এবার দেশের অসংখ্য চাকুরীজীবীদের জন্য এসে গেল বড় সুখবর (EPFO EDLI Insurance). এখন থেকে প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) ৭ লক্ষ টাকা জীবন বীমা (Life Insurance Policy) পেতে চলেছেন চাকুরীজীবীরা। পাশাপাশি, তাদের দিতে হবে না কোনো প্রিমিয়াম (Insurance Premium). বেশ কিছুকাল আগেই দেশের বেসরকারি কর্মীদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করার উদ্দেশ্য নিয়ে চালু করা হয়েছিল এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees Provident Fund Organisation).
Get EPFO EDLI Insurance Without Pay a Single Premium.
যেকোনো বেসরকারি অফিসে কর্মরত কর্মীরা এই প্রভিডেন্ট ফান্ডটিতে বিনিয়োগ করতে পারতেন। নির্দিষ্ট সময়ের পর পেনশনের মতই টাকা ফেরত পাবার কথা এই EPFO EDLI Insurance স্কিম থেকে। কোনো ব্যক্তি যদি একজন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেসনের সদস্য হয়ে থাকেন তাহলে তিনি ৭ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা কভারেজ (Insurance Coverage) এর সুবিধা পেয়ে যাবেন।
7 লাখের বীমা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে!
এক্ষেত্রে তাকে কোনো রকম প্রিমিয়াম পে করতে হবে না, তিনি যদি নিয়মিত পিএফ অ্যাকাউন্টে (PF Account) টাকা জমা করেন তাহলেই তিনি এই EPFO EDLI Insurance-র সুবিধা নিতে পারবেন। তাহলে এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, যার মাধ্যমে আপনারা এই স্কিমের সুবিধা বিনা কোন সমস্যা ছাড়াই পেতে পারবেন।
EPFO EDLI Insurance Rules
- নিয়মিত ইপিএফ অ্যাকাউন্টে (EPFO Account) টাকা জমা করতে হবে।
- কর্মীদের বেসিক স্যালারি সর্বনিম্ন ১৫০০০ টাকা হতে হবে। এক্ষেত্রে এই স্কিমটির নাম হল EDLI Scheme.
- ১৫০০০ টাকার বেশি স্যালারি হলে ৬ লক্ষ টাকার কভারেজ পাবেন।
EDLI কথার সম্পূর্ণ অর্থ হলো Employees Provident Fund Linked Insurance. এই ইন্সুরেন্সের সুবিধা পাওয়ার জন্য গ্রাহককে কোনো রকম প্রিমিয়াম দিতে হবে না। এক্ষেত্রে, বিগত ১ বছরে যে পরিমাণ টাকা গ্রাহক তার ইপিএফ একাউন্ট এ জমা করেছেন সেই পরিমাণ টাকার 35 গুণ তিনি কভারেজ পাবেন। ইপিএফের অ্যাকাউন্ট (EPFO EDLI Insurance) গ্রাহকের যদি মৃত্যু হয়, তাহলে তাঁর নমিনি বা আইনি উত্তরাধিকারী এই জীবন বীমার টাকা পাবেন।
তবে, সমস্ত ইপিএফ অ্যাকাউন্ট গ্রাহকরাই যে ৭ লক্ষ টাকা ইন্সুরেন্স পাবেন এটা কিন্তু নয়। এটা নির্ভর করবে তিনি কত টাকা ইপিএফ অ্যাকাউন্টে জমা করছেন এবং তার ডিএর উপর। উদাহরণ স্বরূপ বলা যায়, কোনো ইপিএফ একাউন্ট গ্রাহকের যদি বেসিক স্যালারি ও DA মিলিয়ে গত ১ বছরে ইপিএফে ১৫ হাজার টাকা জমা পড়ে, তাহলে ৭ লক্ষ টাকা জীবন বীমা কভারেজ (EPFO EDLI Insurance) পাওয়া যাবে অর্থাৎ এতে সব মিলিয়ে চাকরিজীবী মানুষদেরকে অনেকটাই অসুবিধা হতে চলেছে সেটা বলাই যায়।
Written by Sampriti Bose.