আজকে আপনাদের সাথে অত্যন্ত জনপ্রিয় একটি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করবো। স্কলারশিপটির নাম কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করে সর্বোচ্চ ৩০,০০০ টাকা অবধি পেতে পারেন। নীচে এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করা হলো।
• কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ কী ?
এই স্কলারশিপটি কোলগেট কোম্পানির তরফ থেকে দেওয়া হয়। আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার উদ্দেশ্যে উক্ত কোম্পানির তরফ থেকে এই স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণী ও স্নাতক স্তরের পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়।
• এই স্কলারশিপের মাধ্যমে কতো টাকা করে দেওয়া হয় ?
ক্লাস ১১ ও ১২ -এর ছাত্রছাত্রীদের বার্ষিক ২০,০০০ টাকা ও স্নাতক কোর্সের শিক্ষার্থীদের বার্ষিক ৩০,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হয়।
HDFC বাড়তে কদম স্কলারশিপের জন্য আবেদন করুন এবং পেয়ে যান সর্বোচ্চ ১ লক্ষ টাকা অবধি
• কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন ?
(১) ভারতবর্ষের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে।
(২) চলতি বছরে একাদশ-দ্বাদশ শ্রেণী ও স্নাতক কোর্সের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
(৩) ক্লাস ১১-১২ -এর স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে দশম শ্রেণীতে অন্তত ৭৫% মার্কস পেতে হবে।
(৪) স্নাতক কোর্সের স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে দ্বাদশ শ্রেণীতে নূন্যতম ৬০% নম্বর পেতে হবে।
(৫) পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
• এই স্কলারশিপে আবেদন করতে কী কী লাগবে ?
(১) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
(২) বৈধ পরিচয়পত্র (আধার কার্ড / প্যান কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স -এর মধ্যে যে কোনো একটি)
(৩) ইনকাম সার্টিফিকেট
(৪) আগের পরীক্ষার মার্কশিট
(৫) বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ফি রিসিপ্ট
(৬) প্রতিবন্ধকতা সার্টিফিকেট (যদি থাকে)
• কীভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন ?
প্রথমে নীচের দেওয়া লিংকে ক্লিক করে আপনি যে ক্লাস বা কোর্সের কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপের জন্য আবেদন করবেন সেটির Apply Now অপশনে ক্লিক করবেন। তারপরে সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো ভালো করে ফিল আপ করবেন এবং উপরোক্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। সবশেষে আবেদনপত্রটি সাবমিট করে দেবেন।
• আবেদন লিংক – LINK
• আবেদনের সময়সীমা:- ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপের আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ৩১ শে ডিসেম্বর, ২০২২ ।