুটি (Government Holiday) থাকতে পারে, এখনই এই সম্পর্কে কিছু বলে যাচ্ছে না। তাই এবার গরমের ছুটির পর সব থেকে বড় হলিডে আসছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে। এখন থেকেই ভ্যাকেশন লিস্ট দেখে ঘুরতে যাবার প্ল্যানিং করতে পারেন সকলেই।
Written by Sampriti Bose.

Leave a Comment