দেশ কর্মরত অসংখ্য ব্যক্তিদের জন্য এবার এসে গেল বড় খবর (EPFO Pension). এখন থেকে সহজেই চাকরিজীবীরা জানতে পারবেন অবসর জীবনে তারা ইপিএফও (EPFO) হিসেবে কত টাকা পাবেন। তবে এর জন্য অবশ্যই অবলম্বন করতে হবে বিশেষ কয়েকটি পদক্ষেপ (Employees Provident Fund Organisation) মূলত বেসরকারি সংগঠিত ক্ষেত্রের কর্মীদের (Private Employees) অবসরের পর পেনশনের (Retirement Pension) ব্যবস্থা করে ইপিএফও।
How Much EPFO Pension You Will Get After Retirement?
কর্মীদের সমগ্র কর্মজীবনে প্রতি মাসে বেতন এবং ডিএ এর ১২ শতাংশ ইপিএফে (EPFO Pension) জমা করা হয়। এই সম পরিমাণ টাকা আবার জমা করা হয় নিয়োগকারী সংস্থার তরফ থেকেও। যদিও এক্ষেত্রে নিয়োগকর্তা বা কোম্পানির শেয়ার দুইভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে ৮.৩৩ শতাংশ টাকা যায় ইপিএফ স্কিমে এবং ৩.৬৭ শতাংশ টাকা জমা হয় ইপিএফে।
অবসরের পর কত টাকা পেনশন পাবেন?
ন্যূনতম ১০ বছর এই ভাবে বিনিয়োগ পদ্ধতি চলতে থাকলে ইপিএফও থেকে পেনশন (EPFO Pension) পেতে শুরু করেন কর্মীরা। কর্মীদের সর্বোচ্চ পেনশন যোগ্য পরিষেবা হয় ৩৫ বছর। কোনো কর্মী অবসর গ্রহণ করার পর ইপিএফও থেকে পেনশন হিসাবে কত টাকা পাবেন তা গণনার একটি নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটি হল ইপিএস = গড় বেতন x পেনশন যোগ্য পরিষেবা/৭০।
EPFO থেকে কত টাকা পেনশন পাবেন?
এই হিসাবে গড় বেতন মানে মূল বেতন এবং ডিএ, যা বিগত ১২ মাসের ভিত্তিতে গণনা করা হয়। এক্ষেত্রে কর্মীদের সর্বোচ্চ পেনশন যোগ্য পরিষেবার সময়সীমা হলো ৩৫ বছর। এই পেনশন যোগ্য বেতন সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত। উক্ত হিসাবে যদি গণনা করা হয়, সেক্ষেত্রে প্রতি মাসে পেনশনের (EPFO Pension) সর্বাধিক পরিমাণ হবে ১৫০০০x৮.৩৩/৭০ অর্থাৎ ১২৫০ টাকা।
অবসরের আগে সব হিসাব জানুন
কর্মীর সর্বোচ্চ অবদান এবং সর্বোচ্চ পেনশন যোগ্য পরিষেবার উপর ভিত্তি করে যদি ইপিএস পেনশন (EPFO Pension) গণনা করা হয় সেক্ষেত্রে দেখা যাবে ইপিএস = ১৫০০০x৩৫/৭০ অর্থাৎ প্রতি মাসে এই পরিমাণ দাঁড়াবে ৭৫০০ টাকা। এই ভাবে হিসাব করলে দেখা যায়, ইপিএফে সর্বোচ্চ পেনশনের পরিমাণ ৭৫০০ টাকা এবং সর্বনিম্ন পেনশন ১০০০ টাকা। এই ফর্মুলার মাধ্যমেই যে কোনো কর্মী খুব সহজেই নিজের পেনশন গণনা করতে পারেন।
তবে এক্ষেত্রে উল্লেখ্য, ইপিএস এর এই ফর্মুলা কেবল মাত্র ১৯৯৫ সালের ১৫ নভেম্বরের পর সংগঠিত ক্ষেত্রে যুক্ত কর্মীদের জন্যই প্রযোজ্য। এর পূর্ববর্তী সময়ের কর্মচারীদের জন্য আলাদা নিয়ম কার্যকর রয়েছে। EPFO Pension-র নিয়ম অনুসারে, একজন কর্মী তার ৫৮ বছর বয়স থেকে এই পেনশন তুলতে পারেন। তবে বিশেষ ক্ষেত্রে কর্মী চাইলে এই সময়ের আগেও পেনশন তোলা সম্ভব হয়।
45 টাকা বিনিয়োগে 25 লাখ রিটার্ন! LIC গ্রাহকদের দারুণ সুযোগ দিচ্ছে
এর জন্য যে বিশেষ প্ল্যানটি রয়েছে তার নাম ‘আর্লি পেনশন’ প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে ৫০ বছর বয়সের পর পেনশন তুলে নেওয়া যায়। তবে এক্ষেত্রে পেনশনের পরিমাণ ৪ শতাংশ কমে যায় অর্থাৎ কোনো কর্মী ৫৬ বছর বয়সে মাসিক পেনশন তুলতে শুরু করলে তিনি মূল EPFO Pension-র ৯২ শতাংশ পাবেন। তবে কোনো কর্মী ৫০ বছর বয়সে পেনশন নিলে তিনি পেনশনের পরিমাণের চেয়ে ৪ শতাংশ কম অর্থ পাবেন।
Written by Sampriti Bose.