এবার লাভবান হতে চলেছেন দেশের অসংখ্য কৃষকরা (PM Kisan). দেশের সমস্ত কৃষক বন্ধুদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) অধীনে এক দারুন সুসংবাদ দিল কেন্দ্রীয় সরকার। শীঘ্রই পিএম কিষান যোজনা প্রকল্পের ১৮ তম কিস্তির (PM Kisan Yojana 18th Installment Payment) টাকা ঢুকতে চলেছে সকলের অ্যাকাউন্টে (Indian Farmers). তবে তার জন্য অবশ্যই করতে হবে বিশেষ কয়েকটি কাজ (Krishak Bandhu Scheme).
PM Kisan 18th Installment Date 2024.
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) হল কেন্দ্রীয় সরকারের জনমুখী যোজনা গুলির মধ্যে একটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ২০১৮ সালে সর্ব প্রথম এই যোজনা শুরু করেছিলেন। মূলত কৃষক শ্রেণীর মানুষেরাই দেশের অন্নদাতা। তাই তাদেরকে চাষবাস তথা ব্যক্তিগত জীবনেও আর্থিক ভাবে সহায়তা করার জন্য এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi).
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা
বর্তমানে মোট ১২ কোটি কৃষক বন্ধু এই পিএম কিষান যোজনার (PM Kisan) সুবিধাভোগী। এই পিএম কিষান যোজনার আওতায় আগে মোট ৬০০০ টাকা ভাতা প্রদান করা হত দেশের কৃষকদের। এই টাকা বছরে ৩টি কিস্তিতে মেটানো হত। প্রতি কিস্তি মারফত ২০০০ টাকা করে। তবে গত বছরের নভেম্বর মাসে মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছিল আরেকটি কিস্তি বাড়ানোর, যেখানে আরো ২০০০ টাকা অতিরিক্ত পাবেন কৃষকরা।
পিএম কিষাণ ১৮তম কিস্তির টাকা
যা এই বছরই চালু হতে পারে বলে ধারণা অনেকের। ফলে এবার মোট ৮০০০ টাকা ভাতা পেতে পারেন তারা। মূলত লোকসভা ভোটের আগে এই টাকার পরিমাণ বাড়তে পারে বলে আগেই শোনা গিয়েছিল। কিছু অবহিত আধিকারিকরা জানিয়েছিলেন, যদি শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan) আওতায় কৃষকদের ৮০০০ টাকা দেওয়া হবে।
পিএম কিষাণ যোজনায় ৮০০০ টাকা দেওয়া হবে?
সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে বছরে বাড়তি ২০০ বিলিয়ন টাকা অতিরিক্ত খরচ হবে। পিএম কিষান যোজনা এর অধীনে, দেশের কোটি কোটি কৃষক এখনও পর্যন্ত ১৭ টি কিস্তির (PM Kisan 17th Installment Date) সুবিধা পেয়েছেন। গত ১৮ই জুন থেকে নিজেদের ১৭ তম কিস্তির টাকা পেয়েছেন কৃষকেরা। তবে বেশ কয়েকটি কাজ সম্পন্ন না করলে ১৮ তম কিস্তির টাকা পাবেন না কৃষকেরা।
How to Get PM Kisan 18th Installment Money
জমি যাচাই
পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে নথিভুক্ত যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত জমি যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেনি, তারা আর এই প্রকল্পের অধীনে টাকা পাবে না। তাই কৃষকরা যদি পরবর্তী কিস্তির টাকা পেতে চান তাহলে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র দিয়ে জমি যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
PM Kisan e-KYC
কৃষকরা যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ই-কেওয়াইসি না করে থাকেন, তাহলে এর পরবর্তী কিস্তির টাকা পাবেন না। কৃষকরা যদি পরবর্তীকালে এই প্রকল্পের সুবিধা পেতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পশ্চিমবঙ্গে কোন কার্ডে কত কিলো রেশন সামগ্রী পাবেন আগস্টে? মাসের শুরুতেই জানুন
Aadhaar & Bank Account Link to Get PM Kisan Installment Money
যেহেতু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়, তাই সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখা আবশ্যক। কারো যদি ব্যাংক একাউন্ট এর সঙ্গে আধার লিংক করা না থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সেরে ফেলতে হবে। এই সকল শর্ত গুলি মেনে চললেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৮ তম কিস্তির টাকা পাবেন কৃষকেরা।
Written by Sampriti Bose.