ভারতের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে সঠিক সময়ে অগ্রিম আয়কর (ITR Refund) জমা দেওয়া আমাদের সকলের কর্তব্যের মধ্যেই পড়ে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (Income Tax Department) কর আওতার মধ্যে থাকা ব্যক্তিদের জন্য একটি আর্থিক বছরের চারটি কোয়ার্টার এর মধ্যে কত শতাংশ ট্যাক্স কখন দিতে হবে তা নির্দিষ্ট করে দিয়েছে। সেই অনুযায়ী ট্যাক্স দিতে না পারলে জরিমানা আরোপ হয় এবং গ্রাহক যখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (ITR Return) করতে যাবেন তখন এই পরিমাণ অর্থ তাকে দিতে হয়।
ITR Refund Status Check Using PAN Card.
মূলত একজন গ্রাহকের সারা বছরের মোট আয়করকে চারটি কোয়ার্টারে ভাগ করা হয়। এক একটি কোয়ার্টারের জন্য নির্দিষ্ট শতাংশ হিসেবে অগ্রিম আয়কর জমা করতে হয়। এখন অনেকেই আছেন যারা আয়কর রিটার্ন দাখিল করার পর রিফান্ড (ITR Refund) পাওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে, কেউ যদি দেরিতে ফেরত পান, তবুও চিন্তা করার কোনো কারণ নেই।
ইনকাম ট্যাক্স রিফান্ড
কোনো ব্যক্তি যদি সঠিকভাবে এবং নির্ধারিত তারিখের মধ্যে আইটিআর ফাইল (ITR File) করেন, তাহলে সুদ সহ টাকা ফেরত পাবেন। কারণ, ইনকাম ট্যাক্স রিফান্ড (ITR Refund) ইস্যু করতে দেরি হলে সরকার করদাতাদের সেই ট্যাক্সের টাকার উপর বিলম্বিত ট্যাক্স রিফান্ড এর সুদ প্রদান করে। তবে, এরও কিছু নিয়ম রয়েছে। গ্রাহক যে টাকা রিফান্ড পাবেন, তার পরিমাণ যদি তার মোট ট্যাক্সের ১০ শতাংশের কম হয় তাহলে সুদ পাবেন না।
এর থেকে বেশি হলে সরকার ওই টাকার উপর প্রতিমাসে ০.৫ শতাংশ অর্থাৎ বার্ষিক ৬ শতাংশ সুদ দেয়। এই সুদের টাকা গ্রাহককে ১ এপ্রিল থেকে ফেরত প্রাপ্তির তারিখ পর্যন্ত দেওয়া হয়। তবে, আয়কর রিটার্ন দাখিল করার সময় কিছু ভুল হয়ে গেলে রিফান্ড (ITR Refund) পেতে দেরি হয়ে থাকে। কোনো ব্যক্তির যদি এমন হয়, তাহলে সবার প্রথম তার মেইল চেক করা উচিত। আয়কর বিভাগ যদি তাকে ই-মেইল পাঠিয়ে কোনো ভুল সংশোধন করতে বলে, তাহলে সেটি করতে হবে।
Income Tax Status Check for ITR Refund
- প্রথমে, NSDL-র পেজটি খুলতে হবে।
- পেজটি স্ক্রোল করে গ্রাহককে তার প্যান নম্বর এবং অর্থ ফেরতের বছর লিখতে হবে।
- এরপর গ্রাহককে একটি ক্যাপচার পূরণ করতে হবে।
- এরপর প্রসিডে ক্লিক করলেই স্ট্যাটাস দেখতে পারবেন গ্রাহকেরা।
কোটিপতি হবেন আপনি! SIP-তে এই পদ্ধতিতে বিনিয়োগ করলেই কেল্লাফতে
তবে, যদি গ্রাহকের ফেরতের অনুরোধ প্রত্যাখ্যান না হয়ে থাকে এবং তিনি যদি তাও ফেরত না পান, তাহলে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করতে পারেন তিনি। তাছাড়া, ইনকাম ট্যাক্স বিভাগের টোল ফ্রি নম্বর 1800-103-4455-এ ছুটির দিন বাদে যে কোনো দিন সকাল ৮ থেকে রাত্রি ৮ টার মধ্যে কল করে অভিযোগ করতে পারেন। এছাড়াও, তিনি ই-ফাইলিং পোর্টালে গিয়েও অভিযোগ জানাতে পারেন। এইভাবে গ্রাহকরা তাদের আয়কর রিটার্ন (ITR Refund) সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান সহজেই করতে পারবেন।
Written by Sampriti Bose.