বর্তমানে দেশের প্রায় প্রতিটা মানুষই অনলাইনের মাধ্যমে টাকা আদান প্রদান করে থাকে (Phone Pe UPI). মূলত দীর্ঘক্ষণ ব্যাংকের লাইনে দাঁড়িয়ে টাকা আদান প্রদান জনিত সমস্যাকে দূর করতেই অনলাইনে Paytm, ফোন পে, Google Pay তে টাকা লেনদেন (UPI Payment) করতে পছন্দ করে থাকেন দেশের অধিকাংশ মানুষজনেরা। তবে, এবার সামনে এলো ফোন পে বা গুগল পে সম্পর্কিত বড়ো তথ্য।
Phone Pe Google Pay Customers Should Know This.
এখন থেকে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয় গ্রাহকরা যদি UPI Account অর্থাৎ ফোন পে, গুগল পে বা পেটিএম ব্যবহার করেন সেক্ষেত্রেও তাকে নমিনি করতে হবে। মূলত নমিনি সম্পর্কিত নতুন আইন ঘোষণা হতে চলেছে বলে মনে করছেন অনেকে। সম্প্রতি গত কিছুদিন আগে আইন সংশোধিত বিল পোস্ট করেছে মোদি সরকার (Modi Government). সেই প্রস্তাবের মধ্যে UPI এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত একাধিক নিয়ম বলা হয়েছে।
ফোন পে ও গুগল পে-তে এবার নমিনি!
ব্যাঙ্ক আইন সংশোধিত বিলের প্রস্তাবে জানানো হয়েছে এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একজন নয় একসঙ্গে চারজন কে নমিনি করা যাবে। ব্যাংকিং আইন সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন ব্যাংকিং ব্যবস্থাকে উন্নত ও সুরক্ষিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মূলত UPI-র মাধ্যমে শুধুমাত্র ইন্টারনেটের সাহায্যে যে কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে খুব সহজেই টাকা লেনদেন (Google Pay UPI) করতে পারবে।
UPI লেনদেন নিয়ে দারুণ সুবিধা!
মূলত UPI-র মত নতুন ফিচার আনার ঘোষণা করেছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে গভর্নর শক্তিকান্ত দাস। এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতই ইউপিআই অ্যাকাউন্টেও নমিনি করতে পারবেন এক্ষেত্রে গ্রাহক তার স্ত্রী ও সন্তানদেরও তার ইউপিআই অ্যাকাউন্ট (Phone Pe UPI Account) পরিচালনা করার অ্যাক্সেস দিতে পারবেন। ইউপিআই এর এই নতুন ফিচার এর নাম রাখা হয়েছে “ডেলিগেটেড পেমেন্ট সিস্টেম”।
এক্ষেত্রে গ্রাহক তার স্ত্রী বা সন্তানদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে না থাকে তবুও তাদেরকে তিনি ইউপিআই অ্যাকাউন্টে নমিনি করে তাদের টাকা লেনদেনের এক্সেস দিতে পারবেন। উল্লেখ্য, এই সুবিধা শুধু মাত্র সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেই মিলবে। এছাড়াও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফ থেকে ইউপিআই ব্যাবস্থার একাধিক পরিবর্তন আনার ঘোষণা করা হয়েছে।
Mutual Fund এর SIP তে মাসে 5000 টাকা বিনিয়োগে কত দিনে কোটিপতি হবেন?
Phone Pe Google Pay UPI New Rules
1) ইউপিআই এর মাধ্যমে এ পর্যন্ত কর বাবদ সর্বোচ্চ ১ লক্ষ টাকা জমা করা যেত এবার থেকে এটি ৫ গুণ বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা করা হয়েছে।
2) ইউপিআই এর মাধ্যমে একসাথে ২ লক্ষ টাকার শেয়ার বেচাকেনা করতে পারবেন।
3) এছাড়াও এক সঙ্গে আপনি ইউপিআই এর মাধ্যমে ১ লক্ষ টাকা ট্রানজেকশন করতে পারবেন।
4) বীমা ও আইপিওর ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা লেনদেন করতে পারবেন। নতুন এই পদক্ষেপের দ্বারা গ্রাহকরা অনেক বেশি উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।
Written by Sampriti Bose.