দেশবাসীর জন্য বিদ্যুতের বিলের (PM Surya Ghar Yojana Electric Bill) বিষয়ে বড়ো সুখবর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman). এখন থেকে সূর্য ঘর প্রকল্পের অধীনে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ (Free Electricity Upto 300 Unit) দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সম্প্রতি ৭৫০০০ কোটি টাকা বাজেট ধরে বিনামূল্যে সৌর বিদ্যুৎ প্রকল্প (Solar Panel Electricity) চালু করেছে কেন্দ্র।
Get Free Electric on PM Surya Ghar Yojana.
কথা ছিল, এই প্রকল্পের অধীনে দেশের অসংখ্য সাধারণ মানুষকে তাঁদের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা করা হবে, যা বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে এবং পরিবেশ বান্ধবও হবে। ইতি মধ্যেই দেশের ১ কোটিরও বেশি মানুষ এই বিদ্যুৎ প্রকল্পের (PM Surya Ghar Yojana) জন্য আবেদন করেও ফেলেছেন বলে সম্প্রতি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা ২০২৪
দেশের সব জায়গা থেকে এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশনও করা হয়েছে। বিশেষত, আসাম, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশে ৫ লক্ষেরও বেশি মানুষ এগিয়ে এসেছেন। এই PM Surya Ghar Yojana-র অধীনে ১ কিলোওয়াট সোলার প্যানেল ইনস্টল করে, বিনামূল্যে বিদ্যুতের (Free Electricity) সুবিধা নিতে পারেন গ্রাহকেরা। মূলত ছাদে সোলার প্যানেল বসালে বাড়ির অনেক সুবিধা পাওয়া যাবে।
প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা
এর থেকে গ্রাহকরা প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। বার্ষিক ১৫০০০ থেকে ১৮০০০ সাশ্রয় হবে। তবে, এবার গতকাল বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার (PM Surya Ghar Yojana) অধীনে দেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল (Solar Panel) ইনস্টল করা হবে এবং তারা প্রতিমাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন।
সোলার বিজলি যোজনা
এই PM Surya Ghar Yojana প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা তাদের প্রায় দুই-তৃতীয়াংশ বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন। যে সমস্ত ব্যাক্তিরা এই প্রকল্পের অধীনে তাদের ছাদে সোলার প্যানেল ইনস্টল করতে চাই, তাদের ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। দেশের জনগণ যাতে তাদের ছাদে সোলার প্যানেল স্থাপন করতে পারে তার উদ্দেশ্যেই সরকার এই প্রকল্প চালু করেছিলেন।
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা নিয়ে একটি বড়ো ঘোষণা করেন। তিনি বলেন কেন্দ্রের এই PM Surya Ghar Yojana-র অধীনে দেশের ১ কোটি বাড়িতে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ একদম বিনামূল্যে (300 Unit Free Electricity) দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে খুব সহজেই গ্রাহকেরা প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার জন্য আবেদন করতে পাবেন। আবেদন করার জন্য নিচে উল্লিখিত পদক্ষেপ গুলো অনুসরণ করতে হবে।
PM Surya Ghar Yojana Online Apply
1) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) এরপর “অ্যাপ্লাই ফর রুফটপ সোলার” বিকল্পে ক্লিক করতে হবে।
3) এরপর গ্রাহককে রাজ্য এবং পছন্দ মতো বিদ্যুৎ সংস্থা নির্বাচন করতে হবে।
4) এরপর গ্রাহককে তার বিদ্যুৎ গ্রাহক নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস পূরণ করতে হবে।
5) এরপর গ্রাহক নম্বর বা কনজিউমার নম্বর লিখে লগইন করতে হবে।
6) লগইন করার পর যে সমস্ত তথ্য চাওয়া হবে সে গুলি পূরণ করতে হবে।
7) এরপর সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে আবেদনটি সাবমিট করতে হবে।
এভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে সরকারের কাছ থেকে বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করার অনুমতি পাবেন গ্রাহকরা। এরপর, বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল হয়ে গেলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে, যার ভিত্তিতে গ্রাহকেরা ভর্তুকি (PM Surya Ghar Yojana Subsidy) পাবেন। যদি গ্রাহকেরা ৭০০ বর্গফুট জায়গায় ৩ কিলোওয়াট এর সোলার প্যানেল স্থাপন করেন, তাহলে তার মোট খরচ পড়বে প্রায় ৮০ হাজার টাকা।
এক্ষেত্রে গ্রাহকেরা এই PM Surya Ghar Yojana প্রকল্পের অধীনে ৩৬ হাজার টাকা ভর্তুকি পাবেন। এতে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন গ্রাহকেরা। সবমিলিয়ে, অর্থমন্ত্রীর এরূপ ঘোষণায় দারুণ খুশি হয়েছেন দেশের অসংখ্য সাধারণ মানুষেরা। আর দেরি না করে এই প্রকল্পের সুবিধা আপনারা এখনই নিয়ে নিন।
Written by Sampriti Bose.